![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
কনকনে শীতের মধ্যরাত
বাবা ফিরছেন বড় বুবুর বাড়ি থেকে
ভেতরের আঙিনায় এক অর্ধললগ্ন পাগলিকে
দেখে বাবা এমন খিচিয়ে হুংকার দিলেন,
পাগলী কেঁদে কেঁদে আমাদের বাড়ি থেকে
অন্যত্র চলে গেলো।
পাগলি আমাদের চুলোর উননে উত্তাপ নিচ্ছিলো
আর কনকনে হাড় কাঁপানো শীতের আক্রমণ থেকে রেহাই পেতে।
শুনেছি পাগলি সেদিন কিছু খাইনি
কচি আমের আঁটি খেয়ে ক্ষুধা নিবৃত্তি করেছিলো
গ্রামের কেউই খাবার দেয়নি পাগলিকে।
কয়েকদিন পর একটি সাদা প্রাইভেট কার খুঁজতে আসে পাগলিকে
পেয়ে যায় আমাদের গ্রামে
দামী সাবানের ফেনায় বিধৌত করে তাকে
দামী কাপড় পড়ায়
অবিকল ফুল পরী মনে হলো তাকে।
তার ওয়ারিশরা বললা :
তারা ঢাকা থেকে এসেছেন, পাগলিটি তাদের বোন
এলাকার বখাটেরা তাকে বান মেরেছে
ফলত সে উদ্ভ্রান্ত আর তার মস্তিস্ক বিকৃতি ঘটেছে।
তারপর তারা পাগলিটিকে নিয়ে চলে গেলে।
আজ এত বছর পর কনকনে শীতের ঠাণ্ডায় পাগলিকে মনে হলো
মনে হলো কীভাবে তার চোখের গড়গড় করে পড়েছিলো
আমাদের গ্রামবাসির অত্যেচারে
তখন কিশোর বয়স আমার ,
বুঝিনা অনেককিছু
আজ পাগলীর চোখের জল গড়িয়ে পড়তে দেখে
নিঃশব্দ আমার চোখের জল গড়িয়ে পড়ছে
বাঁধভাঙা প্রপাতের মতোন।
৩।০১।২০১৩
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
গেন্দু মিয়া বলেছেন: আপনার লেখাপড়া কতদূর ? চাকরি বাকরি করেন ? না বাবার অঢেল টাকা আছে ? আগে জীবনের পেশা নির্বাচন করুন? মানুষকে কষ্ট দেবার কথা বলে তো বেশ মজাই পান ! এটা হয়তোবা আপনার ব্যক্তিত্বকে খাট করে। আপনার জন্য শুভ কামনা। ভালো থাকবেন।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লেগছে তাই ভালো লাগা দিলাম।
ভালো থাকবেন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
গেন্দু মিয়া বলেছেন: মনে দুঃখ জাগলো পাগলি মেয়েটির জন্য।
তাই হুট করে একটা লেখা ছেড়ে দিলাম।
পরিমার্জনা করিনি। তবু ভালো লেগেছে
ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
সবুজ মহান বলেছেন: এটা কোন কমেন্টের উত্তর হল ? বয়স তো কম হল না আপনার ?
দোহাই কবি শিষ্টাচার রপ্ত করুন ।
এতো গুলো বই বের করেছেন তাই জানতে চাইলাম , হয়তো বা আপনার সাথে কোন প্রকাশকের যোগাযোগ আছে !!
বা কেমন টাকা লাগে একটা বই বের করতে আইডিয়া পেতাম ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
গেন্দু মিয়া বলেছেন: আপনার কথাগুলো হয়তো ভালো করে বুঝতে পারিনি। যাকহোক আপনা বাক্য মনে হয় কিছুটা কেমন জানি একটা .......... আছে।
যাক হোক, আমি একটি বই ছাড়া বাকী বইগুলো টাকা দিয়ে প্রকাশ করিনি। প্রথমটিতে 2000 টাকা দিয়েছিলাম। পরের গুলিতে কোনো টাকা দেইনি। কিছু কিছু পেয়েছিলাম যৎ সামান্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
সবুজ মহান বলেছেন: কবি গেন্দু একটা বই বের করনের ইচ্ছা , কয় টাকা লাগতে পারে ?