![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
নাটোরের লেক আজও বয়ে যায় হৃদয়ের মধ্য বরাবর
কলকল ধ্বনি তুলে বিমোহিত করে মন,
পাশেই দেখা যায বৃদ্ধ বৃক্ষের বন কত মনোহর!
আহা ! কী রঙিন পাখনায় চলে গেছে প্রথম জীবনের অনুক্ষণ।
কিশোরের খোলস বদলে কেবল যৌবনে পদার্পণ
সাদা সাদা সকাল আর রঙিন বিকেলের ফুরফুরে অনুভব !
ঘুড়ির মতো উড়ে মাতাল করে তোলা তোমার অবারিত গগণ।
মধুর শব্দের মালা গেঁথে কে যেন করেছিলো তলব।
নাটোরের লেক বয়ে চলেছে তার উপর বাঁশের সাঁকো
একদল কিশোরী ধীরে ভয়ে পাড় হচ্ছে এপার থেকে ওপার,
বৃক্ষের ছায়া থেকে কে যেন বলছে : আমার সুরভী তোমাতে মাখো-
চোখ মেলে দেখি নীল লাল দীপালি আলোক অজস্র কোটি তারার।
নাটোরের লেক বয়ে যায় কাল নিরবধি ছন্দের ঝংকারে,
শাশ্বত সুন্দর মধুর ধ্বনি লেগে থাকে শুধু আমার গীটারে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
গেন্দু মিয়া বলেছেন: আমাদের অকাল প্রয়াত ব্লগারদের নিয়ে ঢাকায় কোথায় স্মরণ সভা সহ তাদের স্মৃতি অমর করে রাখার জন্য কিছু একটা করা যায় না ? মতামত দেবেন ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
শায়মা বলেছেন: ইমনভাইয়া ভালো থাকুক।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
গেন্দু মিয়া বলেছেন: ভালো থাকুন শাশ্বত সুন্দরতম মানুষটি।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই
আমরা একটা নিদৃষ্ট দিনক্ষন টিক করে স্মরণ সভার আহবান
করতে পারি
এবং কোথায় কিভাবে , এবং কি কি উদ্দ্যুগ নেওয়া যায় সে বিষয়ে
অন্তত ঢাকার ব্লগার দের নিয়ে প্রাথমিক চা চক্রের বৈঠক আহবান
করা যায় এবং এ বিষয়ে একটা নিদ্রিশঠ স্থান উল্লেখ করে একটা
পোস্ট আহবান করলে আমার মনে হয় বিষয়টা সহজ হবে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
গেন্দু মিয়া বলেছেন: পরিবেশ বন্ধু, আপনি উদ্যোগ নিন। তারিখ সময় ঠিক করে জানান আমি যাবো।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
গেন্দু মিয়া বলেছেন: আমার পরবর্তী সময়ে যে বইটি আসবে তা ইমন ভাইয়ের নামে উৎসর্গ করবো।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: বেশতো লিখছেন। নষ্টালজিক কবিতা।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি আকর্ষণ
যিনি আজ দূর আকাশের তারা
তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।
আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
গেন্দু মিয়া বলেছেন: আমিযোগদিবো
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।