নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ রাত্রির পদাবলি

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

শাফিক আফতাব....................



অনুসূয়া, দূরে থাকো__তবু রাত্রিগুলো ভরে থাকে তোমার সুবাসে :

শীতের চাদরের মতোন আঁধার মুড়িয়ে আমি শুয়ে থাকি__ পিঠার ভাপেঁর মতোন

উষ্ণ শ্বাস কুয়াসার মতোন ছেয়ে যায় তোমার চোখে চুলে__

তোমাকে ছুঁই আমি মনের ভুলে।



নদীর স্রোতের মতোন রাতের আঁধার ভোরের মোহনায় শেষ হয় :

সফেদ আলোর আস্বাদে চোখের পাতা খুলে যায় ঘুমের ঘ্রাণে__

তুমি এসে__ স্পর্শে, যাদুমন্ত্রে জাগাও__ আমি ফুটে থাকি ফুরফুরে প্রাণে।



রাত্রিগুলি নিঃসঙ্গ__ তবু যেন হেমন্তের ক্ষেতের মতোন পরিপূর্ণ :

তুমি আমাকে চূর্ণ করে ভেতরে পাতাল রেলে ভ্রমণ করো__

তোমার ফুলে মুখে রেখে ঘ্রাণে অবস অবসন্ন হই:

রাতের আঁধারে ফুটে ওঠে খই।



অনুসূয়া দূরে থাকো__তবু তোমার মসৃণ স্পর্শে জেগে উঠি :

গোয়েন্দা পুলিশের মতোন তোমার অন্তরমহল সন্ধান করি সোনা-দানা-রৌপ্য

তুমি নেই__ তবু, তোমাকে শোনাই রূপকথাকাহিনীর গপ্প।

২২.০৮.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.