নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের শুভেচ্ছা।

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:




আমি জানতাম, আপনিও জয়ী হবেন।

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




সবাই সব কিছু জানেনা।
আমি আওয়ামী লীগ প্রজন্ম। কিন্তু তাদের হায়েনা হয়ে ওঠা আর লুটপাটে দেশ ধংস হয়ে যাচ্ছে দেখে তাদের পক্ষ ত্যাগ করেছি অনেক বছর আগে।

২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এই আন্দোলন এর একজন গুরুত্বপূর্ণ যুদ্ধা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি এই আহবান জানিয়েছেন :

" বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।

পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো।

লাস্টলি, স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল "

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান ,



এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।

লাস্টলি, স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল "


সুন্দর বলেছেন।
মন্তব্যের জন্যে উষ্ণ শুভেচ্ছা।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: বিজয়ের শুভেচ্ছা আহমেদ জিএস

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



বিজয়ের শুভেচ্ছা আপনাকেও।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:


রিটায়ারমেন্টের এই সময় মাদ্রাসায় ফ্রি পড়ালেখা করার সুযোগ পাবেন

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,



একদম সহি কথা বলিয়াছেন।
এই সময় মাদ্রাসায় ফ্রি পড়ালেখা করার সুযোগ পাইয়া ছাত্র হইলে আপনিও মাদ্রাসার দাঁড়োয়ান হইতে পারিবেন। ফ্রি নয় বেতন দেওয়া হইবে!

অতিরিক্ত বাড়াবাড়ির কি পরিনাম হয় তা আপনি দেশের এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন।

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ,এই বিজয় দেশের সকল মুক্তিকামী জনতার।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: আঁধারের যুবরাজ,




এই বিজয় দেশের সকল মুক্তিকামী জনতার।
আপনাকেও লাল শুভেচ্ছা।

৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



আপনি জানলে আমি দারোয়ানের চাকুরী পেয়েছি, আমার চাকুরীটা থাকবে না।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




আপনি ব্লগের সুন্দরতা নিয়ে এতোদিন যে এতো এতো কথা বলে এসেছেন তা বোধহয় ভুলে গেছেন!
আপনার দাঁড়োয়ানের চাকরীটা না থাকলে আপনার দাঁড়োয়ানগিরি যাতে বজায় থাকে তার জন্যে সহব্লগার হিসেবে আমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে আন্দোলনে নেমে যাবো। দরকার হলে অনশনেও চলে যাবো। আশা করি, সকল সহব্লগার আমার সাথেই থাকবেন.......

৭| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৪

জুন বলেছেন: আরেক বার স্বাধীন হলো আমার দু:খিনী দেশটা। কষ্ট লাগে যে বাচ্চাগুলো কদিনের জন্য এই আনন্দে সামিল হতে পারলো না।

মাদ্রাসার দারোয়ান কিছু দিন অবসর নিক। বেচারা শোকাহত।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৫

আহমেদ জী এস বলেছেন: জুন,



কষ্ট লাগে যে বাচ্চাগুলো কদিনের জন্য এই আনন্দে সামিল হতে পারলো না।
আজ অনেকগুলো দিন দেশের অবস্থা নিয়ে ভেবে ভেবে খুব কষ্টে ছিলুম। অনেক সময় সারাক্ষন নিজের কাজকর্ম ফেলে যেখানেই ( ইলেক্ট্রনিক মিডিয়া) দেশের খবর দেখতে পেয়েছি তা দেখছিলুম আর মনে মনে প্রার্থনা করছিলুম এই অকুতভয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্যে।

বলে এসেছি, মাদ্রাসার দারোয়ান এর জন্যে দরকার হলে আন্দোলন করবো। :D


৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন: আমাদের বাসার সামনে বিজয় মিছিল....... কখনও কোনো ঈদেও এমন উল্লসিত জনতা দেখিনি ভাইয়া।
ক্ষমতার লোভে ধরাকে সরা গিয়ান করলে আমার মত নন পলিটিকাল মানুষও ক্ষুব্ধ হয়ে ওঠে। এই বাচ্চাদের মৃত্যু কোনো বাবামায়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব ছিলো না। আর শিক্ষকদের জন্যও একই রকম ।

এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা। তারা জীবন দিয়ে স্বাধীনতা দিয়ে গেলো। তাদের জন্য কষ্টটা ফুরোবার নয়। আজকে তাদের আত্মা হয়ত একটু হলেও শান্তি পাবে।


০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



মৃতদের আত্মার শান্তি কামনা করছি।

আসলে দিনের পর দিন, বছরের পর বছর ধরে সাধারণ মানুষ লীগের যাতাকলে পিষ্ঠ হয়ে ভেতরে ভেতরে তুষের আগুন হয়ে জ্বলছিলো। নিপীড়নমূলক সব কালাকানুনের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে দীর্ঘকাল।
তাদের পলায়নে মানুষ তাই বাঁধভাঙা আনন্দে ঈদ উৎসব ঘটিয়ে ফেলছে। দোষ দেয়া যায়না!
এই বাচ্চারা নিজের মৃত্যু ডেকে দেশের নিপীড়িত মানুষকে এই ঈদ উল্লাস উপহার দিয়ে গেছে। জাতি এসব মনে রাখবে। তাই উচিৎ হবে এই আনন্দ ধরে রাখা। প্রথম কয়েকদিন হয়তো অনেক মানুষ বেপরোয়া হয়ে উঠবেন কিন্তু সচেতনতার সাথে এদেরকে নিয়ন্ত্রনে আনতে হবে, তাই এই বিপ্লব এখনও ফুরোয়নি। একে বহমান রাখতে হবে.................

৯| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। ঐতিহাসিক একটা দিন আজ। হাসিনার আজকের অপমানজনক পদত্যাগ থেকে অনেক কিছু শেখার আছে সামনের নেতাদের। আবারও প্রমাণিত হল জনগণই সকল ক্ষমতার উৎস। যারা এই আন্দোলনে মারা গেছে, আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা। বন্দুকের চেয়ে যে একতার শক্তি বেশী সেটা আবার প্রমাণিত হল। এই প্রজন্মের ছাত্রসমাজ অসাধ্য সাধন করে প্রমাণ করেছে যে তারা জাতির যোগ্য সন্তান এবং জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তারা। তাদের সম্পর্কে আমাদের অনেকের নেতিবাচক মনোভাবের অবসান হল। আশা রাখি এরাও আগামী বাংলাদেশ গড়বে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩১

আহমেদ জী এস বলেছেন: সাড়ে চুয়াত্তর,




আপনাকেও সংগ্রামী শুভেচ্ছা।
আজ আনন্দ হলেও গত ১৫/২০ দিন থেকে দেশের অবস্থা নিয়ে ভেবে ভেবে খুব কষ্টে ছিলুম। অনেক সময় সারাক্ষন নিজের কাজকর্ম ফেলে যেখানেই
(ইলেক্ট্রনিক মিডিয়া) দেশের খবর দেখতে পেয়েছি তা দেখছিলুম আর মনে মনে প্রার্থনা করছিলুম এই অকুতভয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্যে।

এটাই প্রমানিত হলো, স্বৈরাচার বেশীদিন টেকেনা কারণ, পাপ বাপকেও ছাড়েনা.................

১০| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

কামাল১৮ বলেছেন: কে বিজয় অর্জন করলো।আর্মি না জনগন।জনগনের বিজয় অনেক দুর।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮

আহমেদ জী এস বলেছেন: কামাল১৮,




এতোক্ষনেও যদি না বুঝে থাকেন বিজয় কাদের হয়েছে তবে আপনাকে আর বুঝিয়ে লাভ নেই!

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৪

করুণাধারা বলেছেন: এবার শুভ শক্তি রূপী এক নতুন প্রজন্মের হাত ধরে গড়ে উঠুক নতুন আরেক বাংলাদেশ

এটাই আমাদের ঐকান্তিক কামনা। কিন্তু ভয় হয়, যে প্রাচীনেরা শিকড় গেড়ে বসে আছেন, তারা নতুন প্রজন্মকে জায়গা ছাড়বেন তো! কবিগুরুর মতো আমিও তাদের বলি:

তোরে হেথায় করবে সবাই মানা।
হঠাৎ আলো দেখবে যখন
ভাববে এ কী বিষম কান্ড খানা।
সংঘাতে তোর উঠবে ওরা রেগে,
শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে,
সেই সুযোগে ঘুমের থেকে জেগে
লাগবে লড়াই মিথ্যে এবং সাঁচায়।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৭

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,



মন্তব্যের জবাব দিতে দেরী হলো বলে দুঃখিত!
বলেছেন, " ভয় হয়, যে প্রাচীনেরা শিকড় গেড়ে বসে আছেন, তারা নতুন প্রজন্মকে জায়গা ছাড়বেন তো! "
সমস্যাটাতো এখানেই। কবির মতো ওদের বলেও লাভ নেই। ওরা হাগেনও না, পথও ছাড়েন না! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.