নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএল গনি

এমএল গনি › বিস্তারিত পোস্টঃ

যেসব ছোটোভাইরা বিবাহ নিয়ে ভাবছেন তাঁদের জন্য কিছু পরামর্শ

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৩

- পাত্রী নির্বাচনের সময় কার ভাতিজি, কার ভাগিনী, ইত্যাদি বড়ো করে না দেখে মেয়েটা কেমন তা-ই বিবেচনায় আনুন | কারণ, আপনার আপদে-বিপদে স্ত্রীর যোগ্যতা বা গুণাবলীই কাজে লাগবে, বাকিসব কেবলই খোশগল্প |

- দৈহিক সৌন্দর্যের চেয়েও মেয়ের শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধিমত্তা, এসব গুণাবলীকে অগ্রাধিকার দিন | মনে রাখুন, প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে সুন্দর | এছাড়া, সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার চাবিকাঠি থাকে বুদ্ধিমতী, সুশিক্ষিত মায়েদের হাতেই |

- ভালো, বা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে বা, আরো এস্টাব্লিশড হতে হবে চিন্তা করে বয়স যেন তিরিশ-পয়ঁত্রিশ পার না করেন | কারণ, বয়স ভারী হয়ে গেলে বিয়ের বাজারে অন্যসব যোগ্যতাই ঢাকা পড়ে যায় |

- শেষ কথা, আপনি যদি শিক্ষিত পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে কোটি টাকার বিনিময়েও যেন অশিক্ষিত কারো কন্যা বিয়ে না করেন; করলে, নানা কারণে সারাজীবন পস্তাবেন |

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৫

মার্কো পোলো বলেছেন:
ভাল। চিন্তার বিষয়! :)

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

এমএল গনি বলেছেন: ঠিক বলেছেন |

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



পাত্রী তো নির্বচান করেছেন মা, বিয়ের পর, প্রথম দেখলাম।

১০ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫১

এমএল গনি বলেছেন: আপনার মা হয়তোবা এ সব পয়েন্টই বিবেচনায় এনেছেন | ধন্যবাদ |

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০১

অরুনি মায়া অনু বলেছেন: খুব ভাল পরামর্শ দিয়েছেন। আমিও একমত।

১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬

এমএল গনি বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে |

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব পরামর্শ কোন কাজে আসে না পাত্রী খোঁজার সময়...

১৩ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৯

এমএল গনি বলেছেন: মাথা ঠান্ডা রেখে পাত্রী না খুঁজলে সারাজীবন পস্তাতে হয় |

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম, ভালোপরামর্শ

ধন্যবাদ

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

এমএল গনি বলেছেন: ধন্যবাদ আপনাকে |

৬| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: বিয়া সাদী কপালে নাই গো মনু

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

এমএল গনি বলেছেন: কেন ভাই, সমস্যা কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.