নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএল গনি

এমএল গনি › বিস্তারিত পোস্টঃ

বয়সে কি যায় আসে? =

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

বিবাহের শুভ কাজটি সম্পন্ন করতে অনেকের কিছুটা দেরি হয়ে যায়, যা হতেই পারে | আমাদের সমাজ ব্যবস্থায় একান্নবতী পরিবারে সমস্যার কি অন্ত আছে? ছোট ভাইবোনদের পড়ালেখা করাতে হবে, উপযুক্ত বোনদের বিয়ে দিতে তবে, বাড়িঘর মেরামত, বা নতুন করে বানাতে হবে, কতো কী? কয়জনেরই বা বাপ্-দাদার জমিদারি বা, ঘুষখোর বাবা থাকে?

তেমনই একজনের কথা বলছি বন্ধুরা | ভদ্রলোক উচ্চশিক্ষিত | তবে, তাঁর শিক্ষা, বা কর্মস্থলের বিশদ বর্ণনা দিলে আপনাদের কেউ কেউ চিনে ফেলবেন বলে সেদিকে আর না যাই | বয়স পয়ঁতাল্লিশ পেরিয়েছে | বিয়ের বয়স হিসেবে একটু ভারী, তবে, খুব দেরি করেছেন তা বলা বোধ হয় অসঙ্গত হবে |

পাত্রীপক্ষ কিভাবে যেন জানতে পেরেছেন আমি তাঁদের (পাত্রপক্ষ) ভালোভাবেই জানি | তাই, ফেইসবুকের ইনবক্সে জানতে চাইলেন পাত্র বিষয়ে | প্রথম দফায় জানতে চাওয়া হলো পাত্র সম্পর্কে আমি কি জানি, মানে, পাত্র কেমন মানুষ, এসব | সন্তোষজনক জবাব পেয়ে এবার পাত্রের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চাইলেন এ বয়সী একজনের সাথে তাঁর আত্মীয়ার বিয়ে দেয়া আমি যৌক্তিক মনে করি কিনা |

উত্তর দিলাম এভাবে: আপনাদের কন্যা যদি তাঁর কাছাকাছি বয়সের, যেমন ধরুন, সর্বোচ্চ দশ-বারো বছরের ব্যবধান বা তেমন কিছু হয়, তাহলে আমি বলবো ঠিক আছে | এছাড়া, কোনো কারণে এটা যদি কন্যার প্রথম বিয়ে না হয়ে থাকে তাহলে হয়তো আরো খানিকটা ছাড় দেয়া যায় | এর ব্যতিক্রম হলে, বয়সের ব্যবধান বিবেচনায় আমি বলবো এ হবে এক অসম বিয়ে | আরো একটা বিষয় যোগ করেছি আমার উত্তরে | তা হলো, মনের জোর থাকলে পঞ্চাশ বছরেও নতুন সংসার শুরু করার দায়িত্ব নেয়া যায় | কেন বললাম একথা? শুনুন এবার |

বাংলাদেশে পঞ্চাশ পেরুলেই মানুষ মানুষকে বলে পঞ্চাশোর্ধ বৃদ্ধ, বা বৃদ্ধা | আর, যাঁরা সরকারি চাকুরী করেন তাঁরা তো রীতিমতো অবসরে যাবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দেন | এ সবই ভুল | দেখছেন না, যে বয়সে আমরা এক পা কবরে চলে গেছে ভাবতে শুরু করে নতুন কোনো দায়িত্ব নিতে ভয় পাই, তারও বিশ বছর পরে, মানে, সত্তুর, একাত্তুর বছর বয়সে হিলারি ক্লিনটন, বা ডোনাল্ড ট্রাম্প কাঁধে নিচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি পরিচালনার গুরুদায়িত্ব | তাই বলি, বয়সে কি যায় আসে? জীবনে কোনো দরকারি কাজ অসম্পন্ন থাকলে বয়সের কথা না ভেবে সেরে ফেলুন শিগগির | জীবন তো একটাই |

ML Gani on FaceBook

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

হাবিব শুভ বলেছেন: সবে মাত্র বিশ বছর হয়েছে। আরও পাঁচ বছর যাক তারপর বিয়ে নিয়ে চিন্তা ।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩১

এমএল গনি বলেছেন: আপনিসহ যেসব ছোটোভাইরা বিবাহ নিয়ে ভাবছেন তাদের জন্য কিছু পরামর্শ:

- পাত্রী নির্বাচনের সময় কার ভাতিজি, কার ভাগিনী, ইত্যাদি বড়ো করে না দেখে মেয়েটা কেমন তা-ই বিবেচনায় আনুন | কারণ, আপনার আপদে-বিপদে স্ত্রীর যোগ্যতা বা গুণাবলীই কাজে লাগবে, বাকিসব অর্থহীন |

- দৈহিক সৌন্দর্যের চেয়েও মেয়ের শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধিমত্তা, এসব গুণাবলীকে অগ্রাধিকার দিন | মনে রাখুন, প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে সুন্দর |

- ভালো, বা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে বা, আরো এস্টাব্লিশড হতে হবে চিন্তা করে বয়স যেন তিরিশ-পয়ঁত্রিশ পার না করেন | কারণ, বয়স ভারী হয়ে গেলে বিয়ের বাজারে অন্যসব যোগ্যতাই ঢাকা পড়ে যায় |

- শেষকথা, আপনি যদি শিক্ষিত পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে কোটি টাকার বিনিময়েও যেন অশিক্ষিত কারো কন্যা বিয়ে না করেন; করলে সারাজীবন পস্তাবেন |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.