নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

স্বরবৃত্তের ঢঙে সনেটের খোলস

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

স্বরবৃত্তের ঢঙে সনেটের খোলস

শাফিক আফতাব...............



তোমার চোখে চোখ রাখলেই কবিতা হয় ;

কিংবা মনটা ভরে যায় বর্ষার উচ্ছল নদী ;

কিংবা হেমন্তের ভরা ধানক্ষেত হয়,

আবহমানতার ট্রেন চলে কালনিরবধি।



তুমি পাশে থাকলেই আমি হই ধনকুবের এক ;

সেরাসুখি মানুষ হই বেকারের দেশে ;

মাছে মাছে ভরে যায় আমার শূন্য লেক,

উধাও কোথাও যাই আমি নিরুদ্দেশে।



তুমি এলে আমি হই এক স্কুল বালক __

অফিসের কোর্টপ্যান্ট ছেড়ে হই অতিসাধারণ ;

পদভদে ভুলে হই এক প্রান্তজন __

তুমি তখন মেলে ধরো তোমার পালক।



তুমি আছো ভালোবাসো তাই আমি ধনী ;

তুমিহীন দীনহীন প্রাণহীন আমি।

২৫.১০.২০১৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তো সনেট
থাকল ভাললাগা +

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

গেন্দু মিয়া বলেছেন: শুভ কামনা রইলো

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

রাজা খায় গাজা বলেছেন: খৃব ভাল লাগলো ++++++

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

গেন্দু মিয়া বলেছেন: শু ভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.