![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমাদের কন্যা গেলো ডাক্তারের কাছে | মহিলা ডাক্তার | অন্যদেশ থেকে ডাক্তারি পাশ করে এদেশে ডাক্তার হয়েছেন | এখানে এঁরা IMG (International Medical Graduate) বলেই পরিচিত | রোগের বিবরণ শুনে ডাক্তার ওষুধ লিখে দিলেন | কন্যা আবার আমাদের অনেকের মতো ডাক্তার ওষুধ লিখে দিলেই চোখ বুজে তা মুখে দিয়ে দেয় না; ওষুধ কেনার আগে গুগল সার্চ দিয়ে দেখে তা ঠিকমতো প্রেসক্রাইভ করা হয়েছে কিনা |
ওষুধটা যথাযথ মনে না হওয়ায় পরদিন আবার ওই একই ডাক্তারের কাছে গেলো সে | জানতে চাইলো, এর চেয়ে আরো উত্তম কোনো ওষুধ দেয়া যায় কিনা যা রোগের লক্ষণের সাথে আরো ঘনিষ্ঠভাবে মিলে যায় | ডাক্তার রোগীর দৃঢতা দেখে ওষুধ কোম্পানিকে ফোন দিয়ে জানতে চাইলেন এ রোগের এ সঠিক ওষুধ কিনা | ওষুধ কোম্পানির কাস্টমার সার্ভিস ওষুধ ঠিক আছে বলে আরেক দফা নিশ্চিত করলেন | ডাক্তার আরো বেশি প্রত্যয় নিয়ে তাঁর লিখে দেয়া ওষুধের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন; সাথে, মুখে প্রশান্তির হাসি |
কন্যা কিন্তু নাছোড়বান্দা; ওর পয়েন্ট থেকে সরতে নারাজ | গুগল সার্চ করে ওই ড্রাগ (ওষুধ)-এর বিস্তারিত তথ্য ডাক্তারের সামনে বের করে তাঁকে তথ্যগুলো পড়তে বললো | ডাক্তার ইতস্ততঃ করছেন; কারণ, এক রোগীর পেছনে এতটা সময় ব্যয় করলে তাঁর আয় কম হবে | এখানে ওয়াক-ইন ক্লিনিকে কামাই বাড়ানোর জন্য অনেক ডাক্তার খুব তাড়াহুড়ো করেন, বলাই বাহুল্য |
ডাক্তারের খামখেয়ালি ভাব দেখে একসময় আমাদের কন্যা নিজের পরিচয় দিলো ডাক্তারের কাছে | বললো, আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেও একজন হবু ডাক্তার | মুহূর্তেই ডাক্তারের চেহারায় পরিবর্তন এলো | এবার, গুরুত্বের সাথে পড়লেন ড্রাগটির বিস্তারিত তথ্য | মেনে নিলেন নিজের ভুল | লিখে দিলেন অন্য ওষুধ | তাছাড়া, কন্যার বিদায়ের সময় ক্লিনিকের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে হাত ধরে বিনীত অনুরোধ জানালেন এ বিষয়টি কারো সাথে শেয়ার না করার জন্য |
পরে বাসায় এসে কন্যা আমাদের সাথে বিষয়টি শেয়ার করতেই আমিও আরেকদফা অনুরোধ জানালাম ডাক্তারদের রেগুলেটরি বোর্ড, বা কোথাও যেন এ বিষয়টি সে না জানায় | কারণ আমি জানি, একজন IMG'র পক্ষে এদেশে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে কতোখানি কাঠখড় পোড়াতে হয় | এ ধরণের ঘটনা রিপোর্ট হলে ওই ডাক্তারের লাইসেন্স নিয়ে টানাটানি হতে পারে | কারণ, এঁদের অনেকেই দু'তিন বছরের টেম্পোরারি লাইসেন্স নিয়ে এখানে ডাক্তারি শুরু করেন, যা বাতিলযোগ্য |
আমার এ পোস্ট আমাদের দেশ থেকে উন্নত দেশে আসা কোনো ডাক্তার ভাইবোনের নজরে এলে সহকর্মী/বন্ধুদের সাথে শেয়ার করুন | তাঁদের জানিয়ে দিন, ওষুধ কোম্পানির কাস্টমার সার্ভিসের কথায় ডাক্তারের অন্ধ বিশ্বাস একজন রোগীর সর্বনাশের কারণ হতে পারে |
ML Gani @ FaceBook
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১০
এমএল গনি বলেছেন: ও কেবল প্রথম বর্ষ শুরু করেছে | গুগল সার্চ দিতে ডাক্তার হওয়ার প্রয়োজন নেই |
২| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: সবাই তো আর হবু ডাক্তার নয়, তাই ব্যাপারটি সব ক্ষেত্রে এক হবে না। তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭
এমএল গনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ |
৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৪
এমএল গনি বলেছেন: ওষুধ ঠিক আছে কি নেই তা নিয়ে মন্তব্য করলে ডাক্তার কি মনে করবেন, এতে প্রফেশনালিজম মেইনটেইন হলো কি হলো না, এসব নিয়ে ভাবার সুযোগ নেই যেখানে আপনার শরীর জড়িত | You have every right to protect your body.
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৬
অঞ্জন ঝনঝন বলেছেন: বিষয়টা সবসময় ভাল না লেখকের মেয়ে ম্যাডিকেল ষ্টুডেন্ট ছিল তাই সে বিষয়টা জেনে নিতে পারছে। কিন্তু সাধারণ জনগন যদি এখন গুগল সার্চ দিয়া একটু আধটু জাইনা ডাক্তারের উপর পাকনামি করা শুরু করে তবে এটা সবসময় ভাল ফল বয়ে আনবে না