নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"৭১\" এর যিশু.....।

এম্পল

অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার তুলতুলি কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে ।

এম্পল › বিস্তারিত পোস্টঃ

মানসিক চাপ কমাতে করণীয়

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

প্রতিদিনের একঘেঁয়েমি জীবনে মানসিক চাপ খুবই সাধারণ একটি সমস্যা। মানসিক চাপ মনের পাশাপাশি শরীরের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করা উচিত।

মানসিক চাপ থেকে দূরে থাকার কিছু পদ্ধতি উল্লেখ করা হল:

প্রাণ খুলে হাসুন
অতিরিক্ত মানসিক চাপ থেকে বাঁচতে প্রাণ খুলে হাসা খুবই কার্যকর একটি পদ্ধতি। অতিরিক্ত কাজের কারণে মানসিক এবং শারীরিক চাপ বেড়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এক্ষেত্রে হাসি চাপ কমাতে সাহায্য করে। প্রাণ খুলে হাসতে প্রিয় কোনো কমেডি শো দেখা যেতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হাসিতামাশাও চাপ মুক্তির চমৎকার উপায়। গবেষণায় দেখা গেছে, প্রতিবার জোরে হাসার সঙ্গে দেহের প্রতিটি অন্ত্রে বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করে, সেই সঙ্গে বাড়ে রক্তসঞ্চালন, ফলে চাপ কমে আসে।

পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো
পোষা প্রাণীরা যে শুধু শর্তবিহীন ভালোবাসা দেয় তা নয়, তাদের সঙ্গে সময় কাটানো স্বাস্থ্যকরও বটে। গবেষণায় দেখা গেছে, নিজের পোষা প্রাণীর সঙ্গে মাত্র কয়েক মিনিট সময় কাটালেও দেহে সেরোটোনিন, প্রোল্যাকটিন, অক্সিটসিন ইত্যাদি ভালো লাগার হরমোন নিঃসৃত হয়। অন্যদিকে চাপ সৃষ্টিকারী হরমোনগুলোর নিঃসরণের পরিমাণ কমে যায়। ফলে রক্তচাপ ও দুশ্চিন্তা কমার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

হাঁটুন
সেরা শরীরচর্চাগুলোর মধ্যে একটি হচ্ছে হাঁটা। হাঁটার ফলে দেহে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা শরীরে ভালো লাগার অনুভূতি তৈরি করে। দৈনিক আধা ঘণ্টা হাঁটা চাপ কমাতে দারুণ উপকারী।

ফলের রস পান করুন
গবেষকরা জানান কমলা লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যা কর্টিসলের মতো মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমিয়ে আনে। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন- কমলালেবু, আঙুর, স্ট্রবেরি ইত্যাদির রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক।

গান শুনুন
বিক্ষিপ্ত মন শান্ত ও চাপমুক্ত করতে গান শোনার জুড়ি নেই। মৃদু লয়ের এবং পছন্দের গান শুনে মানসিক চাপ ভুলে থাকা সম্ভব। গলা ছেড়ে গান গাওয়াও চাপ মুক্তির জন্য বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে, গান গাওয়ার ফলে মানসিক চাপ দ্রুত কমে আসে। শুধু চাপ মুক্তিই নয়, গান গাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের নেওয়ার পরিমাণও বাড়ে, ফলে হৃদপিণ্ড ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে ‘হেভি মেটাল’ বা অতিরিক্ত দ্রুত লয়ের গান এড়িয়ে চলা উচিত।

কাজের স্থান গুছিয়ে রাখুন
কাজের পরিবেশ অগোছালো থাকলে তা মানসিক চাপ সৃষ্টির কারণ হতে পারে। অফিসের ডেস্ক বা বাসা, যেটাই হোক না কেনো, কাজের পরিবেশটি গুছিয়ে রাখা উচিত।

সঙ্গীর সঙ্গে সময় দেওয়া
মানসিক চাপ কমানোর একটি উপায় সঙ্গীর সঙ্গে সময় দেওয়া। এতে রক্তচাপ কমে, তাছাড়া সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে সম্পর্কও মধুর হয়।

ইয়োগা
চাপ থেকে মুক্ত থাকার অন্যতম এবং পুরনো একটি পদ্ধতি ইয়োগা। ইয়োগা হচ্ছে ধ্যান ও শরীরচর্চার সমন্বয়। এটি দেহ ও মন দৃঢ় করে পেশি শিথিল করে। তবে ইয়োগা সঠিক পদ্ধতিতে করা অত্যন্ত জরুরি।

গভীর শ্বাসপ্রশ্বাস
সঠিক উপায়ে শ্বাস প্রশ্বাস শুধু দেহমন শিথিলই করে না, সেই সঙ্গে কর্মক্ষমতাও বাড়ায়। ইয়োগা করার সঠিক পদ্ধতি অনেকেরই জানা নেই, তাই তারা নিয়মিত শ্বাসচর্চা করতে পারে। এ পদ্ধতিতেও মানসিক চাপ কমানো সম্ভব। শ্বাসচর্চার জন্য পিঠ সোজা করে বসুন বা দাঁড়ান। হাতের দুটো তালু পেটের উপর স্থাপন করুন। খুব ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন ও দম ছাড়ুন। এবার শ্বাস গ্রহণ করে পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার পাঁচ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। এভাবে চর্চা করে দম ধরে রাখার সময় দশ সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিন।

গরম পানীয়
এক কাপ গরম চা বা কফি আপনাকে চাপ থেকে মুক্তি দেবে। চা বা কফির ক্যাফেইন চাপ থেকে মুক্ত করতে সাহায্য করে। পাশাপাশি ক্লান্তি দূর করতেও চা ও কফি সহায়ক।

ঘুমানো
গবেষণায় দেখা গেছে ১৫ মিনিটের ঘুম চাপ কমিয়ে আনে এবং দেহকে চাঙ্গা করে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

গেম চেঞ্জার বলেছেন: ভালো লিখেছেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

শাহ আজিজ বলেছেন: এর মধ্যে প্রতিদিন ৪৫ মিনিট হাটা খুবই উপকারী। ঘেমে গিয়ে ক্যালরি বার্ন হল, পেশির জড়তা দূর হল তাতেকরে রাতে এম্নিতেই ঘুম চলে আসবে আর মাসল ফ্লেক্সিবিটি থাকলে মানসিক চাপে শরীরে কোন ক্রাক ডাউন হবেনা। ব্যাস্ততা এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাস্ত থাকুন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

এম্পল বলেছেন: ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.