নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি ভালোবাসাকে উৎপাদন করতে জানি

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

আমি ভালোবাসাকে উৎপাদন করতে জানি

শাফিক আফতাব..........................



যে কষ্ট দাও__ দুঃখ দাও__যন্ত্রণা !

আমার দেহে যে প্রাণ নামক যন্ত্রটি থাকে, __সেই সয়ে যায় নীরবে।

আমার তাতে যায় আসে কি ?

এই যে ভালোবাসো __তারও সুবাস এই বিক্ষত আত্মা আমার নির্যাস গ্রহণ করে।



এক সময় ঘৃণা করতে তুমি__ তাও মুখ বুজে সয়ে গেছে অমর আত্মা আমার।

আজকের এই যে তোমার রুদ্ধরূপ, কটু-বাক্যগুচ্ছের ঝাঁল !

সইছেনা ? বলো ? সইছেনা এই ঘাতখাওয়া গ্রামীণ প্রাণ ?



আমার দেহে যে প্রাণটি থাকে__সে কোথায় ঘাত খেলো, দুঃখ পেলো__

কার জন্য বিনিদ্র কেটে দিলো গ্রীষ্মের দহনরাত__আমি ওসব নিয়ে একদম ভাবিনা

কেনোনা দুঃখ দৈন্যের আর কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠা প্রাণটির সব সয়ে গেছে।

সয়ে সয়ে নীরেট পাথর হয়ে গেছে__ হয়ে গেছে আদীঅন্তহীন এক মন্থর আকাশ।



ডিফেন্স অফিসারের মতোন সামান্য ঝড়বৃষ্টিতে ওর কিচ্ছু যায় আসেনা।

এমনকি ঝড়ঝঞ্ঝায় তাণ্ডবে, পৃথিবী কাঁপানো ভূমিকম্পে

এতটুকু টলে না সে। তুমি যতই হুমকি দাও__ভীতি প্রদর্শণ করো__এক চুলও নড়বে না সে

কেনো না "দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের ?"



দুঃখ আর কষ্টের ভয় আমাকে দেখাবে না আর__

দেখাবে না ভালোবাসার হরতাল ডাকার কিংবা ধর্মঘটের কোনো হুমকি,

ওসবে লাভ হবেনা, কেনোনা আমি ভালোবাসাহীন বাঁচতে শিখেছি, আমি কষ্টের নোনা জলে

ভাসতে শিখেছি, প্রেমহীন জীবনে উপবাসে রাত্রিযাপন করতে শিখেছি__ আমাকে

তুমি কিসের ভয় দেখাবে__ আমি এখন ভালোবাসাকে উৎপাদন করতে জানি

শীতের শিশিরের ভিতর আনন্দকে নির্মাণ করতে জানি, আমি দিগন্তের নীলিমায়

পুলকের বৃষ্টি ঝরাতে পারি__ আমি অজস্র রমণীর মুখ নির্মাণ করতে পারি__

আমাকে কোনো ভয় দেখাবেনা আর__আমি সৌন্দর্যের প্রতিভূ এক__ কষ্টগুলো, দুঃখগুলো

আপনাই পালায় আমার এই সৌন্দর্যের যাদুমন্ত্রে ..............

০২.০৯.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.