![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
তোমার কাছে আনত হই
শাফিক আফতাব...................
তোমার কাছে আনত হই
সেটাকে তুমি পদানত ভাবো।
__তাহলে ভালোবাসা কী করে বুঝবে?
তোমার কাছে চিরকালই আমি আবহমান এক শৈল্পিকশিশু
স্পর্শ পেলে আর কিছু চাই না
চোখের মায়ায় শুভ্রতা পেলে আর কোথাও যাইনা।
তোমার পরিচর্যা পেলে বেড়ে উঠি
কৃষকের হাতে যেমন বেড়ে ওঠে রবীশস্যের ক্ষেত
হুজুরের পানি পড়ায় মন্ত্রবলে যেমন পালায় ভূত-প্রেত।
তুমিও হুজুরের পানি পড়া
কাছে এলে যাদুমন্ত্রে দুঃখদশা উবে যায়__
মন ভরে থাকে প্রেমে আর ভালোবাসায়।
তোমার কাছে আনত হই
তাই বলে আর কখনো কিন্তু তাড়িয়ে দিও না।
২৯.০৮.২০১৩
©somewhere in net ltd.