![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যুগের এ "সভ্য" সমাজেও অনেক পুরুষ নারীকে কেবলই দৈহিক সৌন্দর্যের প্রতীক বা, ভোগের দৃষ্টিতেই দেখেন | এমনই এক ঘটনা ঘটেছে দুবাইয়ে।
বিয়ের পর আরব আমিররাতের এক দম্পতি একসঙ্গে বেড়াতে যাওয়ার পরই ঘটে এ অঘটন | স্বামী এবং স্ত্রী একসঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন। মেকআপহীন স্ত্রী জল থেকে উঠে আসতেই স্বামী দেখেন তাঁকে দেখতে আর আগের মতো সুন্দর লাগছে না। তারপরই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন নববধূ; মানসিক চিকিৎসা চলছে তাঁর | (সূত্র: আজকের দৈনিক ইত্তেফাক)
বন্ধুরা, এ ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে কী? অবশ্যই আছে | আর তা হলো, আপনার কন্যাটিকে সু-পাত্র হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে পড়ালেখা শেষ না করেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবেন না যেন | বিয়ে দেয়ার আগে কমপক্ষে একটা স্নাতক ডিগ্রির সনদ তুলে দিন তার হাতে, যাতে পরবর্তীতে স্বামীর চোখে আগের মতো সুন্দর না লাগলেও মেয়েটা সম্মানজনক একটা কিছু করে খেতে পারে | পিতামাতার পক্ষ হতে সন্তানের জন্য এর চেয়ে বড়ো উপহার আর কী হতে পারে?
ML Gani on FaceBook
২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩২
এমএল গনি বলেছেন: কেন ভাই, নারীদের বসবাসের কি কোনো ভৌগোলিক সীমারেখা আছে?
৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৭
অতঃপর হৃদয় বলেছেন: হুম! আরো কিছু লিখলেই পারতেন। আরো অনেক লিখার ছিল।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০
এমএল গনি বলেছেন: ঠিক বলেছেন; এ বিষয়ে অনেক বড়ো কিছু লেখা যায় | কিন্তু, সময় সময় করতে পারলাম | একসময় লিখবো অবশ্যই | সুযোগমতো আমার অন্য পোস্টগুলো পড়ুন | পরামর্শের জন্য ধন্যবাদ |
৪| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৮
লাডল্লা পোলা বলেছেন: সচেতনমমূলক পোস্ট। আমার মতে কঠিন বিড়ম্বনা ছাড়া একাধিক বিবাহ ব্যান করা উচিত। আর দুবাই বলে কথা , এশিয়ার অনেক উচ্চবিত্ত পরিবারের বউ ঝিরা স্বামীর দুবাই ভ্রমণ , মিটিং , কনফারেন্সের কথা শুনলেই আর্তকে উঠে ।
২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭
এমএল গনি বলেছেন: ধন্যবাদ!
৫| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৮
রক্তিম দিগন্ত বলেছেন:
মানসিক চিকিৎসা করা উচিৎ ঐ স্বামীর। মানসিক অবস্থা খারাপ তো ঐ লোকেরই।
২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮
এমএল গনি বলেছেন: ঠিক বলেছেন |
৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩
সায়েদা সোহেলী বলেছেন: বন্ধুরা, এ ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে কী? অবশ্যই আছে |
শিক্ষাটা বোধকরি দুই পক্ষেরই আছে , নিজেকে সুন্দর করে উপাস্থপন করতে চাওয়ায় দোষ নেই ,তেমনই সুন্দর প্রত্যাশায় ।।অসুবিধাটা মিথ্যায় ,অমর্যাদায় । নিজেকে সুন্দর করতে গিয়ে যদি আমরা নিজেদেরকেই প্লাস্টিকের আবরণে ঢেকে ফেলি যেটা আমি নই ,তাকে আমি সোজা বাংলায় প্রতারণাই বলবো । আবার যে জীবন সঙ্গিনী কে একজন সুন্দর মনের মানুষ হিসেবে না খুঁজে শরীর সর্বস্ব পুতুল হিসেবে খোঁজে তাদের জন্য করুনা হয় । এমন মানসিকতার জন্যই কসমেটিক কন্যাদের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে
২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
এমএল গনি বলেছেন: সহমত |
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
দুবাইও একটা দেশ, সেখানেও মানুষ থাকে, সেই মানুষ নিয়ে অন্যদের মাথা ঘামাতে হবে, আশ্চর্য্য