![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
উৎসব শুরু হয় প্রেম মৌসুমের।
শাফিক আফতাব..............
স্পর্শে গরম হই__শরম পাই,
নরম অনুভবে আবার বেগে ধাই,
কী এক যাদুমন্ত্রবলে __
ভেজালে কোন এক পুলকিত পুকুরের জলে।
জলের তলে আবার মৃত্তিকার কাদা,
গতা মাছগুলো আবার লুকোচুরি খেলে কাদার ভিতরে __
পুলকরা যেন অনুরূপ লুকায়,
গোপন গোয়েন্দা ঘরে।
তোমার গভীরে থাকে মাছের পোনা,
ধরতেই পিছলে যায় মাছের ঝাঁক ;
তোমার গভীরে ঢুকে আমি বদলাই বাঁক __
আর অমনি ফলে ওঠে সোনা।
স্পর্শেই খবর হয়, কন্ট্রোলরুমের ;
উৎসব শুরু হয় প্রেম মৌসুমের।
নিসর্গ, ঢাকা :
২৬.১০.২০১৩
©somewhere in net ltd.