নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

মিশ্রছন্দে রাতের অলিন্দে

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মিশ্রছন্দে রাতের অলিন্দে

শাফিক আফতাব.............



মনে করো, আমি তোমার পাশেই শুয়ে আছি।

ফুলের ঘ্রাণের মতোন তোমার থেকে সুবাস ছড়িয়ে পড়ছে পাতায় পাতায়।

ব্যাপণে সয়লাব হয় গেলো, কিংবা বানে ভেসে গেলো তোমার তৈজসের সুঘ্রাণ।

মেঘ গলে বৃষ্টি এলো আমার কবিতায়।



দূরে থাকো, এই যে আছো হিমালয়ের পাদদেশে __

এটা আমার কাছে কোনো দুরত্বই না।

আমার নেটের জাল কিংবা শব্দতরঙ্গের মতোন __

তোমার পাশে শুয়ে মুখরিত করি তোমার বিছানা।



ইদানিং স্বপ্নে তোমাকে পাই__ বৃষ্টিপাতও হয়।

ফিনকি দিয়ে পুলকের বিন্দুগুলো পড়ে যায়।

গাঢ় ঘুমের বস্ত্রগুলো ভিজে যায়, ঘুমের আবেশ মধুর মতোন মনে হয়।

স্বাদ লেগে থাকে, যেন সদ্য দুধ ছাড়া শিশুর মুখের কানায়।



মূলত সারাদিন তোমার ভেতরেই অবগাহন করি

সরিয়ার ঘানি ঠেলে বিন্দু বিন্দু তেল জমে জমে যায় প্রেমের পাত্র ভরি।



২৫.১০.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.