নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

জ্বলন্ত একটি প্রশ্ন....

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৭



আমি কখনই পত্রিকা থেকে শেয়ার করে কওন পওস্ট দেইনি। কিন্তু "মোহাম্মদ গোফরান" এর পওস্ট "আপনি নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত? এই জুলুম বাজদের জুলুমের ফলে কিভাবে নিজের ইজ্জত বাঁচাবেন? " এ করা আমার মন্তব্যের জবাবে তিনি যা বলেছেন তাতে মনে হল , যে কারনে এই সংকট সেটা আমরা কেউই তেমন করে বলছিনা। কেন এই সংকট ? এই জ্বলন্ত প্রশ্নটির জবাব জানতে ব্লগারদের জ্ঞাতার্থে পত্রিকা থেকে এই লেখাটি শেয়ার করলুম -আর্থিক খাতে লুটপাটের দায় জনগণ শোধ করবে কেন?


[ক্ষমা প্রার্থনা।
আমার হার্ডডিস্কে সমস্যা হ্ওয়াতে নতুন করে অভ্র কী বওর্ড ইন্সষ্টল করাতে "ও" কার অক্ষরটি টাইপ করা যাচ্ছেনা। তাই ইতালীকসে লেখা বানানের ত্রুটিগুল্ও নিজগুনে ক্ষমা করবেন। ]

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৯

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ভাই রেফারেন্সের জন্য- পড়লাম। চমৎকার নিবন্ধ! আমি ভাবছি কিছু একটা লিখব এই নিয়ে

আপনার ও-কার এর বিচ্যুতি দেখে বোর পেরেশানিতে ছিলাম! পরে দেখি টাইপো নয় :)

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




একজন একজন করে সবাই যদি এসব নিয়ে লিখি তবে সুরাহা না হলে্ও একটা জওট তৈরী হবে। যে জওট সকল অন্যায়ের বিরূদ্ধে লড়ার শক্তি পাবে তা কলমেই হউক বা পথে।
লিখুন..........

(ও-কার এর বিচ্যুতি ক্ষমা করবেন)

২| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১২

কামাল৮০ বলেছেন: পত্রিকার উপর জনগনের বিশ্বাস নাই।

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: কামাল৮০,




এটা কলামিষ্টের মতামত, সংবাদ নয়।
পত্রিকার খবরে হয়তও বিশ্বাস না্ও থাকতে পারে কিন্তু "মতামত" তও সংবাদ নয়! মতামত তও বুদ্ধি বিবেচনা খাঁটিয়ে ঠিক- বেঠিক বুঝতে পারার জিনিষ।

(ও-কার এর বিচ্যুতি ক্ষমা করবেন)

৩| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: রিপোর্টটা পড়েছি।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




তাহলে বুঝতেই পারছেন, গলদটি কওথায় আর মহারথীরা আঙুল দিয়ে দেখাচ্ছেন কওথায় !!!!!!!!!!

(ও-কার এর বিচ্যুতি ক্ষমা করবেন)

৪| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩২

শাহ আজিজ বলেছেন: সকালে পি সি খুলে আজকের পত্রিকাগুলো চোখ বুলিয়ে নিতে গিয়ে উপরের লিঙ্কের লেখাটা মার্ক করলাম যা পড়ে সিরিয়ালি পড়ব । সামুতে এসে দেখি একই বিষয় নিয়ে পোস্ট । চলমান অর্থনৈতিক সংকট নিয়ে সব ধরনের লেখা , উপাদান নাম ধাম শুদ্ধ ছেপে দেওয়ার আহবান জানাই কারন বাংলাদেশ এরকম সংকটে আগে পড়েনি কখনো । অন্তত স্বাধীনতার সময় থেকে আমি যা জানি । এসব বিশেষজ্ঞের লেখা পড়ে মন্তব্য করবেন ব্লগার রা ।


ধন্যবাদ জি এস ।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৫

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




কওথা দিয়ে কি হচ্ছে এসব পাবলিকদের জানা দরকার যাতে সবাই নিজেদের এই ঘাম ছওটা, শ্বাস আটকে যা্ওয়া অবস্থার জন্যে দায়ীদের চিনতে পারেন।

(ও-কার এর বিচ্যুতি ক্ষমা করবেন)

৫| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সকালেই কলমটা পড়লাম। চমৎকার আর্টিকেল। আজ থেকে বাড়তি পরিবহন ভাড়া দেয়া শুরু করলাম। শুধু বাসেই মাসে ৬০০ টাকা বাড়তি দিতে হবে। এইতো কেবল শুরু .....


আর্টিকেলটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ স্যার।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৭

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




এইতো কেবল শুরু .....
নিজেদের হতদারিদ্র জীবনের শুরুটা কেন, কিভাবে হয় এসব জেনে রাখা দরকার।

৬| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২১

খাঁজা বাবা বলেছেন: বাস্তব সম্মত দ্রুব সত্য কথা।
মূলত সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনায় সৃষ্ট ঘাটতি মেটাতেই জনগনের পকেট লুট করা হচ্ছে।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৯

আহমেদ জী এস বলেছেন: খাঁজা বাবা,




ধ্রুব সত্যটাই বলেছেন - "সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনায় সৃষ্ট ঘাটতি মেটাতেই জনগনের পকেট লুট করা হচ্ছে।"

৭| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:

লাগামহীন ভর্তুকি দিতে থাকলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়।
বিশ্বব্যাপি মুল্য বৃদ্ধির ৬ মাস একটানা বিপুল ভর্তুকির পর যখন বাজারে সয়াবিন তেল, আটা , মুরগীর দাম সহনীয় পর্যায়ে হয়, এরপর সাবধানে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, উপায় ছিলো না।
বাংলাদেশে সবচেয়ে কম মাত্রায় বৃদ্ধি করা হয়েছে। তাও ৬ মাস পর। এর সাথে লুটপাটের কি সম্পর্ক বোধগম্য নয়।
লুটপাট করলে রাজভান্ডার বাড়ে না কমে?

রয়টারস খবর দিয়েছে
বাংলাদেশকে ঋণ দিতে বদ্ধ পরিকর আইএমএফ।
বিবিসি আলজাজিরা রয়টারস ইত্যাদি পশ্চিমা সাংবাদিকরা আইএমএফ কর্তাদের চেপে ধরেছিল "কেন বাংলাদেশের ৪০ বিলিয়ন রিজার্ভ থাকার পরও ঋন দেয়া হচ্ছে?" যেখানে শ্রীলংকা ৪ বিলিয়নের কম রিজার্ভ থাকার পরও ঋন চেয়ে পায় নি, পাকিস্তান ৮ বিলিয়ন রিজার্ভ নিয়ে ঋন চাইতে চাইতে ৬ মাস অপেক্ষমান রাখা হয়রান হয়ে যাচ্ছে?

তেলের মুল্য বৃদ্ধি দেশে খুব একটা বড় প্রভাব পড়ার কথা ছিল না। কারন দেশের বেশিরভাগ যানবাহন গ্যাসে চলে। যা চলে মটরসাইকেলে, মটরসাইকেলে খুবই সামান্য তেল লাগে, ১ লিটারে ৮০-৯০ মাইল। আর অকটেন বড়লোকদের ব্যাপার, যাদের বিএমডাব্লিউ লেক্সাস।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৬

আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী,




দুরের জিনিষ দেখতে আপনাকে কি চশমা পড়তে হয় ? নইলে জ্বালানী তেলের দাম বাড়ায় অতি স্বল্প দূরের দিনগুলওতে কি কি ঘটবে জনমানুষের জীবনে তা চওখে ধরা পড়ার কথা। আপনি সেটি দেখতে পাচ্ছেন না, বলেছেন - তেলের মুল্য বৃদ্ধি দেশে খুব একটা বড় প্রভাব পড়ার কথা ছিল না। তেলের মূল্য বাড়লে যে, জনজীবনে প্রভাব পড়ে, বেশী রকম করেই পড়ে তা আপনি হয়তও জানেন না, দেশের বাইরে থাকার কারনে। দেশের পত্রিকাগুলও দেখুন অন লাইনে। তাহলেই জানতে পারবেন কি কি প্রভাব পড়েছে। নইলে দেশে থাকা আপনার স্বজনদের কাছ থেকে জেনে নিতে পারেন।

আপনি সম্ভবত লেখাটি পড়েন নি বা পড়লে্ও ভাসা ভাসা চওখ বুলিয়ে গেছেন। অনুগ্রহ করে ভালও করে পড়ুন এবং বুঝুন কওথা থেকে কি হয়েছে, কেমন করে মানুষকে বওকা বানিয়ে তেলের দাম বাড়ানও হয়েছে।
আইন মেনে আমাদের দেশে কখনোই জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নি। জ্বালানি তেলের দাম বাড়াতে পারে কেবল এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানী মন্ত্রনালয় নয়। আইন অনুসারে এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানি করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বা কমানওর সিদ্ধান্ত নেবে। গণশুনানির ৯০ দিনের মধ্যে সরকার তেলের মূল্য পুনর্নির্ধারণ করবে।
এই বেআইনি কাজটি আবার করা হয়েছে রাতের বেলাতে। রাতের বেলাতে কেন ? যাতে নিজেদের অপরাধী মুখখানা নিজেরাই রাতের অন্ধকারে দেখতে না পান ? সম্ভবত!

আপনার জানায় ভুল আছে। দেশের বেশিরভাগ যানবাহন গ্যাসে চলে না চলে ডিজেলে। কৃষিকাজে সেচের কলগুলও্ও চলে ডিজেলে। গৃহ ্ও ছওটখাটও লাখও কলকারখানায় প্রায় সকল ধরনের জেনারেটর ডিজেলেই চলে।

লিখেছেন রয়টারস খবর দিয়েছে
বাংলাদেশকে ঋণ দিতে বদ্ধ পরিকর আইএমএফ।

বাঙলাদেশটা কি আইএমএফ এর বাপের বাড়ীর সম্পত্তি যে সে বাড়ীর সাজুগুজুর জন্যে ঋণ দিতে সে বদ্ধ পরিকর ? না চাইলে্ও দেবে ?
আপনি না চাইলে আপনাকে এককাপ চা-ই বা কে খা্ওয়াতে পারে ? জওর করে ধরে গেলাবে ? এই সহজ সত্যটা্ও কি আপনি জানেন না ? না কি বুঝতে চাইছেন না ?


( টেকনিক্যাল কারনে "্ও" কার এর বিচ্যুতি ক্ষমা করবেন)

৮| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশে বেতন ছাড়া সবকিছুই বাড়ছে, কেন বেতন বাড়ছেনা এটার উত্তর কেউ দিচ্ছেনা।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




রিজার্ভে ঘাটতি, গ্যাসে ঘাটতি, বিদ্যুতে ঘাটতি। এতো এতো ঘাটতির মধ্যে বেতন বাড়াবে কি করে ????? বেতন বাড়লে্ও সে টাকা তো মূল্যস্ফীতির কারনে আপনার পকেটে থাকবেনা। তাই বেতন বাড়িয়ে লাভ কি ? :P B:-) :((

৯| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার ফিচারটি পড়লাম। ভদ্রলোক অসাধারণ লিখেছেন।
কিন্তু এগুলো নিয়ে যাদের আন্দলোন করার কথা অর্থাৎ তরুণ প্রজন্ম ওরা মেতে আছে হাওয়া এবং পরান মুভি নিয়ে। তৌহিদ আফ্রিদির বোনের বিয়েতে প্রয়োজনের বেশি গহনা নিয়ে।

এই জাতির ভবিষ্যৎ কি তা ভেবে হতাশ এবং তীব্র ভাবে চিন্তিত।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,



জাতির ভবিষ্যৎ নিয়ে হতাশ এবং তীব্র ভাবে চিন্তিত হ্ওয়ারই কথা।
এই ক্রান্তিকালে যাদের আন্দলোন করার কথা সেই তরুণ প্রজন্ম মেতে আছে হাওয়া এবং পরান মুভি নিয়ে। দিনভর পড়ে আছে ফেবুতে ছবি আপলোড করা আর লাইক দেয়া নেয়ার মাতামাতিতে।

এদের বাদ দিয়ে রাস্তায় নামতে হবে সবাইকে।

১০| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার একটি নিবন্ধ। বিনা উৎপাদনে বিদ্যুৎকেন্দ্রগুলোর অর্থ লোপাটের দায় নিয়ে লিঙ্কসহ একটি পোস্ট করেছিলাম জনৈক ব্লগার বিশেষ দলের ক্যাডার এবং বিদেশে বসিয়া দেশকে উদ্ধার করা এক মহাবিজ্ঞ আমাকে নিমকহারাম বলেছিল। ওনার কথার ভাবে এখন যাহাই ঘটুক বিনাবাক্যে মেনে নিতে হবে কারণ উনি বিগত ৮/১০ বছর বাংলার প্রতিটি ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেখিয়াছেন সুদুর প্রবাস থেকে।

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ মশিউর রহমান,




যার যেমন অভিমত এবং অভিরূচি! এখানে্ও তিনি একচোখা মন্তব্য করেছেন। দূরদৃষ্টির অভাবে ভুগছেন সম্ভবত.....

১১| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
চারপাশ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে তেলের দাম অহেতুক বাড়িয়েছে।
জনগনকে শিক্ষাদেয়ার একটা কথা এক সময় বলা হতো। তাই বোধহয় এই লোডসেডিং আর তেলের মূল্যবৃদ্ধির ঠেলা।

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,



সব তথ্য-উপাত্ত সে কথাই বলে!
জনগনকে শিক্ষাদেয়ার কথাটা অমূলক না-্ও হতে পারে!

১২| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা,
ভারত রাশিয়া থেকে পানির দারে আমদানি করেও ডিজেলের মূল্য বাংলাদেশী টাকার ভ্যালুতে ১১৪-১১৫ টাকা।
নেপালে ১২৮.৬৩ টাকা,
ভুটানে ১৪৪. ৩৯ টাকা,
সিঙ্গাপুরে ১৮৯.৭৮ টাকা।
ফ্রান্সে ২২৪ টাকা,
জার্মানিতে ১৯০ টাকা,
অস্ট্রেলিয়ায় ১৬০ টাকা,
দক্ষিণ কোরিয়ায় ১৪৪ টাকা,
চীনে ১১৮.৬৩ টাকা,
আরব আমিরাতে ডিজেলের দাম ১২২.৮ টাকা,
যুক্তরাজ্যে ২৩০ টাকা,
আর অজ্ঞাত কারনে সৌদিরা আমেরিকায় কমদামে বিক্রিতে ডিজেল 1.01 usd পার লিঃ
৬মাস ভর্তুকি দেয়ার পর বাংলাদেশে মাত্র ১১৪ টাকা মাত্র।

১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী,




বহুল প্রকাশিত, প্রতিদিন পঠিত - দেখিত তথ্যগুলিই দিলেন! এই তথ্য পাবলিকের প্রায় মুখস্ত।
এর পাশাপাশি ঐসব দেশের মাথাপিছু আয়ের কথা্ও না হয় বলতেন!
কিন্তু ডিজেলের এতো কম মূল্য হলে্ও কৃষি থেকে শুরু করে বাজারের অস্থিরতা আর মূল্য উল্লম্ফনের কথা কিছু বললেন না যে !!!!

১৩| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন:
স্যার
আপনি আপাতত মোবাইলে অভ্র ডাউনলোড করুন। গুগলে স্পেল চেক এপস আছে। সেখান থেকে স্পেলিং চেকও করতে পারবেন।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,



ধন্যবাদ, আপনার সাহায্যে হাত বাড়িয়ে দেয়ার জন্যে।

আমি মোবাইল দিয়ে ব্লগ চালাই নে! :D

আমার ডেক্সটপের সমস্যার নিজস্ব একটা উপায় বের করে নিয়েছি। :|

১৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: সম্ভবতঃ এটাই হবে ল্যাংড়া উটের পিঠে শেষ এক টুকরো খড়কুটো (দ্য লাস্ট স্ট্র' অন দ্য ক্যামেল'স ব্যাক)!

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




হ্যা.... এই শেষ এক টুকরো খড়কুটোই যেন উটের সারা বছরের খোরাক হয়ে উঠতে পারে, বালিতে মুখ থুবড়ে পড়তে না হয়!!!!!!

১৫| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৪

আমি তুমি আমরা বলেছেন: উপায় নেই, জনগণকেই আর্থিক খাতের এই লুটপাটের দায় শোধ করতে হবে। কারণ জনগণই নীরবে এই লুটপাট দেখে গেছে।সব দেখেও প্রতিরোধ দূরে থাক, প্রতিবাদ করার সাহসও আমরা করতে পারিনি।

১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,




ঠিক.... ঠিক... ঠিক.....

১৬| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,


কেমন আছেন আপনি?

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১০

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,




অনেকদিন পরে দেয়ালের ওপাশ থেকে মুখ তুললেন।
জানতে চেয়েছেন - কেমন আছি! ভালো আছি। তা আপনিই বা কেমন ?

১৭| ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২২

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,



অনেকদিন পরে দেয়ালের ওপাশ থেকে মুখ তুললেও ফিরে এসে ভালো আছি এবং আপনার ভালো থাকার খবর পেয়ে ভালো লাগছে।


- দেয়ালিকা

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,



ধন্যবাদ, মুখখানি দেখিয়ে যাবার জন্যে।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন। থাকুন "বিয়াস" (বিপাশা) নদীর মতো লেখনীতে খড়স্রোতা..........

১৮| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৪

জুন বলেছেন: যস্মিন দেশে যদাচার আহমেদ জী এস। এদেশে থাকতে হলে এসব অন্যায় দায় দায়িত্ব নিয়েই আপনাকে থাকতে হবে। এই নিয়ে কিছু বলতে গেলে আপনি বিপদে পরবেন।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: জুন,




জ্বী, বুঝতে পেরেছি।
জন্মই আমার আজন্ম পাপ তাই সব অন্যায় দায় দায়িত্ব নিয়েই আমাকে থাকতে হবে....... :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.