![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
[ভগ্নিপুত্র : মুহিবকে (পাপা)]
এই যে সোনা, একটু শোনো
ভূতের কথা একটু শোনো,
বড় হয়ে আমায় তুমি মামায় জেনো
একটু শোনো।
আমার ঘরে, মেঝের পরে আস্ত এক ভূত যে থাকে
ভূতের মাথায় বাদঁরামি
তাই না দেখে, বুকের ভেতর কাপনি আসে,
শ্রাবণ মাসে।
আমার ভেতর ভূতটি যখন, ভর করে ভাই
রক্ষা তো নাই।
তখন যদি তোমার কাছে শুইতে থাকি বলেই থাকি ভালোবাসি
তার আগে না । লক্ষ্মীসোনা।
ভূতের বাড়ি মাথার ভেতর বুকের ভেতর
বই পড়ে সে, গান ধরে সে
রমণীদের ভালোবাসে।
কিন্তু জানো, হঠাৎ করে,,হুট করে সে হয় যে বাঁদর
মনের ভেতর তখন রে ভাই, রক্ষা তো নাই
পাগল মানুষ উঠছে ক্ষেপে, আকাশ ব্যপে বাজায় সানাই
রক্ষা তো নাই।
এই যে সোনা রাগ করেনা, শনুছো তুমি ভূতকাহিনী ?
©somewhere in net ltd.