নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

জলের মতোন সহজ হতে গিয়ে

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

জলের মতোন সহজ হতে গিয়ে

শাফিক আফতাব..............



জলের মতোন সহজ হতে গিয়ে__কিংবা পথের মতোন অবাধ হতে গিয়ে,

মানবতার কাছে নত হতে গিয়ে, বৃক্ষের মতোন সরল হতে গিয়ে__

রিলিফের গম হয়ে গেলাম।

আপন সত্তাকে দিলাম, নিলাম।

অথচ তুমি গম্ভীর হতে বলো__রাজনৈতিক নেতৃবৃন্দের মতোন জটিল হতে বলো

এক্সক্লুসিভ হতে বলো__উঁচুনিচু ভেদ রেখে চলতে বলো__

তবু আমি খোলা রাখি নাপিতঘর__তবু বাদামবিক্রেতার মতোন উন্মুক্ত স্টেশনে ফেরি করি

লোকালয়ে মিশে আনন্দ পেতে চাই,

তুমি আড়চোখে দেখে নাট ছিটকাও__গ্রাম্যবাউলের মতোন হালকা ভাবো...........



এই যে অভিনেতামানুষসকল, দেখো কী নিপুণ অভিনয়ে বাগায় স্বার্থ, লুট করে

আর্তের অধিকার, গিলে খেয়ে তৈলাক্ত করে, মোটা রাণ

গিটারে তোলে আধুুনিক গান।



সর্বস্ব গেলো আমার তবু জটিলবাক্য বানাতে শিখলাম না।

চিরকাল পথের মতোন সরল থেকে থেকে মানুষের কাছে হাবলু আর বাবলু থেকে গেলাম।

২৫.১০.২০১৩









মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

রসায়ন বলেছেন: হাসুম না কান্দুম ভাই ?! :D ;(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.