নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

চলে যাবো বলে তোমাকে এত ভালোবাসি ___শাফিক আফতাব

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

[চলে যাবো বলে তোমাকে এত ভালোবাসি] : আমি তো কবেই মরে গেছি ;

মরে গিয়ে বেঁচে আছি, তাই পৃথিবীর ভীড়ে বাঁচার স্বাদ অথই অগাধ।

আপন কুঁড়েঘর মনে হয় রাজার প্রাসাদ।



মরণের ভয় যদি তাড়া না করতো

জীবনকে এত সুন্দর মনে হতো না

ভালোবাসায় থাকতো না এত বেদনা,

মরণ আছে বলে পৃথিবী সুন্দর, অনুপম, নান্দনিক

মরনহীন পৃথিবী শ্রীহীন, পানসে আর অলিক।



চলে যাবো বলে তোমাকে এত ভালোবাসি

চলে যাবো বলে তোমাকে দেই আমার অজির্ত মূলধন, সঞ্চয় আর ভালোবাসা

চলে যাবো বলে তোমার এত কাছে আসি

চলে যাবো বলে প্রাণের এত স্ফূরণ, গান, প্রেম আর হাসা।



মরণ আছে বলে পৃথিবীরে মধুর মতোন মনে হয়,

মরণ আছে বলে তোমার সাথে আমার এত ভালোবাসা এত অন্বয়।

০৫.০১.২০১৪



একটি স্বাধীন সনেট

__ শাফিক আফতাব



পরাজয়গুলো আজ সাইডব্যাগে ভরিয়ে হাঁটি শহরের পথ

বেদনা আর ব্যর্থতার ভাড়ে কুঁজো হই ফুটপাতে,

সাফল্যের একটি সংবাদের জন্য হাতাই পত্রিকার পাতা, কম্পিত হাতে,

কোথায় সেই সুখবর, সাফল্য, দুঃখ দৈন্যের পতাকা করে শুধু পত পত,



তোমাকে ভালোবেসে স্বর্গ আনতে চেয়েছিলাম ধরার ধুলোয়,

সত্য সুন্দরের বিনিময়ে এই কুঁড়েঘর বানাতে চেয়েছিলাম রাজার প্রাসাদ,

ভালোবাাসার প্রতিটি শব্দে ফুলের পরশ দিতে চেয়েছিলাম কালের কুলোয়,

আমি হতে চেয়েছিলাম খনার বচন, প্রবচন আর কালজয়ী প্রবাদ,



ইতরের সমাজে ভালোবাসা নেই, পতিতার প্রেমে ভালোবাসা নেই,

কুশিক্ষিত মানুষের কাছে ন্যায় নেই, নীতি নেই,

শুধু আছে বাঁদরামী, আলসেমি, মিথ্যা, চুরি, ঘুষ আর দুর্নীতির ফিরিস্তি,

আর আছে লুণ্ঠন, অসম বণ্টন, পরকীয়া শয্যায় ঝাড়লণ্ঠন, অলিক প্রীতি,



সুন্দরের পথে হেঁটে হেঁটে হোঁচট খাই,

ব্যর্থতা আর পরাজয় গুলোকে সকালের নাস্তা বানাই...

০৫.০১.২০১৪

উচ্চতর গণিতের সব সূত্র তোমার কণ্ঠস্থ্য

শাফিক আফতাব .............



তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম, এই পথ কণ্টকাকীর্ণ

তোমাকে প্রেম দিতে দেখলাম, তুমি সইতে পারবে না

কান্নার জলে বুক ভাসাবে, ধারণ ক্ষমতা কুলোবে না

ভালোবাসার ভারে নুয়ে যাবে, তাই হলাম না ভালোবাসায় অবতীর্ণ।



তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম

অনেক শ্রম দিতে হবে তোমাকে প্রেমের সূত্রাবলি শেখাতে

একজন নিষ্ঠ শিক্ষকের মতোন কড়া নজর দিতে হবে তোমার অধ্যয়নে

তাই তোমাকে গোলাপ দেয়নি ভালোবাসার হাতে।



তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম,

হায় ! তুমি আগে থেকে সব জানো, উচ্চতর গণিতের সব সূত্র তোমার কণ্ঠস্থ্য

আগে থেকেই তুমি মাপ জানো, আয়তক্ষেত্রের উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ্য।

আমি মাথায় হাত দিলাম।



আধুনিক যুগ তোমাকে কেমন তুখোর প্রেমিকা বানিয়েছে

শিশু শ্রমিকের মতোন তুমি অনেক উৎপাদন জানো ।

০৫.০১.২০১৪

পুলক ঢুকেছে আনন্দের গহবরে

[ শাফিক আফতাব ]



পুলক ঢুকেছে আনন্দের গহবরে

প্রেম ঢুকেছে কামের গর্তে

সে তাকে ভালোবেসেছে কিছু কিছু শর্তে

প্রেমিকারা মরছে কামনার জ্বরে।



ভালোবেসে বেসে শিশির জমেছে ঘাসের শাখায়

কী সুখ প্রেমিকার চোখের পাখায়

কী সুখ ভালোবাসার হাতে গোলাপের ঘ্রাণে

কী নান্দনিকতা ষৌড়শির স্নানে।



রক্তের ডাকে জোয়ার জেগেছে শিরায় শিরায়

হৃদয়ের উত্তাপে ফুটেছে গুচ্ছগুচ্ছ ফুল

বিভেদ ভুলে তুমিও আজ কেমন অনুকূল

কত মদির আবেশে জেগে থাকে তব যুগল হীরায় হীরায়।



পুলক প্রবেশে করেছে আনন্দের গহবরে

তুমি প্রবেশে করেছে মম হৃদয়ের ভীড়ে।



০৫.০১.২০১৪





স্বর্ণস্নান //

//শাফিক আফতাব



তোমার বোধের ভেতর দিয়ে দেবো গুচ্ছ গুচ্ছ ঘ্রাণ

তোমার প্রেমের ভেতর দিয়ে দেবো ভালোবাসার ফুল

তোমার মনের ভেতর দিয়ে দেবো আমার কচি প্রাণ

তোমার প্রেমে ভর করে পেরিয়ে যাবো পুল।



তোমার হাতে গুঁজে দেবো শীতের উষ্ণওম

তোমার চোখের তারায় ভরিয়ে দেবো স্বচ্ছ সুবাসঢল

মমি করে রাখবো তোমায় পিরামিডের মোম

তোমার পেয়ে জীবন আমার কেমন উচ্ছল।



তোমার বুকের সীমা ভরিয়ে দেবো ফুলকুঁড়ি আর ফুলে

ফুলের সুবাস মেখে তুমি কেমন কামাতুর

আমার ভেতর বাজবে তখন অজানা এক সুর

রাতের ভীড়ে তখন আমি পালটা দেবো তুলে।



তোমার বোধের ভেতর দিয়ে দেবো আমার প্রেমের গান

তোমায় পেয়ে জীবন আমার হবে স্বর্ণস্নান।

০৫.০১.২০১৪





মনে হয় এই বুঝি সময়ের ধাক্কায় অক্কা পাবো

----------------------------------------

মনে হয় কী যেন ফসকে গেলো হাতর মুঠো থেকে

মনে হয় কী যেন সুখবর অপেক্ষা করছে আমার জন্য

মনে হয় এই বুঝি তুমি এলে

মনে হয় এই বুঝি করছো আমায় ধন্য।



আমি একটি সুখবরের জন্য সারারাত বসে থাকি

ভোরে এসে পত্রিকার পাতা ঘির দেখবো সোনার দেশের সুখবর

তুমি এসে ভরাবে মদির সুধায় সুবাসে প্লাবনে

আমাকে নিয়ে মুখর করবে তোমার হৃদয়ের ঘর।



মনে হয় ভালোবাসার সময় বুঝি শেষ হয়ে আসছে আমার

মনে হয় এই বুঝি সময়ের ধাক্কায় অক্কা পাবো

মনে হয় আমি বুঝি বড় বেমানান হচ্ছি এই সময়ে যুগে

মনে হয় খুব অচিরেই বুঝি আমি বৃদ্ধের খেতাব পাবো।



মনে হয় কী যেন ফসকে গেলো হাতের মুঠো থেকে

আমাকে নিয়ে কে যে কী যাচ্ছে লিখে,



০৫.০১.২০১৪



মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

লিখেছেন বলেছেন: মরণ আছে পৃথিবীরে মধুর মতোন মনে হয়,
মরণ আছে বলে তোমার সাথে আমার এত ভালোবাসা এত অন্বয়। ...

আহা আহা হা

বুক টা হু হু করে

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

গেন্দু মিয়া বলেছেন: তাই ? ভালো থাকবেন

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কবি কালকে একটা ওয়েবের ঠিকানা দিয়েছিলাম। দেখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

গেন্দু মিয়া বলেছেন: দেখেছি, ওখানে আজ রেজিঃ করবো।
ধন্যবা আপনাকে। এভাবে কোথায় কিছু পেলে জানাবেন

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

দ্যা খলনায়ক বলেছেন: এগুলো কবিতা না গবিতা ?? আপনি এভাবে লাইনগুলো ভেঙ্গে ভেঙ্গে লিখেছেন কেন ?? লাইন ভেঙ্গে ভেঙ্গে লিখলে গদ্য কি পদ্য হয়ে যায় নাকি ?? জোর করে লোহা বাঁকানো যায় কিন্তু জোর কবি হওয়া যায় না ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

গেন্দু মিয়া বলেছেন: ভালো করে লেখাপড়া করুন। পঙক্তি গুলো কেনো বাঁকা বুঝতে পারবেন। আর খলনায়ক নাম করছেন বলেই সবাইকে খল ভাবেন ? ভালো থাকবেন, আর পড়বেন, বই পড়বেন, পড়ার পর কোনো বিষয়ে মন্তব্য করবেন। আপনার শেখার বাকী আছে অনেক । প্রার্থনা করি প্রভূ আপনাকে শেখার তৌফিক দান করুন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

একজন আরমান বলেছেন:
প্রথমটা বেশি ভালো লেগেছে শাফিক ভাই।

শুভকামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

গেন্দু মিয়া বলেছেন: আমি কিন্তু ভালো হয়ে গেছি আরমান ভাই।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: সব গুলাই ভালো লেগেছে । শুভকামনা কবি ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

গেন্দু মিয়া বলেছেন: আমার অঙ্গীকার পালন করা কষ্টসাধ্য হচ্ছে মামুন ভাই।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

ওয়ািহদ উদ্দিন বলেছেন: খুব ভাল লাগল।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

গেন্দু মিয়া বলেছেন: শু ভ কামনা করি।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

সকাল রয় বলেছেন:
সব ঠিক আছে কিন্তু এই লাইনটা আমার কাছে ক্যমন জানি লাগলো

ইতরের সমাজে ভালোবাসা নেই, পতিতার প্রেমে ভালোবাসা নেই,

পতিতার প্রেম নি:স্বার্থ প্রেম বলেই মানি। কে ইতর কে বিতর সেটা কিন্তু তারকাছ থেকে পেলেই জানি।


শুভকামনা। ভালো থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

গেন্দু মিয়া বলেছেন: সকাল বয় : ধন্যবাদ আপনাকে। এখানে আমি কাম আর প্রেম মন আর দেহ কে ইঙ্গিত করার চেষ্টা করছি। শিক্ষিত মানুষের দায় দায়িত্বকে মনে করে দেবার চেষ্টা করছি

বেশ ভালো লাগলে কমেন্টের জন্য

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

সকাল রয় বলেছেন:
কবি আমি সকাল বয় নই রয়। পত্রিকার সম্পাদকেরা লিখে ফেলে রায় ......হা হা
ধন্যবাদ। আপনার আরো কবিতা পড়তে চাই

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

গেন্দু মিয়া বলেছেন: আপনার র এর বুন্দ ব এর প্রাচীর লাগা। ধন্যবাদ। ব্লগ আর ফেসবুকে আমার কবিতা ভরা। শাফিক আফতাব সার্চ দিলে অসংখ্য কবিতা পাবেন। দয়া করে পড়বেন। ভালো থাকবেন

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

গেন্দু মিয়া বলেছেন: আমার ফেসবুকে এ্যাড হউন। শাফিক আফতাব এই নামে তল্লাসি করুন। পাবেন

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: মরি করে রাখবো তোমার পিরামিডের মোম।

এটাকি মরি/মমি হবে নাকি । সুন্দর কবিতা।

১মটা বেশি ভাল লেগেছে।

নববর্ষের শুভেচ্ছা থাকলো

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

অন্তহীন বালক বলেছেন: কবিকে নোবেল দেওয়া হোক! :-B

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

গেন্দু মিয়া বলেছেন: নোবেলের নো বাদ দিয়ে বেল দিন তাতেই চলবে

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

লেখোয়াড় বলেছেন:
এক সঙ্গে এত লেখা কেন?
এই কথা ছিল কি, নতুন বৎসরের।

ধন্যবাদ কবি।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

গেন্দু মিয়া বলেছেন: কথা ছিলো একটি মাত্র পোস্ট দেবো। তাই দিচ্ছি। তবে কবিতা জমলে সেগুলো এডিট করতে গিয়ে নিচে নিচে এ্যাড করছি। ধন্যবাদ

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো সবগুলোই

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

গেন্দু মিয়া বলেছেন: শু কামনা করি।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমি ব্লগে নিয়মিতভাবে সময় দিতে পারি না, তাই আপনার মতো ভালো লেখকদের লেখা মিস্ করি। জানি না, আগে কোন লেখা পড়েছিলাম কিনা, কিন্তু আজকের কবিতাগুলো অনেক যত্নে লেখা। ভালো লেগেছে এর ভাব ভাষা এবং অনুভব। সব মিলিয়ে উত্তম কয়েকটি কবিতা। :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

গেন্দু মিয়া বলেছেন: ভালো লাগলো আপনার ভালো লাগায়। ধন্যবাদ একই সাথে শুভেচ্ছা। ভালো থাকবেন। সময় পেলে ব্লগে আসবেন। দেখে যাবেন আমার ব্লগাররা কী নিয়ে ব্যস্ত আছি।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

একজন আরমান বলেছেন:
আপনি খারাপ ছিলেন কবে? B:-) B:-) B:-)

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

গেন্দু মিয়া বলেছেন: বেশী বেশী লেখা পোস্ট করার সময়

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

এহসান সাবির বলেছেন: একজন আরমান বলেছেন:
আপনি খারাপ ছিলেন কবে?


প্রেমের কবিতা গুলো ভালো হইছে।

+++++++

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

গেন্দু মিয়া বলেছেন: সাবির ভাই আমি ভালো হয়ে গেছি। কিসকিল্লা বানরের মতোন আর নেই। এখন কথা দিয়ে কথা রাখি। ধন্যবাদ

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো হইছে ভাই

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

একজন আরমান বলেছেন:
ধুরও ভাই। সবার কথা কানে নিলে কি চলে?

আপনি আপনার মতো করে ব্লগিং করে যান। কে কি বলল কানে দিবেন না। আর আমরা তো আছিই। :)

শুভকামনা। :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

গেন্দু মিয়া বলেছেন: সাবির ভাই আপনার কথা বলেছে।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

শুঁটকি মাছ বলেছেন: দুই নম্বরটা অসাধারণ লাগল!

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

গেন্দু মিয়া বলেছেন: আচ্ছা ; ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.