![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানার জগতে এখনও আমি শিশু তাই জানতে ও শিখতেই আমার এই পথ চলা..............
মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকে স্বপ্নের মাঝেই তার অস্তিত্ব টিকিয়ে রাখে । সোজা কথায় বলতে গেলে স্বপ্নই তাকে এ পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে । মানুষ জীবনের ৩৩% সময় ঘুমিয়ে কাটায়, যে ঘুম স্বপ্নের একটা বড় উপসর্গ । বাদবাকি ৬৬% সময়েও স্বপ্নের অস্তিত্ব কম নয় , এই যে প্রতিনিয়ত আমাদের পথচলা তা কোন না কোন স্বপ্নকে বুকে ধারন করেই । স্বপ্ন মানুষের ঘুমন্ত জীবনের যেমন একটি অপরিহার্য অংশ তেমনি জাগ্রত জীবনের জন্যও। নিদ্রিত অবস্থায় ইন্দ্রিয়গণ স্তিমিত হয় কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় না। তাই নিদ্রাকালে নানারূপ কল্পনাশ্রয়ী চিন্তা ও দৃশ্য উদিত হয়। এই সব দৃশ্য দেখাকে একরকমের “স্বপ্ন দেখা বলা হয়। নিদ্রিত অবস্থায় জাগ্রত অবস্থার ধারাবাহিকতাকেও স্বপ্ন বলা যেতে পারে। স্বপ্নে নিজের কাছে নিজের নানারকম আবেগ, তথ্য ও তত্ত্বের প্রকাশ ঘটে। স্বপ্নে দেখা দৃশ্য জাগ্রত প্রতক্ষ্যের মতোই স্পষ্ট। আমরা স্বপ্ন দেখি অর্থাৎ স্বপ্ন মূলত দর্শন-ইন্দ্রিয়ের কাজ। স্বপ্ন দেখা অনেকটা সিনেমা দেখার মতো। তবে স্বপ্নে অন্যান্য ইন্দ্রিয়েরও গৌণ ভূমিকা থাকে। জাগ্রত অবস্থায় প্রতক্ষ্যের মাধ্যমে যেমন শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় তেমনি স্বপ্ন দেখাতেও কিছু না কিছু শারিরীক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার দরুনই হয়তো আমরা পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ অনুভব করি এবং প্রতিনিয়ত তার পিছনেই ছুটে চলি ।
মানুষের সদা সর্বদা পথচলার প্রতিটি পদক্ষেপই তার ক্ষমতা । তার ক্ষমতা আছে বলেই এই পথ ধরে চলেছে, চলছে এবং চলবে । কে না চায় তার চারপাশের দরজা থাক উন্মুক্ত, দৃষ্টি থাক অসীম । পদার্থবিজ্ঞানের পরিভাষায় ক্ষমতা বলতে বুঝায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমান । কিন্তু আজ যুগ পাল্টিয়েছে , পাল্টিয়েছে তার রুপ যৌবন । কাল ক্ষমতার যে সংগা ছিল আজ আর তা নাই । আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে একই সংগা যে থাকতে হবে তারও কোন নিয়মনীতি নেই কারন আজকের পৃথিবী ভালমন্দ বিচার করে না । সেও বুঝি পথ চলে ক্ষমতাশালীর ছায়া ধরে ।এজন্যই বুঝি রহস্যময় পৃথিবীর অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি । আজকের দুনিয়ায় একক সময়ে নিজে না করে অন্যকে দিয়ে যত কাজ করা যায় এবং তা করতে হবে অন্যর ঘাড়ে কাঁঠাল ভেঙ্গে এতেই যে পারদর্শী সেই ক্ষমতাবান সকল ক্ষমতা তারই । রাস্তাঘাটে ,সমাজে, সামাজিক পরিবেশে তারই দাপট । সেই সবচেয়ে ক্ষমতাবান ।
১লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের আমাদের এই ছোট্র মাতৃভূমিতেও পাল্টে গিয়েছে ক্ষমতার সংগা । এখানে আজ পথে এবং মুখে যার দাপট সেই সবচেয়ে ক্ষমতাবান । সাধারন মানুষের কাছে এই ক্ষমতা স্বল্প কালীন বলে মনে হলেও যারা নিজ কেন্দ্রীক ক্ষমতাবান (যারা নিজেকেই বড় ভাবে) তারা তা কখনই মনে করে না । কারন ঐ একটাই স্বপ্ন । আমাদের যতক্ষন ক্ষমতা আছে রাজ্য চালাবার ততক্ষন মুঘলদের রাজত্ব হার মানাই । নিজেরা ভাবি এবং স্বপ্ন সাজাই এই ভেবে, এই পথ ইনফিনিটি । আর যখন ক্ষমতা নেই তখন ঐ স্বপ্নই শেষ ভরসা, সদা সর্বদা কল্পনাতেই মুঘল রাজা সাজি, ভাবি আগামী শুধু আমার এখন যা তা সাময়িক । যেন ক্ষমতা পাখা মেলছে শুধু আমার জন্যই । অথচ এই দুই শ্রেনীর লোকেরাই সর্বদা প্রত্যক্ষ করছে একে অপরের করুন পরিনতি।
সর্বশেষে আমাদের এই সোনার দেশের রাজনৈতিক ঘেরাটোপের মূর্খতার মুখোশ ভেঙ্গে ফেলার দুঃসাহস দেখাতে চাই । যেখানে আম জনতা বরাবরই নিস্পেষিত, নিপীড়িত । কারন আমি মনে করি এই দেশকে নিয়ে খেলবার, ভন্ডামি করার অধিকার কারও নেই । এই রাজনীতি আমরা চাই না যেখানে ভন্ডামি ও মূর্খতায় ক্ষমতাকেন্দ্রীক মসনদের প্রলেপ । কারন আমিও স্বপ্ন দেখি, আমারও পথ আছে আমি সেই পথে চলছি আমার মত করে । যেখানে আমি কল্পনা করতে চাই না ,পথিমথ্য আতঁকে উঠি দেখে মুখোশের আড়ালের রাজনীতি আমার বুকে সর্বদা ফেলছে হিংসার বিষবাষ্প । ক্যাম্পাস লাইফে আমি দেখেছি, দেখছি এই পিচঢালা পথে । আমিও আজ নতুন স্বপ্ন দেখেছি,দেখেছি নতুন ক্ষমতা ..... আমার ক্ষমতা আমি আমজনতার একজন যারও ক্ষমতা আছে এবং যে স্বপ্ন দেখে ভন্ড রাজনীতিবীদদের মুখোশ উন্মোচনের দুঃশাহস দেখাবার ।
ইমেইল: [email protected]
©somewhere in net ltd.