![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
মানুষগুলোর লজ্জা নেই, তারা দিনদুপুরেই নগ্ন হয়
অল্পতেই ভগ্ন হয়, স্বার্থের তাড়ায় লগ্ন হয়
মানুষগুলো কেমন অদ্ভূত, তাদের মাথায় কোন ভূত,
আশেপাশে দেখেনা, কারো কিছু শোনেনা, ঘুষের টাকা তারা খুঁটে খুঁটে খায়,
অভিজাত এলাকায় আলিশান ফ্লাট বানায়।
মানুষগুলো কেমন বেহায়া, দিনদুপুরেই রাস্তায় খোলো সায়া
মায়ার পাখিরে পাঠায় নির্বাসনে, আন জায়ার ঘরে ঢুকে করে প্রীতি
আহা ! কী সমাজের রীতি, তোষামোদে বাগা যায় পদ
সৎ মানুষেরে ঘোরানো যায় নাকে দিয়ে খদ।
আহা ! আজব দেশের মানুষ,
মানুষগুলো পৈত্রিক কৃষ্টি ভুলে বৈদশিক বৃষ্টিতে গা ভেজায়
বিশ্বাসঘাতকতায় ভূমিকায় নিপুণ অভিনয়ে করে, অন্যের অর্থে বাঁচতে ভালোবাসে,
মানুষ পশুর ভেদ ভুলে তারা হিংস্র হয়,
আহা ! কী আজব দেশ, মানুষে মানুষে নেই অন্বয়।
০৬.০১.২০১৪
[অাজব দেশের মানুষ]
মানুষগুলো পাখির মতোন থই থই করছে //
// শাফিক আফতাব....
শুয়েছিলাম রাত তিনটায় : মানুষ পলকেই চোখের পাতা উল্টায়, পুলিশ হয়
সোর্স হয়, কিংবা চোখের পলকেই হাতি হয়, ঘোড়া হয়, বানর হয়
মানুষ সময়ের প্রবাহে বিশ্বাসঘাতক হয়
মানুষ প্রণয়ে প্লুত হয়, পরকীয়া বাসনায় বাস করে।
আমি বিজ্ঞানাগারে মানুষের দেহ ব্যবচ্ছেদ করে দেখি,
মানুষের এই সব কাম, ক্রোধ, হিংসা আর বিশ্বাসঘাতকতার জীবাণুগুলো
খুটেঁ খুঁটে বার করতে চাই,
পাইনা, এইসব কিছু নাকি রক্তের সাথে মিশে থাকে ?
রক্ত বিশুদ্ধকরণ ট্যাবলেট খুঁজলাম, বোধের আর বিবেকের বিতাণে
বিবেকের বিতাণে দেখি, বোধের চেতনায় থাকে রক্ত বিশুদ্ধকরণ ট্যাবলেট।
মনে হলো এইসব মানুষের রক্তে দোষ,
রক্ত থেকে কী করে দুষিত জীবাণু ছড়ানো যায় ?
পৃথিবীর কোথাও পাওয়া গেলনা রক্ত বিশুদ্ধকরণ ট্যাবলেট ?
ফলত মানুষগুলা ঘোড়া হতে থাকলো, ছাগল হতে থাকলো, বানর হতে থাকলো
বিশ্বাসঘাতক হতে থাকলো, কামুক হতে থাকলো
মানুষ আবার নগ্ন হতে থাকলো।
বিজ্ঞানাগারে যে কঙ্কাল দাঁড়িয়ে থাকে, মানুষের কাঠামো নিয়ে, তাদের কোনো
কাম নেই, ক্রোধ নেই, ভালোবাসা নেই, টাকা লুট নেই, ক্ষমতার বড়াই নেই,
কী এমন ভর করে মানুষর ভিতরে, মানুষ হয় গরু হয়, ঘোড়া হয়, বানর হয়।
টাকা লুট করে, বুট মারে, স্যুট কেনে।
এই রক্তবিশুদ্ধকরণ ট্যাবলেট থাকে ঈশ্বরের দোকানে
এই পৃথিবীতে তা পাওয়া ভার
মানুষগুলো তাই পশুর আকার
আমি বিজ্ঞাণাগারের দরজা খুলে বের হতেই দেখে, অজস্র মানুষের ঢল রাজপথে
বাস, ট্রাক আর টেক্সির হর্ণ, রিকসার কিরিং কিরিং
মানুষগুলো পাখির মতোন থই থই করছে............
আমার বানরের কথা মনে হয়....
০৬.০১.২০১৪
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
গেন্দু মিয়া বলেছেন: এইতো সাবির। কবিতাটা সার্থক হলো আপনি পড়েছেন বলে
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
এহসান সাবির বলেছেন: রাজনৈতিক কবিতা...!