![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
মানবজন্ম তত্ত্ব
শাফিক আফতাব..................
চোরের ক্রোমোজমে থাকে চুরির জিন,
ডাকাতের থাকে লুণ্ঠনের __
প্রতারকের রক্তে থাকে চেতনা অাত্মসাতের,
নটীর পেটে তবু ভালো মানুষরা ঢুকায় পিন।
সহ্যই হয়না মানুষরুপি মানুষের কুটকৌশল আর হিংস্রতা,
কী করে পারে তারা, কী করে হার মানায় পাশবিকতা,
কী করে মিথ্যেকে জ্বলজ্বল সত্যের মতোন বলে__ ?
কী করে ফাও খেয়ে পেট ফোলায় ঢোলে ?
মানুষের দিকে চাইলে আজকাল বানরের চিত্র দেখি,
ভাবি আমার চোখরই সমস্যা তাহলে ?
মাথা ঝাকা দেই, ডাক্তারকে বলি :
'চোখের পাওয়ার তাহলে চলে গেলো অকালে'।
ডাক্তার বলেন : 'চোখ ঠিক আছে,' __ দেখার ভুল অাপনারই
মনে মনে ভাবি, মানুষ তো একপ্রকার বানরই।
২৬.১০.২০১৩
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সহ্যই হয়না মানুষরুপি মানুষের কুটকৌশল আর হিংস্রতা,
কী করে পারে তারা, কী করে হার মানায় পাশবিকতা,
কী করে মিথ্যেকে জ্বলজ্বল সত্যের মতোন বলে__ ?
কী করে ফাও খেয়ে পেট ফোলায় ঢোলে ?
শূধূ ক্ষমতা আর মসনদের লোভে??????!!!!!