![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।
হৃদয়ের করতলে আবেশিত সূক্ষ্ম প্রেমানুভূতিগুলো আজ অবচেতন-
মনের দুয়ারে তাই নেই কোন সারা,
অবুঝ ভাবনায় একা বসে ভাবি সে ফেলে আসা দিনগুলো-
যা ভরিয়ে দিত মোর চিত্ত রসের ধারা।।।
©somewhere in net ltd.