![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগের কথা কলেজের পাঠাগারে বইয়ের ভিরে "টেকচাঁদ ঠাকুর" নামটা দেখেই বইটা হাতে নিলাম"আলালের ঘরে দুলাল" এভাবেই নামটার সাথে পরিচয় এবং পরে জানতে পারলাম টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের প্যারীচাঁদ মিত্রই বাংলা গদ্যে প্রথমবারের মত চলিত রীতির প্রয়োগ করেন ৷ ১৮৮৩ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন ৷ রেখে গেছেন অভেদী,আধ্যাত্মিকা,মদ খাওয়া বড় দায়,জাত থাকার কি উপায় ইত্যাদি ৷ বাংলা সাহিত্যের এই প্রথম ঔপন্যাসিকের জন্ম ২২ শে জুলাই,১৮১৪ সালে ৷ তাঁর পিতার নাম "রামনারায়ণ" ৷ ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান এই লেখক খুব ভালো ফারসি ও ইংরেজি জানতেন ৷ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন ৷ আরো জানতে পারি বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি,
আর একটা কথা না বললেই নয়, তার The Zemindar and Ryots. এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিলো। কারণ এটি রচিত হয়েছিলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: The Zemindar and Ryots এটি রচিত হয়েছিলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে। এটা প্রথমে চোখে পরেনি!
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০
গাজী সুবন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাইবার অভিযত্রী
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: এটি রচিত হয়েছিলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে। এটা জানা ছিল না ! শুধু নামটাই শুনেছি, তাও সাধারণ জ্ঞানে বই -এ, চোখেও দেখিনি ।
যাই হোক ভাল তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ, ভাল পোষ্ট +++