নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএল গনি

এমএল গনি › বিস্তারিত পোস্টঃ

জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো =

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

পিতার দোষে পুত্র বা কন্যার সাজা পেতে হবে কেন আমার বোধে আসে না । তেমনিভাবে, জন্মসূত্রে পিতার গুনেই বা পুত্র-কন্যাগন কিভাবে গুণান্বিত হয়ে যায় তারও কোনো যুক্তি খুঁজে পাই না । আলেমের ঘরে জালেম পয়দা হতে শুনেছি কতোবার তার কি হিসেব আছে? একইভাবে, চরম দুশ্চরিত্র বা, খারাপ মানুষের ঘরেও সুসন্তান জন্ম নিতে কতোই তো শুনেছি, যদিও সমাজে প্রতিষ্ঠা লাভের পর সবাই 'সম্ভ্রান্ত মুসলিম পরিবারের' সন্তান হয়ে যান। সমাজের এসব বাস্তবতা থেকেই হয়তোবা এ কথাগুলো এসেছে: জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো ।

এ বিবেচনায় একজন রাজাকারপুত্রকে কেবল রাজাকারের ঔরসে জন্মের কারণেই রাজাকার গণ্য করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি, একজন প্রধানমন্ত্রীর পুত্র, কন্যাকে দেশের ভবিষ্যৎ কর্ণধার মনে করাও যুক্তিহীন । প্রতিটি মানুষকে বিচার করতে হয় তার নিজ নিজ কর্মদক্ষতা, যোগ্যতা, চিন্তাচেতনা, ইত্যাদি দিয়ে; সে কোথায় বা কার ঘরে জন্ম নিলো তা দিয়ে নয় ।

আবেগের তাড়নায় বা, সাময়িক ধান্ধাবাজির উদ্দেশ্যে আমরা যেন বাস্তবতাকে পাশ কাটিয়ে যুক্তিহীন বদ্ধ উন্মাদের আচরণ না করি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: একজন প্রধানমন্ত্রীর পুত্র, কন্যাকে দেশের ভবিষ্যৎ কর্ণধার মনে করাও যুক্তিহীন ........এই দেশে গণতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান, সুতরাং এখানে এসব যুক্তিহীন কথাগুলোই যুক্তিযুক্ত।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X( পারিবারিক গণতন্ত্র বিদ্যামান! রাষ্টের সকল জনগণ কয়েকটি পরিবারের কাছে জিম্মি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.