![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আজ কোনো লেখা মাথায় আসছেনা।
সাড়ে তিন ঘন্টা হয়ে গেল
এখনো কোনো লেখাই মাথায় এসে ধাক্কা দিয়ে বলেনি,
হ্যালো! কেন লিখছনা আমায়?
আমার আর কি?
আমার কি কোনো দায় পড়ে আছে?
আজ আমি কোনো কিছুই লিখবনা।
আজ আমি কলম থেকে একেবারেই হাত উঠিয়ে রাখব।
দয়া করে তোমরা কেউই আসবেনা আমাকে অনুরোধ করতে।
দয়া করে তোমরা আজ আমার এই অনুরোধ টুকু রাখো।
আমার আজ কোনো লেখাই মাথায় আসছেনা।
সাড়ে তিন ঘন্টা হয়ে গেল,
এখনো কোনো লেখাই মাথায় এসে ধাক্কা দিয়ে বলেনি,
হ্যালো! কেন লিখছনা আমার কথা?
তোমার কথা? মানে কবিতার কথা?
কবিতা লেখার আমি আর কি জানি?
কবিতা তো লেখে কবিরা।
আমি কি কবি?
যদি অন্ততঃ তোমার কথা লেখাতেই হয়...
যাও না তবে কবিদের কাছে।
তারা তোমার কথা খুব সুন্দর করে,
ভালো ভাবে,
কবিতার মতো করে লিখে দেবে।
তারাও শান্তি পাবে... আর পাবে তুমিও শান্তি।
আজ আর আমাকে জ্বালিও না।
অনেক জ্বালা, অনেক কষ্ট আছে আমার মনে,
তোমার কষ্ট আজ আর আমি আমার আপন করে নিতে পারবনা।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩
গর্জন বলেছেন: কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বেশ। দুকান বন্ধ করেন।
দুকান না দোকান নাকি দু'কান?
জানাইবেন প্লিজ।
সেকেন্ড সেটার ডের সঙ্গে সম্পর্ক বুঝলাম না।
কবিতার মাধ্যমে বুঝাইলে আরো ভালোভাবে বুঝতাম।
বুঝাইবেন কি?
অপেক্ষায় রইলাম.....
ভালোবাসা নিয়েন (ক্রিটিসিজম! আপনার কবিতা নিয়া)।
২| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: দোকান
৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: ভালোবাসা নিয়েন (ক্রিটিসিজম! আপনার কবিতা নিয়া)--------------------জাতে মাতাল তালে ঠিক।
দুকান ধরলেন 'আইজ' ফালায়া দিলেন।
নির্ঝর ইয়ার্কিটা ধরলা না ভাই।
সেকেন্ড সেটার ডের সঙ্গে সম্পর্ক বুঝলাম না।
কত ছন্দভুক শনিবার পাশ ফিরে থাকে
'পৃথিবীতে এত ছল যেকোনো ছুতোয় চলে আস'
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বেশ। দুকান বন্ধ করেন। বুঝলাম আইজ সেকেন্ড সেটার ডে।