নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএল গনি

এমএল গনি › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তিত প্রেক্ষাপটে আমেরিকায় অবস্থানরত দেশি ভাইবোনদের জন্য কিছু পরামর্শ =

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১০

- উঠতি বয়সী ছেলেমেয়েদের উপর নজরদারি বাড়ান, যাতে তারা কোনোপ্রকার ধর্মীয় উগ্রপন্থায় জড়িয়ে না পড়ে | যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নামধারী কেউ সন্ত্রাসী কর্মকান্ডে অংশগ্রহণ করলে তার সুযোগ পুরোমাত্রায় নেবে ট্রাম্পপন্থীরা | ফলে, আমেরিকায় নিরীহ মুসলমানদের জীবনযাপন আরো দুরূহ হয়ে উঠতে পারে |

- ধর্মের নামে যে কোনো ধরণের ঘৃণা-বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকুন | নিজ ধর্মের বিধানাবলী পালনের পাশাপাশি অন্য ধর্ম বা কালচারের অনুসারীদের প্রতিও সহনশীলতা বাড়ানোর চর্চা করুন |

- বাড়ি, বা মসজিদ'এর বাইরে নামাজ আদায় বা, ইসলামিক আলাপ-আলোচনা যথাসম্ভব এড়িয়ে চলুন | অন্যথায়, আপনি বা, আপনার সহযোগীরা সফট টার্গেটে পরিণত হতে পারেন |

- কর্মস্থলে অন্য ধর্মের উপর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় যে কোনো প্রকারের বাকবিতন্ডা এড়িয়ে চলুন | অনেক মুসলমান নিজ জীবনে ইসলামের চর্চা তেমন না করলেও এ ধরনের টক শো বাজিমাত করতে মরিয়া হয়ে উঠেন | তেমন বাকসর্বস্ব বাজে অভ্যাস থাকলে তা পরিহার করার উপযুক্ত সময় এখনই |

- মহিলাদের মাথায় হিজাব পড়ার বিষয়টি তাঁদের ব্যক্তিগত পছন্দের উপর ছেড়ে দিন | ট্রাম্প শাসনামলের বর্তমান পরিস্থিতিতে কেউ নিজেকে রক্ষায় সাময়িকভাবে হিজাব ব্যবহারে অনাগ্রহী হলে বাড়ির পুরুষ সদস্যদের এ বিষয়ে জোরাজুরি করা অনুচিত হবে | যার জীবন তাকে সুরক্ষার পূর্ণ সুযোগ দিন |

- লোক দেখানো টুপি পড়া বা, দাড়ি রাখার অভ্যাস থাকলে তা অব্যাহত রাখবেন কিনা তাও গভীরভাবে ভেবে দেখুন | কারণ, এ বিষয়গুলো আপনাকে হেইট ক্রাইমের সহজ টার্গেটে পরিণত করতে পারে |

- রাস্তাঘাটে চলাফেরার সময় আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন | যেমন, মুসলিম মনে করে আপনাকে আক্রমণ করার জন্য কেউ তেড়ে আসছে অনুমান করলে আগেভাগে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিন, বা, পরিবেশ প্রতিকূল মনে হলে যত দ্রুত সম্ভব উক্ত স্থান ত্যাগ করুন |

- পাবলিক বাস, ট্রানজিট, বা অন্য কোথাও যাত্রা বিরতি বা, অপেক্ষায় থাকাকালীন চোখ বন্ধ করে ঝিমিয়ে নেয়া বা, মাথা নিচু করে পত্রপত্রিকা বা বই পড়ার অভ্যাস সীমিত করে আপনার আশেপাশে ট্রামপন্থী কোনো বর্ণবাদী অবস্থান করছে কিনা সেদিকে তীক্ন দৃষ্টি রাখুন |

- সাথে একটি মোবাইল বা সেলফোন রাখুন, যাতে প্রয়োজনে পুলিশ, বা নিকটজনের সাথে যোগাযোগ করতে পারেন | হেইট ক্রাইম রিপোর্ট করার জন্য পুলিশের কোনো বিশেষ ফোন নম্বর থাকলে তাও সাথে রাখুন |

- নবীজির অসাধারণ চারিত্রিক বৈশিষ্টগুলো, যেমন, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সাম্য, সৌভ্রাত্য, উদারতা, ক্ষমাশীলতা, ইত্যাদি, নিজের জীবনে চর্চা করে ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা তুলে ধরার চেষ্টা চালান | এতে ইসলামকে ঘৃণা না করে বরং ইসলাম ধর্ম গ্রহণে এগিয়ে আসবে মানুষ |

- সবশেষে বলবো, মাতৃভূমির প্রতি সম্পর্ক বাড়ান, মানে, একটি বিকল্প আবাসস্থল, বা আনুষাঙ্গিক বিষয়াদির ব্যবস্থা রাখুন, যাতে প্রয়োজনে কিছুদিনের জন্য দেশে ফিরে যাতে চাইলে বেকায়দায় না পড়েন |

সুস্থ থাকুন, নিরাপদ থাকুন বন্ধুরা |

ML Gani on FaceBook

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬

রিয়াদ হাকিম বলেছেন: প্রথম প্লাস

২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

এমএল গনি বলেছেন: অশেষ ধন্যবাদ |

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪২

ইমরান আশফাক বলেছেন: সুন্দর পরামর্শ।

২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

এমএল গনি বলেছেন: ধন্যবাদ আপনাকে |

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:

মুসলমানেরা যদি বুঝতে পারে যে, আমেরিকানরা সব ধর্মকে সন্মান করে, তারা কোন ধর্মই পুরোপুরি পালন করে না, এবং ইসলাম প্রচারের জন্য আমেরিকা ভুল যায়গা, সমস্যা কমে যাবে।

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪২

এমএল গনি বলেছেন: ইসলাম প্রচার করতে হবে নিজেদের জীবনে ইসলামিক মূল্যবোধ, যেমন, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সাম্য, সৌভ্রাত্ব, পরোপকার, ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে, বোমা মেরে নয় | কিন্তু বাস্তবতা হলো, মুসলমানের দেশে ইসলাম বলে কিছু নেই, চুরিচামারি, দুর্নীতি, ভণ্ডামি, ইত্যাদিতে কানায় কানায় পূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো | তার উপর আবার সুন্নি, শিয়া .. এসব অভ্যন্তরীণ দ্বন্দ্ব-ভেদাভেদ তো আছেই | এ ধারা না বদলিয়ে কেবল আমেরিকা কেন, বিশ্বের কোথাও ইসলামের বিস্তার সম্ভব বলে আমার মনে হয় না |

৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: আমেরিকা একটি ধর্মনিরপেক্ষ দেশ।ধর্ম নিয়ে ওরা খুব একটা ভাবেনা।

আপনি যেগুলো বললেন কিংবা যার পোস্ট থেকে পেস্ট করে পোস্টের কথাগুলো দিলেন সেগুলো করতে গেলে উলটো নতুন প্রজন্মের যারা সেখানে বড় হচ্ছে তারা এসব অস্বাভাবিকতায় বিকার মানসিকতা নিয়ে বড় হওয়ার ঝুঁকি বেড়ে যাবে।তখন যে লাউ সে কদুই মনে হবে সব আর আফসোস হবে নষ্ট হওয়া সময়টার জন্য। দুনিয়ায় যা ঘটুক একটা স্বাভাবিক জীবন সবারই অধিকার।আমেরিকায় কোন যুদ্ধ চলতেসেনা কিংবা কার্ফ্যূ জাড়িও হয় নি।

যেমন আছেন তেমন থাকেন।আমেরিকানদের ভাষায়,বি ইওরসেলফ।

২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩২

এমএল গনি বলেছেন: ভাই, কারো পোস্ট থেকে আমাকে কপি করতে হয় না | আমি একজন পাবলিশড অথর | গত ঢাকা একুশে গ্রন্থ মেলায় আমার গল্পসংগ্রহ "কচি চেহারার বিড়ম্বনা" পুরস্কারপ্রাপ্ত বইগুলোর একটি | Gani লিখে সার্চ দিলেই বইটি rokomari.com -এ পাবেন |
ভালো থাকুন |

৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৯

CamEye বলেছেন: লেখাটা পড়ে মনে হচ্ছে আমেরিকানদের খেয়েদেয়ে কাজ নেই, মুসলিম পেটাতে মুখিয়ে থাকবে! :D

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১

এমএল গনি বলেছেন: পরিচিত কেউ থাকলে খোঁজ নিন | তাঁরা অস্বস্তিতে আছেন |

৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫০

ওসেল মাহমুদ বলেছেন: সাবধানের মার নেই এটা যেমন সত্য , তেমন ই আমেরিকার মত উদার দেশে মানুষের ধর্ম পালনে ও যাপনে তেমন বিপত্তি ঘটবে বলে মনে হয় না ! আল্লাহ পাক সবাই কে হেফাযত করুন ! আমিন !

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

এমএল গনি বলেছেন: ধন্যবাদ আপনাকে |

৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমন সেন্স খাটাতে হবে। ভিন দেশে গিয়ে কেন উগ্রবাদীতে জড়াতে হবে? ইসলাম পালনে সমস্যা হলে দেশ ত্যাগ কর, খামাখা ওখানে কেন ঝামেলা পাকাবে?

০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৯

এমএল গনি বলেছেন: তারপরও পাশ্চাত্য দেশগুলোতে ইসলামের মূলনীতিগুলো অনুসরণের সুযোগ মুসলিম সংখ্যাগরিষ্ঠদেশগুলোর চেয়ে বেশি । কারণ, মুসলিম দেশগুলো দুর্নীতিগ্রস্থ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.