নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএল গনি

এমএল গনি › বিস্তারিত পোস্টঃ

এক ব্যতিক্রমী মানুষ!

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

আমরা যারা প্রবাসে আছি, মুখিয়ে থাকি আশপাশের চেনাজানা কেউ দেশে যাচ্ছেন কিনা জানতে | ভালো পরিচিত, বা কাছের কেউ গেলে আবদার করি, আমার জন্য অমুক জিনিসটা আনতে পারবেন? বা, দেড়-দু'কেজি ওজনের একটা প্যাকেট আনতে পারবেন? বা, বাচ্চাদের কিছু জামাকাপড়?.. সম্ভব হলে কেউ না করে না; কারণ, এই দিন দিন নয় আরো দিন আছে .. | তাছাড়া, অন্যকে সাহায্য করে অনেকে বিশেষ আনন্দও পান |

যাক, আমাদের একই শহর (এডমন্টন)'এ বাস করেন আমার খুব পরিচিত এমন একজন ফেইসবুকে আপলোড করেছেন তাঁর পারিবারিক কিছু ছবি, দেশের আত্মীয়স্বজনের মাঝে | বুঝলাম, তিনি দেশে বেড়াতে গেছেন | সংকোচ না করে তাঁকে ফেইসবুকে ম্যাসেজ দিয়ে জানতে চাইলাম আমার গোটা পাঁচেক বই (কানাডায়) নিয়ে আসতে পারবেন কিনা | এও বললাম, কৃতজ্ঞতাস্বরূপ আপনি একটা সৌজন্য কপি পাবেন |

এখানে যে বইয়ের কথা বলছি তা আমার নিজের লেখা, গেলো বছরের ঢাকা গ্রন্থমেলায় প্রকাশ পাওয়া গল্পসংগ্রহ "কচি চেহারার বিড়ম্বনা", প্রায় ২৫০ পৃষ্ঠার একটি বই | প্রতিটি বই প্রায় ৪০০ গ্রাম; সে হিসেবে পাঁচটির ওজন প্রায় দু'কেজি হয়ে যায় | তাই, এর চেয়ে বেশি আবদার করলাম না | আসলে, বই আনা দরকার অন্তত: অর্ধশত |

যাক, কথা সংক্ষেপ করি | উনি কথামতো আমার বইগুলো এনে ফেইসবুকে ম্যাসেজ দিয়ে জানালেন, 'বই আমার বাসায় আছে, সুযোগমতো নিয়ে যেতে পারেন |' তড়িঘড়ি করে তাঁর বাসায় গিয়ে বইগুলো সংগ্রহ করে তাঁর কপি দিতে গেলে তিনি তা সবিনয়ে ফেরত দিয়ে বললেন, একটা এক্সট্রা কপি আমার জন্য দেশ থেকেই কিনে নিয়েছি | কথাটা বলেই বাসার ভেতর থেকে ওই কপিটি এনে আমাকে দেখালেন |

কৃতজ্ঞতা জানাতে ধন্যবাদ দিতেই উনি হেসে বললেন, কি যে বলেন ভাই, বাংলাদেশে বই তো পানির দর, মাঝারি মাপের কোনো রেস্টুরেন্টে এককাপ চা খেতেই আপনার এককপি বইয়ের দাম চলে যায় | তা ছাড়া, বইয়ের নাম বলে rokomari.com এ ফোন করলেই ওরা বাসায় বই দিয়ে যায় | তার মানে, বলতে গেলে আমার তেমন কিছুই করতে হয় নি | তাই, ধন্যবাদ দিয়া লজ্বা দিবেন না .. (বিশ্বাস করবেন কিনা জানি না, উনি পাঁচ কপির দামও কিন্তু নেন নি|)

আমি হা করে তাঁর দিকে তাকিয়ে থেকে ভাবছিলাম, এমন ব্যতিক্রমী মানুষও আমাদের মাঝে আছে বলেই তো দুনিয়াটা এতো সুন্দর !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

ধ্রুবক আলো বলেছেন: এমন ব্যতিক্রমী মানুষও আমাদের মাঝে আছে বলেই তো দুনিয়াটা এতো সুন্দর !
একদম খাটি বলেছেন ভাই! দুনিয়াতে এখনও ব্যতিক্রম ধর্মী ভালো মানুষ আছে, তাই পৃথিবী এখনও সুন্দর!!
ওই ভাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভ কামনা রইলো....
এবং আপনাকেও ধন্যবাদ শেয়ার করার জন্য!!

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

এমএল গনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

আশফাক ওশান বলেছেন: ভালো মানুষ যে এখনো আছে এটা তার প্রমান

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৯

এমএল গনি বলেছেন: ঠিক বলেছেন | ধন্যবাদ |

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার অভিজ্ঞতা লেখক হিসেবে আমাকেও আনন্দিত করেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

এমএল গনি বলেছেন: কেউ ভালো কিছু করলে তা অবশ্যই শেয়ার করা উচিত মনে করি | ধন্যবাদ |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.