![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
যদি আমরা শান্তিতে নির্বিঘ্নে ঘুমাই, যদি কোনো দ্বন্দ্ব-সংঘাত না থাকে,
যদি না থাকে জবরদখল, আগ্রাসন, ক্ষমতার লড়াই__তবে না-কি পৃথিবী থেকে যাবে ?
পৃথিবীর হবে গতীহীন এক বৃৃৃৃদ্ধ বলদ ?
তাই মানুষ বিরোধে জড়িয়ে আনন্দ পায়,
পরকীয়া বিছানায় পায় পৃথিবীর তাবৎ সুখ,
মিথ্যা, দ্বন্দ্ব, স্বার্থ, ক্ষমতা আর ভোগের বিলাসই পৃথিবীকে নিত্য সচল রাখে,
তাই না-কি এত যুদ্ধ, বোমারু বিমানের পায়তারা, ভাষায় ভাষায় ভালোবাসায় এত দ্বন্দ্ব ?
তাই এত অফিস আদালত, বিচার, এত ছুটে চলা।
পৃথিবীকে সচল আর গতিশীর করতে তাহলে ইতর মানুষের ভূমিকাই অগ্রগণ্য,
ভদ্র আর মার্জিত মানুষগুলিই নগণ্য,
তাহলে ভালোবাসার ফুলগুলিই ঝরে পড়ে ?
কামনার ফুল দিয়ে উৎসব হয় ?
এসব জটিল প্রশ্নের সমাধান জানেন ইতর মানুষের দল,
তা না হলে তারা এত কেনো পাশবিক, হিংস্র, তাদের এত কেনো ছোবল ?
(ভাষায় ভাষায় ভালোবাসায় এত দ্বন্দ্ব)
নিসর্গ : ঢাকা
জানুয়ারী ৪, ২০১৪
আঁধারের মানুষ
শাফিক আফতাব.............
ধৈর্য আর ক্ষমার শেষ সীমায় এসে পৌঁছেছি
আর পারা যায় না__এবার রুখে দিতে হবে ইতরের পাল।
অবিকল বানরের চোখ, নড়চড়া আর কার্যকলাপ ঠিক বানর
জুলজুল চেয়ে দেখে মাছরাঙা পাখির মতোন জলের গহীন
কোথায় ঘুষের শিকার
কোথায় আছে বিলাসের বালিশ
কোথায় এক পেটে ফাও খেয়ে দিবাঘুমের কাবার করা যাবে দিন
কোথায় আছে পাশ্চাত্য কালচার, সহজ ভাউচার, আর কর্মহীন উপার্জন।
এই তো চলছে বহিরাঙ্গিক ভদ্রভুষণ মানুষের চাল
রাতের আঁধারে মদির তারা, গাঁজা, তাজা ভ্রুণ আর ডালে পাল তোলে
কামনা নৌকোয়, কত ছন্দ তাদের অন্তর্গত হুকোয়।
০৪.০১.২০১৪
©somewhere in net ltd.