নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

???? নিজের সম্পর্কে কিছু বলা বা লিখা পৃথিবীর সব কঠিন কাজগুলোর একটি।

গাজী বুরহান

যাচ্ছ কোথায়? মামু বাড়ি যাচ্ছি। সঙ্গে নিবে আমায়? তোমায় সঙ্গে নিলে আমার রোমান্টিসিজমের বারোটা বাজবে। আমায় কি করতে হবে? হাতে হাত ধরবে? তোমায় পেতে হাত কেনো অগ্নেয়গিরিতে ঝাঁপ মারতে আমি রাজি। তবে চল...

গাজী বুরহান › বিস্তারিত পোস্টঃ

হুজুর এবং দোটানা

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬

***. না না হুজুর আমি কোন দল করবনা। এভাবেই থাকব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। লিল্লা-যাকাত দিব। আল্লাহ্‌ আল্লাহ্‌ করব।
###. ভালো... তবে তোমাকে যে কোন ইস্লামিক দলের সাথে থাকতে হবে। কারণ আল্লাহ্‌ বলেছেন "তোমরা আল্লার রজ্জুকে একত্রে আকড়ে ধর।"

***.ওঁ..! তাইলে এক কাজ করা যায়, শিবির করব। আমাদের ক্যাম্পাসে দেখি ভালো ভালো ছেলেরা শিবির করে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামিক কার্যকলাপে সারাদিন ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ!! শিবির করব।

###.না না তওবা তওবা!! তাঁরা তো আল্লার নবীকে মাসুম মানে না। যাদের গুঁড়িই ঠিক নায় তাঁদের সাথে ক্যামনে থাকবে।

***. খাঁটি কথা..!! তাইলে হুজুর মুফতি আমিনির 'ইসলামি ঐক্যজোট' দলে যোগ দেই।

###, না না তওবা তওবা!! দেখেন তো নারী নেতৃত্ব হারাম। আর তাঁরা নারীদের নিয়ে জোট পাকাইছে। সবচেয়ে বড় কথা, তাঁরা জামাতের সাথে থাকে। নাজায়িজ! নাজায়িজ!! নাজায়িজ!!!

***, খাঁটি কথা..।তাইলে হুজুর 'খেলাফত মজলিস'? তাঁদের নামটি কি সুন্দর।তাঁরা তো ইসলামের সেই স্বর্ণ যুগ ফিরিয়ে দিতে চায়।

###, তওবা তওবা!! এদের চলাফেরা সন্দেহ জনক। কিছুটা জামাতি জামাতি লাগে। এই দলের নাম মুখে লওয়া যাবে না!!

***, ওঁ!! মধু মধু! তাইলে হুজুর আল্লামা আহমদ শফীর 'হেফাযতে ইসলাম' দলটি করি। তাঁদের লক্ষ কি ভালো, ইসলামের হেফাজত করা। সম্পুর্ণ অরাজনৈতিক দল। যদিও তাঁরা এখন ঘুমিয়ে আছে, তবে ইসলামের উপর কোন আঘাত আসলেই তাঁরা আলি'র মত ঠিকই হুঙ্কার দিবে। হ্যাঁ হ্যাঁ এই দল করব।

###, তওবা তওবা!! শুনেছি এই দলের ভিতর জামাত ডুকে গেছে। কক্ষনো না!! কক্ষনো না!!!!

***, তাহলে হুজুর ওলামা মাশায়েখ তৌহিদী জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের দলে গিয়ে যোগ দেই। উনি তো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি দিপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন-"আল্লাহর কাছে ইস্তিখারা করে আমি শাহাবাগে গিয়েছি "

###, অবশ্যই অবশ্যই!! কেন নয়? এত্ত সময়ে লাইনে আইলেন।

***, হুজুর আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ।

###, ইউ আর ওয়েলকাম

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৬

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই কথাটা ভালো বলেছেন। আলেমদের ভিতরে জামেলা ডুকেগেছে।যারা হক সুন্নতের উপর আছে তাদের মানুন। আপনি জানি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ অনেক বড় মাপের আলেম তাকে বলা হয় দেওবন্দী লাইব্রেরী। তার অনেক তাফসীর এখন মাদ্রাসায় পড়ানো হয়। ইসলাম মানত কোন আলেমকে নির্দৃষ্ট করে মানা যাবেনা । আপনাকে বিভিন্ন আলেমের কাছে যেতে হবে।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

গাজী বুরহান বলেছেন: ধন্যবাদ আপনাকে। ফরিদ মাসুদ গংদের দিয়ে আমি দেওবন্দ কে মাপতে চাচ্ছিনা। আমার মন এতো ছোট না।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

সেলিম৮৩ বলেছেন: ভালো লিখেছেন।
বেঁচে থাকুন সত্য নিয়ে। ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

গাজী বুরহান বলেছেন: ধন্যবাদ আপনাকে, সত্য নিয়ে থাকার চেষ্টা করি। ধন্যবাদ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষেরটারে বাঁশ দিলেন না সুনাম করলেন...

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

গাজী বুরহান বলেছেন: আরো একটু মন দিয়ে পড়লে নিজ থেকেই বুঝতে পারবেন। তবে সুরাহা করে দেয়া ভালো, এই গং দের সুনাম করার প্রশ্নই আসে না।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

শ্রাবণধারা বলেছেন: আল্লার রজ্জুকে আকড়ে ধরে থাকার কথা বলা হয়েছে, এটাকে আপনারা ঠিক কোন যুক্তিতে হুজুরের পায়জামার দড়ি ধরে থাকার বিষয় বানিয়ে ফেললেন সেটা আমার মাথায় আসে না ?

কেল্লাফতে আন্দোলন না করে নিজের আত্মিক উন্নতির দিকে মনোযোগ দিলে হয় না?

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

গাজী বুরহান বলেছেন: হ্যালো শ্রাবণধারা!
আপনি যাহা বুঝাতে চাচ্ছেন আমি মনে হয় সেই বিষয়ে লিখি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.