![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
কৃষিজীবী কবিতার জন্য আমি ত্যাগ করেছি নান্দনিক ভালোবাসা,
পাশ্চাত্য সুঘ্রাণগুলো ছুড়েঁ মেরেছি মিউনিসিপালিটির ট্রাকে, শহরের অভিজাত
জীবনযাপন ছেড়ে পাড়াগাঁর পথে এসে হাতের কম্পাসে আঁকছি চতুর্ভূজ, বর্গক্ষেত্র।
গবাদী পশুর মলে, চেনায় আর ভাগাড়ের নানাবিধ আবর্জনার স্তুপ দিয়ে
শস্যের দারুন রেসিপি বানিয়েছি। তাঁরা চিকনচালের ভাত খাবে বলে, পিঠা, পায়েস
পোলও রিবানী দিয়ে উৎসবে মাতবে বলে আমি বাড়াতে এসেছি শস্যের উৎপাদন।
তাঁরা চালের দাম কমার কথা বলে, অথচ দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে বেদন বৃদ্ধির
জন্য করে সংগ্রাম, তারা রাতারাতি আঙুল ফুল কলাগাছ হতে চায়,
তোষামুদে হাতে কুর্ণিশ করে, পদোন্নতির জন্য প্রণামে প্রনতি করে, তারা পায়েস
খেয়ে আয়েশ করে ঘুমায়, তারা পরকীয়া শয্যায় বেগানা নারীর দেহ চুমায় __
তারা আবার টাকার জলে ধুয়ে দেয় কলঙ্ক। থাকেনা তাদের এতটুকু কলঙ্করেশ।
তাই আমি কৃষিজীবী কবিতার জন্য ফিরে এলাম গ্রামে,
আমি মাটির সোঁদা গন্ধের জন্য ত্যাগ করেছি স্মাট ভালোবাসা
আমি কৃষিজীবী কবিতার জন্য শহরের পোড়া ইটের পাষাণস্তুপ থেকে ঘরে ফিরেছি।
২৮.০২.২০১৪
কৃষিজীবী কবিতার জন্য
শাফিক আফতাব //
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনি কবিতাগুলোকে 'রিফাইন' করুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
হেডস্যার বলেছেন:
জনাব দেখি ২ ঘন্টা ৫ মিনিটের মাথায় প্রত্যাবর্তন করলেন?
চালিয়ে যান।