নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানচিল

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

গানচিল

ব্লগের আস্তিক/নাস্তিক ক্যাচাল আর আমাদের নোংরা রাজনীতি থেকে দুরে থাকতে গানের মধ্যে ডুব মেরে থাকাটাই উত্তম.

গানচিল › বিস্তারিত পোস্টঃ

ডাউনলোড লিংক সহ পুরাতন কিছু ডুয়েট গান.....।

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২১

শ্রুতিমধুর কিছু পুরাতন গান আপলোড করলাম। কারও পছন্দ হলে ডাউনলোড করতে পারেন।



১। তুমি সুন্দর হে এসোনা (ছবিঃ তানসেন) আহমেদ রুশদি ও জনৈক

২। কে তুমি এলে গো (নতুন নামে ডাকো) আহমেদ রুশদি এবং জনৈক

৩। কোথায় তুমি যে লুকিয়ে (চকোরী) আহমেদ রুশদি এবং জনৈক

৪। চাদ বাঁকা জানি (সুতরাং) ফেরদৌসী রহমান- মোস্তফা জামান আব্বাসী

৫। আমার প্রেম তরী (মহেশ খালীর বাকে) সাবিনা- ফেঃ ওয়াহিদ

৬।এই মধুর ক্ষণে (নেমক হারাম) সাবিনা- প্রবাল চৌঃ

৭। যদি ভালবেসে কাছে এলে (রজনী গন্ধা) সাবিনা-কাদেরি কিবরিয়া

৮। কবে হবে তোমার সনে (সারেং বৌ) সাবিনা- ইন্দ্রমোহন রাজবংশী

৯। মোর স্বপ্নে দেখা সেই রাজারকুমার (ডাকু মনসুর) সাবিনা- রফিকুল আলম

১০। যদি বউ সাজো গো (ওয়াদা) রুনা- খোরশিদ আলম

১১। পাখীর বাসার মত (জিঘাংসা) রুনা-খোরশিদ আলম

১২। ও চোখে চোখ পড়েছে যখনই(অনন্ত প্রেম) সাবিনা- খোরশিদ আলম

১৩। তোমারই কাছে আমি বারবার (অনন্ত প্রেম) সবিনা- খোরশিদ আলম

১৪। ওরে ও জানরে (জীবন নৌকা) সাবিনা- খোরশিদ আলম

১৫। দুটি মন মাতানো ছন্দে (কসম উস ওয়াক্ত কি) বশীর ও জনৈক

১৬। আকাশের হাতে আছে (আয়না ও অবশিষ্ট) বশীর - আঞ্জুমান আরা

১৭। আহা কী যে সুন্দর (মনের মত বউ) সাবিনা- বশীর

১৮। তুমি কাছে এসে দুরে চলে(বিজয়ীনি সোনাভান) সাবিনা- বশীর

১৯। প্রেমেরই ছোট্ট একটা ঘর (ঝুমুর) রুনা-বশীর

২০। তুমি সাত সাগরের ওপার হতে(কত যে মিনতি) আঃ জব্বার-শাহনাজ

২১। জীবন আধারে পেয়েছি(পু্ত্রবধু) সাবিনা-জব্বার

২২। সুরের আগুনে পুড়ে (পু্ত্রবধু) সাবিনা-জব্বার

২৩। অমন করে চেয়োনাকো তুমি (ঈমান) রুনা-জব্বার

২৪। ওগো তুমি মনচোর(বাঁশরী) আঃ জব্বার এবং জনৈক

২৫। বিধি কমল করিয়া (রাজলক্ষী শ্রীকান্ত) সুবীর -আবিদা

২৬। বল কেবা শুনেছে এমনও (দেবদাস) রুনা- সুবীর

২৭। এই রাত ডাকে (কাজল লতা) শাম্মি আখতার-সুবীর

২৮। কাছে এসো আরও কাছে (ভালমানুষ) রুনা -সুবীর



বিঃ দ্রঃ গানগুলো মুছে দেয়া হয়েছে

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৫

মৌচাকে ঢিল বলেছেন: ধন্যবাদ। খোরশেদ আলমের একটি গান গ্রামীন ফোনের বিজ্ঞাপনে ব্যবহৃত হচ্ছে। দূরান্ত ঘূর্নিপাক। গানটা দিতে পারবেন? অনেক খুজেছি

১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০১

গানচিল বলেছেন: প্রথম কলিটা কি আপনার মনে আছে? নাকি. "ঐ দুর..... দুর দুরান্তে"
গানটার কথা বলছেন?

২| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৭

তীর জোক বলেছেন: আপনে এগুলো জানেন কিভাবে?
পান কোথা থেকে?

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯

গানচিল বলেছেন: গান কালেকশন করা আমার হবি রে ভাই।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯

খন্দকার প্লাবন বলেছেন: ধন্যবাদ ভাই........

মহান কাম করছেন:)

১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০১

গানচিল বলেছেন: মহান কাম? এই সেরেছে..........

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৩

নুরুন নেসা বেগম বলেছেন: যতদূর মনে হয়:
১ ও ২ গানে আহমেদ রুশদীর সাথে পাকিস্তানের আইরিন পারভীন।
৩ নং গানে আহমেদ রুশদী সাথে ফেরদৌসী রহমান।চকোরী শাবানা, নাদিম উভয়েরই প্রথম ছবি। এছবিতে পাকিস্তানের গায়ক নাজির বেগ 'নাদিম' নামে নায়করূপে অভিনয়ে নামে। সে গানও গেয়েছিল। দীর্ঘদিন নায়ক ছিল। শাবানা ছাড়াও বহু ছবিতে তার অন্যতম নায়িকা ছিল শবনম।

১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬

গানচিল বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ আপা।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৫

আমরা সোচ্চার বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৫৬

গানচিল বলেছেন: আপনাকেও

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৪

মৌচাকে ঢিল বলেছেন: না এই গানটা না। এটা হচ্ছে গ্রামীন ফোনের এ্যাডে ব্যবহৃত হয়েছে। প্রথম কলিটা ঠিক মনে নেই। এরকম হতে পারে - দুরন্ত ঘুর্নিপাকে দেখো বনবনবনবন ছন্দে রঙ্গে কত রং বদলায়।

১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১

গানচিল বলেছেন: বুঝতে পেরেছি.......গ্রামীন ফোনের এ্যাড এ কার কন্ঠ ব্যবহৃত হয়েছে জানিনা। তবে গানটা কিন্তু খোরশিদ আলমের নয়। ওটা হেমন্ত মুখার্জির গান। হ্যা, আছে আমার কাছে গানটা। আপলোড করার পর আপনাকে আওয়াজ দেব।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৯

মৌচাকে ঢিল বলেছেন: Click This Link

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯

কবির চৌধুরী বলেছেন: ++++

বললেন, গান কালেকশন করা আমার হবি.....
আমারো ছিল তবে সেই টেপ/সিডি আমলে...
তাই লোকজন নিয়ে বেশিরভাগ ফেরত দেয়নি বলে কালেকশন কমে গেছে,,,
তবে ইংলিস গানই বেশি ছিল।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৬

আমি কেউ না বলেছেন: ভাইয়া, পলবাশা আপনাকে গানটা দিতে বলেছে - আমি আপনাকে ইতোমধ্যে মেইল করে দিয়েছি। ও বলেছে খুব তারাতারিই আপনাকে ফোন করবে।

১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩২

গানচিল বলেছেন: ধন্যবাদ , রানা।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৩

কাউসার আলম বলেছেন: প্রসঙ্গ:শ্রীচিন্ময়ের গান
Click This Link

১১| ০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৩

কবির চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ .....................................

১২| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:০২

অবাক মানুষ বলেছেন: প্রিয় গানচিল।

চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে
সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে

মান্নাদের এই গানটির মত একাকী ঘরে ব’সে লিখছি। কেমন আছেন? জীবনের নানাবিধ জটিলতার কারনে আপনার ই-মেইলের উত্তর দিতে দেরি হয়ে গেল। আপনার গান পেয়ে লাগাতার কয়েকদিন তা শুনলাম। বলা যায় স্মৃতিকাতরতায় মোহাচ্ছন্ন ছিলাম। ওই মধু চাঁদ আপনারটা শুনেছি ১.৩০ এর পর সম্ভবত সূক্ষ একটা নয়েজ ছিলো আপনি হয়তো ঠিক করে নিয়েছেন। শেষ দিকের নয়েজের ব্যাপারেও তাই। আসলে হয়েছে কি. আমি বারো বছর ধরে যার সঙ্গে এক ছাদের নীচে বসবাস করি যে আসলে সামাজিক ভাবে আমার বউ হলেও মূলত আমার বন্ধু, ওর পরিবারও অসাধারন সঙ্গীত রসিক। তো ওরা কয়েক বোন মিলে যখন বাংলাদেশ বেতারে মাঝ রাতে নিশুতি আয়োজনে গান শুনতো, তখন পছন্দের গান গুলো টেপ রেকর্ডারে রেকর্ড করতো। সেই সংগ্রহকে আমি পরে এম পি থ্রিতে রূপান্তর করে নিয়েছি। ভালো করে শুনলে বুঝতে পারবেন শেষ দিকে আসলে সেই টেপ রেকর্ডারের স্টপ বাটন চাপার শব্দ।

আমার আই,ডি,এম সমস্যার কারনে ইউটিউব থেকে তোমার ওই চরন তলে গানটি নামাতে পারিনি বলে দুঃখিত।

তুমি যদি বাচতে চাও,দুঃখ ভুলে যাও-এই গানটি সাবিনা ইয়াসমিনের গাওয়া আগুন ছবির গান।

আপনার কাছে সাবিনা ইয়াসমিন-রুনা লায়লা-সুবির নন্দী- খুরশিদ আলমের গান চাই। ভালো থাকবেন। পৃথিবীর সমস্ত আনন্দ ধরা দিক আপনার হাতের মুঠোয়।

*** অবাক মানুষ
০১-০৬-২০১১

সরি। লিখে ফেলার পরেও আপনাকে পাঠাতে পারিনি। আপনার বিরক্তি যথাযথ। আসলে আমার নিকট আত্মিয় এই মূহুর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। বুকে পেস মেকার লাগানো হয়েছে। এর মধ্যে রাতে আমাকে হাসপাতালে থাকতেও হোলো। আশা করি আমার অবস্থা বুঝতে পেরে আর রেগে উঠবেননা। ভালো থাকবেন। উত্তরের অপেক্ষায় থাকবো।

০৪-০৬-২০১১

১৩| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৩

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন:
ধন্যবাদ


কিন্তু লিংক কই?

২০ শে জুন, ২০১১ সকাল ১০:২৮

গানচিল বলেছেন: মুছে দিয়েছি ভাইজান। তবে অনেক দিন ছিল। আপনি বোধ হয় মিস করেছেন।

১৪| ১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৮

শাহাদাত রুয়েট বলেছেন: ডাউনলোডের লিংক কই?
আপডেট করলে আমাকে মেইল করবেন। কারণ সামুতে নোটিফিকেশনের কোন সুবিধা নেই।
[email protected]

২০ শে জুন, ২০১১ সকাল ১০:২৫

গানচিল বলেছেন: ডাউনলোড লিংক অনেকদিন ছিল। মুছে দিয়েছি। পোস্টের রেসপন্স দেখে ভাবলাম কেউ বোধ হয় এজাতীয় গান পছন্দ করেনা। আর ইস্নিপে খুব লিমিটেড ফ্রী স্পেস দেয় (৫ গিগ) তাই নুতন পোস্টের জন্য গান আপলোড করতে হয় বলে পুরাতনগুলো মুছে ফেলতে হয়।

১৫| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:০০

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আপনিতো গান কালেক্ট করেন তাই একটা গানের রিকোয়েস্ট আপনার কাছে, ইত্যাদিতে "ভিক্ষা ক্যামনে চাই" নামে একটা গান খুব হিট করেছিল, পরে যা "ভিক্ষা চাই না" নামের এ্লবামে রিলিজ করা হয়। ঐ এ্লবামে একটা গান ছিল "দেশের বাড়ি দেশে আছে স্থায়ী ঠিকানায়" দিতে পারবেন প্লিজ।

২০ শে জুন, ২০১১ সকাল ১০:২৭

গানচিল বলেছেন: হ্যা! আশিকুর রহমান সান্টুর গাওয়া গানটা শুনেছিলাম গানটা। তবে ওটা একটা ফালতু প্যারোডি গান (কখনো ক্যাসেট বা সিডিতে বের ও হয়নি)

১৬| ২০ শে জুন, ২০১১ সকাল ১১:০১

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আমি আসলে ঐ গানটা চাই নাই, ঐটা বোঝার সুবিধার জন্য বলসি। আমি খুজতেসি "ভিক্ষা চাই না" নামের মিক্সড এলবামের একটা গান "দেশের বাড়ি দেশে আছে স্থায়ী ঠিকানায়" , খুব সম্ভবত সামিনা চৌধুরী গেয়েছিল।(গানটা ঈদের ইত্যাদিতে গাওয়া হয়েছিল )(সান্টুর গাওয়া গানটাও ঐ এলবামে ছিল :))

২০ শে জুন, ২০১১ সকাল ১১:০৪

গানচিল বলেছেন: সামিনার বেশীরভাগ গানই আছে আমার কাছে ভাইজান। দুর্ভগ্যবশতঃ আপনার চাহিদার গানটি নাই।

১৭| ২০ শে জুন, ২০১১ সকাল ১১:৩২

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: নাআআআআআআআআ। :( :(। যদি কখনও পান আমাকে জানাবেন প্লিজ।

১৮| ০৭ ই জুলাই, ২০১১ রাত ২:২২

ডাইনোসর বলেছেন:
এই গানগুলো আবার আপলোড করা যায়না।

আমার খুবই ভাল লেগেছে।

যদি কখনো সম্ভব হয় জানাবেন।
[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.