নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশদ্রোহীর ব্লগ

অজ্ঞেয়বাদী মুস্তা

বিশ্বাসনিরপেক্ষ নই কিন্তু আবেগনিরপেক্ষ

অজ্ঞেয়বাদী মুস্তা › বিস্তারিত পোস্টঃ

চপলতার আর এক নাম আকর্ষণ

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

আমার কিছু বন্ধু বলত, দোস্ত আমার মনে হয় বিয়ে হবে না।কারণ জিজ্ঞাসা করতেই তারা অকপটে বলে ফেলত, আমি যে মেয়েকে দেখি তাকেই আমার ভাল লাগে।এমনটা কেন হয়?
সৃষ্টিকর্তা সবাইকে কিছু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। আর এজন্য একজন আর একজন থেকে যথেষ্ঠ পৃথক। আর এ পার্থক্য যতটা না চেহারায় তার চেয়ে বেশি আচরণে। মানুষ স্বভাবগত কারণেই নতুনের প্রতি এবং নতুনের গুণে আকৃষ্ঠ হয়। বৈজ্ঞানিকভাবে আবার বিপরীত লিঙ্গ পরস্পরকে আকর্ষণ করে। এই স্বাভাবিক আকর্ষণের সাথে যদি আরও নতুনত্বের মাত্রা যুক্ত হয় তবে তো আর কথাই নেই। আর মেয়েদের মধ্যে এই পার্থক্যটা প্রকাশ পায় তাদের চপলতার মাধ্যমে। কোন মেয়ের হাসি সুন্দর, নয়তো কারও শরীর সুন্দর, নয়তো কারও চেহারা সুন্দর, নয়তো কারও কথা সুন্দর, নয়তো কারও অভিমান সুন্দর, নয়তো কারও কান্না সুন্দর,নয়তো কারও ঠোট সুন্দর। সব মেয়ের মাঝেই এই সৌন্দর্যের মাত্রা থাকবেই। কারও মাঝে প্রায় সবগুলো থাকে আবার কারও মাঝে কিছু কিছুর অনুপস্থিতি থাকে। তবুও কিছু পরিমাণে সৌন্দর্যের স্বতন্ত্র মাত্রা থাকবেই। আর এটাই মানুষের চোখে সব মেয়েকে ভাল লাগার কারণ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.