নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
“শবনম”কে আমি পাইনি, যে তার গায়ে-গতরে হাত বুলিয়ে তার রূপ-রস চেখে নেবো!
নীল আকাশ থেকে কোন একদিন, কোন এক শবনম ঝুপ করে নেমে এসে আবার ধরা দেবে কিনা জানিনে। তবে ধাঁধার চরে এক পড়ন্ত বিকেলে একজন “নমানুষ” এর দেখা মিলেছিলো। লাশ হয়ে ভাসছে পানিতে, কচুরীপানার আড়ালে। নাকফুলের পাশে কালো তিলওয়ালীর ফুলে ঢোল হয়ে আসা দেহটি থেকে যে পচা গন্ধ বেরুচ্ছে তা ঠিক যেন সমাজ নামের একদঙ্গল মানুষের মন-মগজ থেকে উঠে আসা গন্ধের সাথে মিলে গিয়ে শীতলক্ষার কালো দূর্গন্ধময় জলে ঘুরপাক খেয়ে মরছে আমাদের চলিষ্ণু জীবনের মতোই।
বইয়ের পাতা ওল্টাতেই এমন কিছু ধরা পড়লো চোখে। বইটি এসেছে সুদূর চট্টগ্রামের আনোয়ারার পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলির পাড় থেকে। যিনি ভালোলাগা থেকে শ্রদ্ধার নিদর্শন হিসেবে এক পরম নির্ভরতায় বইটি আমাকে পাঠিয়েছেন, তাকে আমি কখনও দেখিনি। তবে তার সাথে অহরহ দেখা হয়েছে লেখায় লেখায়। নিঃসন্দেহে তরুন রক্ত তার গায়ে। জড় - যান্ত্রিক বিষয় আসয় নিয়ে যার কাজ কারবার তারও যে অজড় মানুষের চলন্ত মনঘড়ি নিয়ে খেলতে ইচ্ছে করে বোঝা যায় তার সব লেখায়।
এই বইখানিও তাই। অন্তত বইয়ের “কিছুকথা” অংশে তারই আভাস।
এই বইখানি নিয়ে আমি কি করবো !!!!!
একটানে পড়ে নিয়ে একখানা রিভিউ লিখবো নাকি যিনি পাঠিয়েছেন তার স্তুতি গাইবো? কোন বইয়ের রিভিউ আমি কখনও লিখিনি। ওটা আমার যোগ্যতার বাইরে।
আমি শুধু প্রেরকের আন্তরিকতার ছোঁয়ায় আমার ভেতরে যে আলোড়ন তার শব্দ শোনাতে পারি!
নীল আকাশ যেমন বিপুল পরিসরে ব্যপ্ত, বইয়ের প্রেরককেও মনে হয়েছে তেমনি। বিপুল বিস্তারে তিনি যেন নিজেই নিজের মনে বিভোর। আকাশের মতো উদারও বটে! নইলে আমার মতো অতি সাধারণ একজনকে তার “গুরুজী” বলে ডাকার কথা নয়। পাঠানো বইটির শুরুর একটি পাতাতে নিজ হাতে তা লিখেও দিয়েছেন। এমন শব্দটি তিনি প্রায়ই উল্লেখ করেন ব্লগ পোস্টের মন্তব্যে- প্রতিমন্তব্যেও। আমি বিব্রত বোধ করি। সে কথা আমি বলেছিও তাকে। কিন্তু স্বেচ্ছায় যিনি অমন উচ্চারণ করেন তাকে ফেরাই, সাধ্য কি !
বলছি সহব্লগার “ নীল আকাশ” কে নিয়ে। “নমানুষ” তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। যদিও উপন্যাসে লেখকের পুরো নামটি এভাবে লেখা আছে - “মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ”। সেই বইয়ের একখানা কপি তিনি আমাকে পাঠিয়েছেন ভালোবাসা-শ্রদ্ধার নিদর্শন হিসেবে।
এ প্রাপ্তি রাখার জায়গাটুকু আমার আছে তো! ভালোবাসাবিদ্ধ শহরকে ভিজিয়ে কোন ভাষায় বৃষ্টি পড়ে? সে ভাষা আমার জানা আছে কি!
নেই হয়তো তবুও বলি-কখনও মানুষকে মনে হয় বড় সুন্দর, তাদের অবয়বে নয়, কি সব বলে তারা তাতেও নয়, শুধু তারা যা তাতেই।
আকাশে যেমন মেঘের ঘনঘটা থাকে, থাকে বজ্র-বিদ্যুতের ঝলকানি তেমনি তারও মেজাজ মর্জিতে হঠাৎ হঠাৎ সে সবের দেখা মেলে। তখন আকাশটাকে অচেনা মনে হয়। তবুও আকাশ আকাশের মতোই, হরেক রংয়ের মেলা নিয়ে উদ্ভাসিত। সকালে তার স্নিগ্ধ রূপ, অসহিষ্ণু তাপ ছড়ানো আর এক রূপ তার মধ্যাহ্ণে , সাঝবেলায় সমাহিত তার রূপ।
সে রূপগুলো আবার দেখার চেষ্টা করলুম।
বলেছেন , “ সাহিত্য হচ্ছে দর্পণের মতো যেখানে দেশ ও সমাজের সুষ্পষ্ট বাস্তব প্রতিফলন ফুটে ওঠে।” এ নিয়ে লেখকদের দায়বদ্ধতার কথাও বলেছেন তিনি। তাই নিজের দায়বদ্ধতা থেকে “নমানুষ” বইটির জন্ম দিয়েছেন ।
চোখ না থাকলেই অন্ধ হয়না, অন্ধ হয় যখন দৃষ্টিতে কিছু ধরা পড়েনা।
জীবনকে তিনি যে চোখে দেখেছেন, সাহিত্য সেই জীবনের প্রতি তাকে আগ্রাহান্বিত করে তুলেছে হয়তো! মানুষ, প্রকৃতি, সাহিত্য, সঙ্গীত নিয়ে ঋদ্ধ এই পৃথিবী যে নিরন্তর টগবগিয়ে থাকে এর রুপ-রস-গন্ধ নিয়ে, সে দৃশ্য তার দৃষ্টিতে ধরা পড়েছে আর তাকে টেনেছে বলেই বই প্রকাশের তাগাদা অনুভব করেছেন তিনি । যদিও তিনি পেঁচিয়ে পেঁচিয়ে দৃশ্যগুলোকে শীতলক্ষার জলের মতোই গড়িয়ে যেতে দিয়েছেন, যেটাকে তার সীমাবদ্ধতা হিসেবে ধরে নিলে তেমন ক্ষতিবৃদ্ধি হয়না।
সমাজের যে অসংগতি আর অবক্ষয়ের কথা তিনি বলেছেন বইয়ের “কিছুকথা” অংশে আর তুলে এনেছেন মুখোশধারী হিংস্র পশুর মতো মানুষগুলোর গল্প , তাতে বোঝা যায় তিনি চাইছেন সমাজের এমন শত্রুরা যেন পরাস্ত হয়। কিন্তু এটা তো জানা কথা -আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে বিবেকবান মানুষেরা সেসব মানুষরূপী পশুদের পায়ের তলায় যে পিষে মারতে চান, সেই বিবেকবান মানুষদের পা অতো লম্বা নয়!
তবুও লেখকের মতো আশায় থাকি, তাদের পা হোক আরও লম্বা এবং হোক শক্তিশালী।
এই যে পৃথিবীটা যা সম্পূর্ণ আলাদা একটা পৃথিবী- গাঁথুনিহীন, পথহীন, আলোহীন, নিয়মহীন, বন্য, বিপদজনক এক পৃথিবী, যেখানে বাস, ট্রাক, রিকসা, সাইকেল , ভ্যান , ঠেলাগাড়ী আর পথচারীরা টিকে থাকার জন্যে গুতোগুতি করছে দিনরাত, তেমন বাস্তবতার মাঝেও এই আশার প্রতিফলনই হয়তো আমরা দেখতে পাবো এই বইয়ে। এটা আমার অনুমান মাত্র কারন বইটি নেড়েচেড়ে দেখার সুযোগ হলেও পুরোটা পড়ে ওঠার সুযোগ ঘটেনি। তবে “ নাকের বামদিকে নাকফুলের পাশেই ছোট একটা কালো তিল।” বাক্যটি পড়ার পরে মনে হলো এই তিল নিয়েই তেলেসমাতি কিছু আছে এই উপন্যাসে।
এই যে রিভিউটা লেখা হয়ে ওঠেনি তাতে আপনারা বলতেই পারেন - যে ফুলে পুজো হয়না , তা গাছে থাকলেই বা কি আর না ফুটলেই বা কি!
সেক্ষেত্রে বলতেই হবে , স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।
ভালো থাকুক কালো তিলের জনক নীল আকাশ। আকাশের মতোই অবারিত থাকুক তার সাহিত্যানুরাগ।সেখানে চলুক রংধনুর খেলা………………..
২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৬
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
এতোদিনে নিশ্চয়ই জেনেছেন যে, সামু ব্লগ একটা পরিবার! সবার জন্যে সবার ভালোবাসা তো থাকবেই।
২| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:১২
নীল আকাশ বলেছেন: মন ভরে উঠলো লেখা পড়ে।
আমি আপনাকে সবসময়ে ব্লগে গুরুজী হিসেবে মেনে এসেছি।
আমি যখন আজ থেকে বেশ কিছু বছর আগে ব্লগীং শুরু করেছিলাম, গল্প লেখা শুরু করেছিলাম, তখন আমার পাশে আপনি সবচেয়ে বেশি উতসাহ এবং সাহায্য দিয়ে গিয়েছিলেন। আমি সেটা ভুলিনি, ভুলবোও না।
শুরুতে সেই সাহায্যটুকু না পেলে আজ হয়তো শবনম কিংবা নমানুষ কোনটাই আলোর মুখ দেখতো না।
আমি কিছুটা ডিফারেন্ট টপিক এবং টোন নিয়ে লিখি। নমানুষ যারা পড়েছে তারাই এই পার্থক্যটুকু বুঝেছে।
ইনশা আল্লাহ আপনি উপন্যাস পড়বেন এবং আমি যে উদ্দেশ্য নিয়ে এটা লিখেছি সেটা অনুধাবন করবেন।
বিশেষ করে নাবিলা চরিত্রটা কেমন লেগেছে সেটা আমার গুরুজীর কাছে জানতে আমি আগ্রহী।
নাবিলাকে নিয়ে আরো অনেক কিছুর প্ল্যান আছে আমার।
শুভ কামনা আপনার জন্য।
২২ শে মার্চ, ২০২২ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
মন্তব্যে অমন করে বলার জন্যে কৃতজ্ঞ।
ব্লগে আমরা সবাই-ই লেখায় নবীন, কেউ প্রতিষ্ঠিত লেখক নই। হলে, তাদের এখানে আসার কথা নয়! তাই আনকোরা লেখকদের লেখার অদম্য ইচ্ছেকে উৎসাহ দেয়াই উচিৎ যাতে তাদের লেখা দিন দিন ধারালো হয়ে ওঠে। এতে করে ব্লগে লেখার মান বাড়ে, বাড়ে নতুন নতুন লেখকের মুখ।
বলেছেন আপনি ডিফারেন্ট টপিক এবং টোন নিয়ে লিখে থাকেন। সেটা এবং ব্লগে আপনার ইন্টার-এ্যাকশান থেকে যে ধারনাটুকু পেয়েছি তাতে আপনাকে মূল্যায়ন করেছি এভাবে এই পোস্টে -
আকাশে যেমন মেঘের ঘনঘটা থাকে, থাকে বজ্র-বিদ্যুতের ঝলকানি তেমনি তারও মেজাজ মর্জিতে হঠাৎ হঠাৎ সে সবের দেখা মেলে। তখন আকাশটাকে অচেনা মনে হয়। তবুও আকাশ আকাশের মতোই, হরেক রংয়ের মেলা নিয়ে উদ্ভাসিত। সকালে তার স্নিগ্ধ রূপ, অসহিষ্ণু তাপ ছড়ানো আর এক রূপ তার মধ্যাহ্ণে , সাঝবেলায় সমাহিত তার রূপ।
মনে হয় অসঙ্গত কিছু বলিনি!
সবটাই আপনার আন্তরিকতার ছোঁয়ায় আমার ভেতরে যে আলোড়ন তার শব্দ !
হাতে সময় এলেই আপনার বই পড়বো। নাবিলাকেও দেখবো খুঁটিয়ে খুঁটিয়ে!
শুভেচ্ছান্তে।
৩| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৩
নীল আকাশ বলেছেন: কালো তিলের বুদ্ধি উপন্যাস অর্ধেক লেখা পড়ে মাথায় এসেছিল। আবার রিরাইট করে ঢুকিয়েছি।
পোস্ট লাইকড এবং সরাসরি প্রিয়তে।
২২ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
তা হলে বলতেই হবে, "তিল" এর কথাটি জায়গামতো লেগে গেছে!
পোস্ট লাইকড এবং সরাসরি প্রিয়তে নেয়ার জন্যে ধন্যবাদ।
৪| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৮
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন প্রিয় আহমেদ জি এস ভাইজান!
বইটা আমিও সংগ্রহ করেছি কিন্তু নানাবিধ ব্যস্ততায় পড়া শেষ করতে পারিনি।
শুভ কামনা প্রিয় যুনাইদ।
২২ শে মার্চ, ২০২২ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
ধন্যবাদ সব সময় সাথে থাকার জন্যে।
বইটি পড়ুন ব্যস্ততা কমে এলে। এবং পাঠ প্রতিক্রিয়াও লিখতে পারেন।
শুভেচ্ছান্তে।
৫| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ন মানুষ এখনো সংগ্রহ করিনি। শবনম কিনেছিলাম
আপনার রিভিউ কী সুন্দর মাশাআল্লাহ।
ব্লগারদের প্রতি ব্লগারদের ভালোবাসা অটুট থাকুক
এ যাত্রায় আমিও আছে সঙ্গে
২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
এটা কোনও রিভিউ নয়, কেবলমাত্র বই প্রেরকের আন্তরিকতার ছোঁয়ায় আমার ভেতরে যে আলোড়ন তার শব্দ !
ব্লগারদের প্রতি ব্লগারদের ভালোবাসা অটুট থাকুক সহমত।
৬| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মূল্যায়ন।
২৩ শে মার্চ, ২০২২ সকাল ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৭| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৫
মনিরা সুলতানা বলেছেন: একটুকু ছোঁয়া' র রচিমম ফাল্গুনী আবহে লেখা ! দুর্দান্ত !!
অনেক অনেক ভালোলাগা, শুভ কামনা নীলআকাশ।
২৩ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৩
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
একটুকু ছোঁয়া দিয়ে যাওয়ার মতোই মন্তব্য!
ফাল্গুনী নয় চৈতী আবহে লেখা বলতে পারতেন!
মন্তব্য লাইকড.....
৮| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৩
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার সুন্দর ভাললাগার মতো রিভিও, নমানুষ পড়ে মুগ্ধ হয়ে সামু তে আমিও একটি রিভিও লিখেছিলাম, অনেকে প্রশংসা করেছেন লিখাটির, যদিও আমি নিতান্তই একজন অনভিজ্ঞ ও কাঁচাহাতের লেখক তা নিজেই স্বীকার করি ।
২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: গেঁয়ো ভূত,
সম্ভবত আমার এখানে আপনার প্রথম আগমন! স্বাগতম।
আপনার রিভিউ পড়েছি, অল্পের ভেতরে ভালোই লিখেছেন। অভ্যেসটা জিইয়ে রাখুন। লিখতে লিখতেই হাত খুলবে। নিজেকে কাঁচা লেখক ভাবতে নেই। নিজের উপর আস্থা রাখুন।
আর আমি কিন্তু রিভিউ লিখিনি। আমি শুধু বই প্রেরকের আন্তরিকতার ছোঁয়ায় আমার ভেতরে যে আলোড়ন তার শব্দ শুনিয়েছি !
৯| ২২ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
নাকের বামদিকে নাকফুলের পাশেই ছোট একটা কালো তিল।
২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,
নাকের বামদিকে নাকফুলের পাশেই ছোট একটা কালো তিল। সুন্দর নয় ?
পোস্টের ছবিতে একটি কালো তিলই আছে । রহস্যময় ?
১০| ২২ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর, এতোদিনে নিশ্চয়ই জেনেছেন যে, সামু ব্লগ একটা পরিবার! সবার জন্যে সবার ভালোবাসা তো থাকবেই।
শুধু আমি বুঝলে তো হবে না। ব্লগ এডমিনকেও বুঝতে হবে। ব্লগ টিমকে হতে হবে নিরপেক্ষ। চিলের পেছনে ছোটা বন্ধ করতে হবে। নিজের চোখের উপর আস্থা রাখতে হবে। কান কথায় না।
২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০০
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
দ্বিতীয়বারের মতো স্বাগতম।
ঠিকই বলেছেন , ব্লগ এডমিনকেও বুঝতে হবে।ব্লগ টিমকে হতে হবে নিরপেক্ষ। তবেই ব্লগের মান বাড়বে।
১১| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৩১
ইন্দ্রনীলা বলেছেন: এত সুন্দর করে রিভিউ। মুগ্ধ হলাম।
২৩ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭
আহমেদ জী এস বলেছেন: ইন্দ্রনীলা,
আপনার তো এমন ভুলটি করার কথা ছিলোনা!
এটা রিভিউ নয়, নৈবেদ্য।
লেখাটির জন্যে মুগ্ধতা প্রকাশ করাতে কৃতজ্ঞ।
১২| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ কামনা নীল আকাশ ভাইয়ের জন্য। সাথে আপনাকে শ্রদ্ধা অনেক। আপনিও আমার কাছে একজন গুনি লেখক।
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন,
দেরী হলো প্রতি-উত্তর দিতে। দুঃখিত।
এমন মন্তব্যে কৃতজ্ঞ।
শুভেচ্ছান্তে।
১৩| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৩:০৩
নেওয়াজ আলি বলেছেন: মেলা হতে আমিও নমানুষ কিনেছি। তবে এখনো পড়া হয়নি ব্যস্তার কারণে এই লেখা পড়ে নীল আকাশের শবনমও পড়ার লোভ হচ্ছে
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৮
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,
ধন্যবাদ আপনাকে।
দু'টো বই-ই পড়ুন। টান টান ধরে রাখার মতো লেখা।
১৪| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই আপনার লেখার শৈলী এতো চমৎকার যে পড়বে সে মুগ্ধ হবেই।
২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ মশিউর রহমান,
আপনার এমন মন্তব্যে মনটা আপনার প্রতি কৃতজ্ঞতায় টৈ-টুম্বুর!
তবে জবাব দিতে দেরী হওয়াটা আমারই অক্ষমতা।
মন্তব্য লাইকড.....
শুভেচ্ছান্তে।
১৫| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনি সত্যি সামু ব্লগে আমাদের গুরুজী।
২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:২১
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
এইটুকু মন্তব্যে যে অনেকখানি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে গেলেন তাতে আপ্লুত।
আপনাদের দেয়া এ সম্মানের যোগ্য মর্যাদা যেন বজায় রাখতে পারি, কখনও বিচ্যুত না হই...............
১৬| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৩
নীল আকাশ বলেছেন: গুরুজী,
দেখুন, শুধু আমি না সবাই আপনাকে কত কত শ্রদ্ধা করে!
@নেওয়াজ আলিঃ আগে নমানুষ শেষ করুন। এখানেও শবনম চরিত্রটা দেয়া আছে। আন্দাজ করতে পারবেন শবনম চরিত্র আগের বইতে কেমন এঁকেছি!
@মোস্তফা সোহেলঃ জী, আমি অনেক আগে থেকেই উনাকে এই নামে ডেকে এসেছি।
@ইন্দ্রনীলাঃ ধন্যবাদ আপনাকে। ব্লগেই এটার কয়েকটা রিভিউ এসেছ। সোশাল মিডিয়ায় এসেছে আরো অনেক। আগ্রহ পেলে আমাকে জানাবেন। লিংকগুলি দিয়ে দেবো।
শুভ কামনা সবার জন্য।
৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫১
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
ভালোবাসাবিদ্ধ শহরকে ভিজিয়ে কোন ভাষায় বৃষ্টি পড়ে ! আপনাদের শ্রদ্ধার্ঘের বৃষ্টিকে দু'হাতের অঞ্জলি পেতেই নিলুম শুধু , কোনও ভাষাতেই তাকে ফুটিয়ে তুলতে আমি অপারগ।
মন্তব্যে নাম নেয়া ব্লগারগন নিশ্চয়ই এরমধ্যেই এই মন্তব্যখানি দেখে থাকবেন!
সকলকে শুভেচ্ছান্তে।
১৭| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
নোটিফিকেশান আসেনা বলে আপনার মন্তব্য দেখিনি।
আবার এসেছেন দেখে ধন্যবাদ। সবার মন্তব্য নিশ্চয়ই দেখেছেন ? এবারে আপনার প্রতিক্রিয়া কি জানতে চাই।
১৮| ২৩ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটা চমৎকার হয়েছে।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
দুঃখিত! আমার ঘরে নোটিফিকেশান আসেনি বলে আপনার মন্তব্য দেখা হয়ে ওঠেনি।
লেখাটি চমৎকার হয়েছে জেনে ভালো লাগলো।
১৯| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৫
শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ রিভিউ।
খুব ভালো লেগেছে।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৫
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,
ইদানিং ব্লগের পোস্টগুলির বিষয়বস্তুর একঘেয়েমি, অপরিপক্কতা আর চিন্তাহীনতা এবং অসুস্থ্যতার কারনে ব্লগে ঢুকতে ইচ্ছে করেনা।
তাই অনেকদিন পড়ে থাকা এই মন্তব্যটির জবাব না দেয়াই থেকে গেছে। দুঃখিত।
লেখাটি সেই অর্থে রিভিউ নয়। লেখক কর্তৃক তার প্রকাশিত একটি বই অযাচিত ভাবে উপহার পাওয়ার তাৎক্ষনিক একটি প্রতিক্রিয়া এটা। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
নববর্ষের শুভেচ্ছান্তে।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা দেখলে- ভালো লাগে।