![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
তবু গ্যারাকল/ শাফিক আফতাব/
পা টিপে পথ চলি__ফাদেঁ পড়ি তবু__
তোমাকে ভালোবাসিনা, ভালোবাসি তবু।
তোমার কাছে যাইনা, কাছে ডাকি তবু__
তোমাকে মনে করিনা__ মনে করি তবু।
কষ্টগুলো মনে রাখি__রাগ হয় যদিও ;
কাছে এলে আবার রাত হয় মদিও __
আলগোছে কখন যে তোমায় ছুঁয়ে যাই,
কখন যে বেজে ওঠে শাশ্বত সানাই__
কখন যে নিবিড় হয় নিজে বুঝিনা ;
কখন যে ভালোবাসো__টের পাইনা।
এভাবে চলে গেলো অর্ধেক জীবন,
এভাবেই ভরে গেলো বৃক্ষের বন,
এভাবেই ভুলে দিলে যাতনাসকল__
পা টিপে পথ চলি __তবু গ্যারাকল।
২৫.১০.২০১৩
©somewhere in net ltd.