![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে পৃথিবীটা-ই স্বার্থপর সেখানে আমি...!!!
(এটি আমার ৫০তম পোষ্ট যা উৎসর্গ করলাম সকল ব্লগারদের প্রতি)
সামু আমার জন্য একটা স্বপ্নের জায়গা। এখানে স্বপ্ন দেখি নিজের মত করে, আর চেষ্টা করি স্বপ্নের মাঝে বাঁচতে। আর আমাকে স্বপ্ন দেখায় সামু আর সামুর প্রতিটি ব্লগার। তাই সামুকে ধন্যবাদ এবং সামুর প্রতিটি ব্লগারের প্রতি রইলো আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
ব্লগ সম্পর্কে আমার কোন ধারণা ছিলো না। ব্লগে আসার আগে পর্যন্ত আমার সব সময়ই মনে হতো প্রতিটি মানুষেরই লেখা উচিৎ। অন্যের জন্য না হোক অন্তত নিজের জন্য লেখা উচিৎ, নিজেকে জানতে লেখা উচিৎ। আর সেটা যে কোন ধরণের-ই হোক না কেন, তবে তা যেন কারো ধর্মীয় মূল্যবোধে ও বিশ্বাসে আঘাত না হানে। যখন আমার মাথায় এই বিষয়গুলো খুব বেশি ঘুরপাক খেতে লাগলো ঠিক তখন-ই সন্ধান মেলে সামুর, যেন আমার স্বপ্ন বাস্তবে রূপলাভ করলো। তার পর আর কি লিখে চলছি একের পর এক পোষ্ট, কারো ভালো লাগুক আর না লাগুক আমি লিখছি অন্তর আত্মার সন্ধানে। আর দেখতে দেখতে ৪৯টা পোষ্ট করে ফেলেছি অসংখ্য ভালো লাগা না লাগার মধ্য দিয়ে, অনেক ভালো-মন্দ কমেন্টেস্ এর মধ্যদিয়ে। আপনাদের সাথে আমি ব্যক্তি গত ভাবে পরিচিত নই তবুও অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে, যে ঋণ আমি কোন দিনই শোধ করবো না। আর কেন করবো না কারণটা আপনারা সবাই জানেন, কারণ আমি স্বার্থপর।
সামুকে আমি সবসময় দেখি একটা ভালোবাসার বন্ধন হিসেবে, একটি শক্তি হিসেবে, একটা প্রতিবাদের জায়গা হিসেবে। যেখানে আমরা সকল ব্লগাররা সব সময় যে কোন অন্যায়ের বিরুদ্ধে লিখে যাব আর সেই লেখাই যে সবাইকে অনুপ্রেরণা যোগাবে সবাইকে। আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আর উৎসর্গ করলাম আপনাদের সবার জন্য।
২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৩
আমি স্বার্থপর বলেছেন: ধন্যবাদ.................
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা।
২| ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪০
~স্বপ্নজয়~ বলেছেন: আভিনন্দন ভাই
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০০
আমি স্বার্থপর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ...
৩| ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪১
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০১
আমি স্বার্থপর বলেছেন: আপনি আয়োজন করেন আমি আছি... হা হা হা...........
৪| ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৩
রনি রাজশাহী বলেছেন:
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০২
আমি স্বার্থপর বলেছেন: ধন্যবাদ রনি ভাই... তবে কেকটা পার্সেল করে পাঠিয়ে দিলে ভালো হতো... হা হা হা..........হাহাহা
৫| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১৫
ম্যাক্স পেইন বলেছেন: হোয়াট আ ওয়ান্ডারফুল ৫০!!! ইট ওয়াজ
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১৮
আমি স্বার্থপর বলেছেন: থ্যাংকু..........
৬| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৮
জনৈক আরাফাত বলেছেন: পঞ্ছাশের অভিনন্দন।
এই সপ্তাহে আমি নিজেই ৫০ তম পোস্ট দিয়েছি। কিন্তু, প্রথম পাতায় এই পোস্টটা দেইনি।
ধন্যবাদ ও শুভকামনা।
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৩
আমি স্বার্থপর বলেছেন: আপনাকেও অভিনন্দন আপনার ৫০ তম পোস্টের জন্য।
৭| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০
প্রচেত্য বলেছেন: সামুকে আমি সবসময় দেখি একটা ভালোবাসার বন্ধন হিসেবে, একটি শক্তি হিসেবে, একাট প্রতিবাদের জায়গা হিসেবে। - কথাগুলো বাধিয়ে রাখার মত
শুভকামনা রইল
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬
আমি স্বার্থপর বলেছেন: কথাগুলো তখনই স্বার্থক হবে যখন আমরা সবাই এক হয়ে কাজ করবো.............
আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন সবসময়।
৮| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৯
জীবলু বলেছেন: হাফ সেন্চুরীর শুভেচ্ছা ।
শুভ কামনা রইল ।
২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩
আমি স্বার্থপর বলেছেন: ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩১
শাওন৩৫০৪ বলেছেন: হাফ সেন্চুরী শুভেচ্ছা....