নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার জন্য হাতপাতি, রমণীর আঁচলে

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

ভালোবাসার জন্য হাতপাতি, রমণীর আঁচলে

শাফিক আফতাব................



কত করে ভালোবাসি তোমাকে, ক্ষুধার্থের মতোন দীর্ঘ বিরতীর পর ভক্ষণ করি

নিবিড়পাঠে তোমাকে কত নিপুণ বুননে তৈরি করি

সব ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসি, পকেটে থাকা সবটুকু সঞ্চয় দিয়ে অভিবাদন জানাই

তবু একটু দূরে গেলে মনে হয়, কিছুই হলোনা ভালোবাসা।

কিছুই দিলাম না তোমাকে।



কৃপণ মানুষের মতোন আমি তোমার জন্য সঞ্চয় করি কেন্দ্রীয় ব্যাংকে

তোমাকে দর্শনীয় স্থান দেখাবো বলে পকেট ভরাই কড়কড়া টাকার নোটে

কত করে তোমাকে চুমো খাই, কত করে ঢেলে দেই বুকের উষ্ণতা, কত করে তোমার প্রতিটি

পরিচ্ছেদ নিয়ে আমি গবেষণা করি, ব্যবচ্ছেদ করি,

রঙিন মাছের পুকুরের ঢেলে দেই তাজা তাহা শুক্রাণু, সবটুকু আকাঙ্ক্ষায় স্তনে, চঞ্চুতে স্পর্শ করি

তবু একটু দূরে গেলে মনে হয়, পাওয়া হয় নি তোমাকে।



তোমার গোডাউনে মজুত রাখলাম কত ভালোবাসার বীজ

অমিতব্যায়ি হয়ে সারারাত্রি ভালোবাসলাম তারাভরা রাত, নদীর কলকলধ্বনিসকল

তোমাকে কতবার শোনালো প্রেমের শাশ্বত ছন্দ,

শিশিরস্নাত ভোরে ফোটা সব ফুল দিয়ে তোমাকে জানালাম অভিবাদন, তবু তৃষ্ণা মিটলো না

ভালোবাসার।



সেদিন সারারাত্রি তোমাকে ভালোবাসলাম,

আদিম কৃষক এক, আধুনিক ট্রাক্টরে চষিলাম মৃত্তিকার শরীর, ভুরভুর অনুভবে দিলাম হৃদয়ের সুবাস

পুলকিত বৃষ্টিপাতে তোমাকে প্লাবিত করলাম, তবু মনে হলো চাষের বেশ বাকি আছে ভূমি

তোমাকে ভালোবাসার বাকি আছে।



এক এক শাশ্বত তৃষ্ণাতুর প্রেমিক বাস করে হৃদয়ে আমার, এক ক্ষুধার্থ যুবক

শুধু ভালোবাসা খেয়ে খেয়ে বেঁচে থাকে, শুধু ভালোবাসা বেসে বেসে পথ চলে, শুধু ভালোবাসা মাঙতে

দাড়স্থ করে আমায়

আমি আমার ব্যক্তিত্ব ভুলে ভালোবাসার জন্য হাতপাতি, রমণীর আঁচলে।.............

২৬.১০.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.