![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
পা টিপে টিপে চলি
শাফিক আফতাব
ইদানিং তোমাকে আমি ভয়ে ভয়ে থাকি
কখন কী বলে বসো__কী বিতণ্ডায় জড়াও।
পা টিপে টিপে পথ চলি__ফিস ফিস কথা বলি
কুকুরের স্পর্শকাতর ঘুমও যাতে না ভাঙে
অভিসারিকার রমণে যাতে এতটুকু দুপুদাপ শব্দ না হয়।
এখন সময় বড় খারাপ
মানুষগুলো সামান্যতেই উত্তেজিত হয়
লঙ্কাকাণ্ড ঘটাও__তাদের হিতাহিত জ্ঞানের বড় অভাব আজ
স্বার্থের চুন একটু খসলেই__পানের বারোটা
বিকল্প উর্পাজনে সিদ্ধহস্ত__বেদনভাতায় তাদের চলে না
আয়েশের অারামের ঘাটতি পড়ে
তারা শুধুমাত্র চালের দাম কমাবার কথা বলে
আর কলে কৃষিজ উৎপাদন।
কারখানায় উৎপাদিত পণ্যের আজ লাগামহীন দাম
সাহেবদের দরকার আজ বিদেশী বিলাসী আরাম
দেশে আজ সবাই লিখেছে রাজনীতির খাতায় নাম
দেশে আজ বেড়ে গেছে অত্যধিক হারে প্রণাম।
তোমার মেজাজও আজ খিটখিটে হয়ে গেছে
সামান্যতেই চেতে যাও__ফলত আমিও লেজগুটে থাকি
দেশে প্রবৃদ্ধির হার বাড়ে__মেধাবীরা হয় তুখোর ঘুষখোর
আমি চেয়ে চেয়ে তোমাকে আর দেশের মানুষ দেখি__আজ দেখি
মেধাবী যত সন্তান__শতকরা কত জন দেশের জন্য পাঠশালায় গিয়েছিলো
আর কতজন আজ ক্ষমতাশীলার শালা
এই সব দেখে আমার কান ঝালাপাল হয়ে আসে
আমি মন্থর পড়ে থাকি
আমার মুখে কোনো কথা থাকেনা
আমি পা টিপে টিপে চলি__ফিসফিস কথা বলি !!
©somewhere in net ltd.