নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যাহা কয়......

মু.আ. গাফ্‌ফার

জানার জগতে এখনও আমি শিশু তাই জানতে ও শিখতেই আমার এই পথ চলা..............

মু.আ. গাফ্‌ফার › বিস্তারিত পোস্টঃ

"তোমারও পুলিশ, আমারও পুলিশ”

১১ ই মে, ২০১৫ রাত ১১:২৫

"তোমারও পুলিশ, আমারও পুলিশ”

“মতিঝিলের মত ব্যস্ত এলাকায় ‍দিনে দুপুরে যখন দেখি পুলিশের সামনেই নেশাখোরেরা নেশা করে... অবাক হই না আর কারন পুলিশ সবারই, নেশাখোরেরও পুলিশ........”

“ঢাকার ব্যস্ত রাস্তায় যখন দেখি টহলরত পুলিশের আশে পাশেই চলন্ত রিক্সা হতে কোন মা অথবা বোনের গলার সোনার চেইন ছিঁড়ে দৌঁড় দেয় কোন চোর, লম্পট....... অবাক হই না আর কারন ওদেরও পুলিশ.....

“পুলিশের সামনেই যখন নিশংস ভাবে খুন হয় বিশ্বজিৎ, অভিজিৎতখন দূর্বৃত্তরা গর্ব করে বলতেই পারে এই পুলিশ তাদেরই পুলিশ, টিএসসিতে শ্লীলতাহানীর ভিডিও ফুটেজ থাকা সত্বেও যখন বুক ফুলে হাটে রাষ্ট্রীয় লুচ্চারা তখন তারাও বলে এই পুলিশ আমাদেরই পুলিশ”

“তোমাদের ভাষায় পুরো দেশ এক হয়ে যখন পুলিশ পাহারায় বিরিয়ানি খাও তখন তারা তোমাদেরই পুলিশ আবার মুদ্রার উল্টোপিঠে যখন দেখি সেই তোমরাই যখন কোন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের পিটুনি খেয়ে পুরো রাষ্ট্রের চোঁখেই টিনের চশমা দেখতে পাও, দূষিত রাষ্ট্রের তকমা এটে দিতে চাও, কেন জানি আমার তখন মনে হয় ওটা আমারও পুলিশ”

“আগেও দেখেছি এখনও দেখছি কোটি চোঁখের সামনেই সময়ের বিবর্তনে কখনও কখনও রাষ্ট্র নিজেই বাবর, মখা-দের (আরও অনেকেই) বলে দিত-দেয় এই পুলিশ শুধু এদেরই পুলিশ”

“স্বার্থ ও ধান্দাবাজি আজ আমাদের রন্দ্রে রন্দ্রে তাই এই রাষ্ট্রের প্রহরী পুলিশ প্রশাসন কখনও তোমার কখনও আমার কিন্তু কখনই পুরো রাষ্ট্রের নয়................”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ রাত ১২:০৫

হামিদ আহসান বলেছেন: পুলিশ তুমি কার ?

২| ১২ ই মে, ২০১৫ সকাল ১০:২৯

মু.আ. গাফ্‌ফার বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে উত্তর দেয়া কঠিন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.