![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানার জগতে এখনও আমি শিশু তাই জানতে ও শিখতেই আমার এই পথ চলা..............
ভাঙ্গা কাঁচেও কার্বনের প্রলেপ লাগালে নিজের অবয়ব স্পটতই ফুটে ওঠে । আয়না কারও সাথে কখনও বেইমানি করে না করতে জানেও না, যদি তার ভাঙ্গা অংশের বৈশিষ্ট্য অটুট থাকে । আজ বিশ্ব ভালবাসা দিবসে প্রাক্কালে সকল শূন্য হৃদয় বা ভাঙ্গা হৃদয়ের অধিকারী বা অধিকারিনী দেরকে বলছি আপনার হৃদয়ও পূর্ন ভালবাসায় ভরে উঠবে, খুজে পাবেন ক্ষনিকের তরে বাঁচার যত সুখ যদি আপনার মাঝে মানুষ নামক চরিত্রটি অটুট থাকে । বেহাল্লাপনা কখনও সুখ হতে পারে না বরং উহা স্হায়ী অশান্তির বীজ । বিশ্ব ভালবাসায় আজও যারা নিজেদের গা ভাসায়নি আসুন আজকের দিনটিতেই আমরা, নিজেকেই স্বান্তনা দিয়ে যাই বার বার যেমন আছি তেমনই আমার বেচে থাকার অহংকার । ভালবাসার চিপাগলি উপভোগ মুক্ত হৃদয় আমার মানুষ নামক প্রদীপটারে সাধ ও সাধ্য আছে আলো বিলাবার ।
©somewhere in net ltd.