![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষকে পুরোপুরি চিনতে তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকাই যথেষ্ট নয় | আপনার দুঃসময়ে তাঁকে কতটা কাছে পেয়েছেন বা, পাননি তা পরখ করার সুযোগ আপনাকে পেতে হবে তাকে ভালোমতো চিনতে বা, জানতে |
ওই যে শুনেননি, দুই পুরোনো বন্ধুর গল্প! গভীর অরণ্যে হেঁটে যাচ্ছিলো দু'জন | যেই না ভালুক সামনে পড়লো, গাছে চড়তে জানা বন্ধু তড়িৎগতিতে গাছের একেবারে মগডালে চড়ে বসলো, আর, অপরজন আত্মরক্ষায় মৃতের ভান করলো ..
মানুষ চেনা চাট্টিখানি কথা নয় |
১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭
এমএল গনি বলেছেন: ধন্যবাদ |
২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
ব্লগার সামিউল ইসলাম বাবু -এর সাথে সহমত।
মানুষকে চিনা যায় একমাত্র বিপদে পড়লে।
মানুষ চিনে ছিলেল সম্রাট বাবর, যার বিপদের সময় অষ্ট-প্রহর ছায়ার মত কাছে পেয়েছিলেন বৈরাম বেগ (পরে খাঁ)-এর মত একজন বন্ধুকে।
যে জীবন বাজী রেখে তাঁর (সম্রাট বাবর) তিন পুরুষদের পাশে ছিল ছায়ার মত।
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৯
এমএল গনি বলেছেন: চমৎকার দৃষ্টান্ত | ধন্যবাদ |
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত