![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁজা পরিবারের নিজস্ব কিছু টার্ম রয়েছে। যেমন, গাঁজা কাটার ছুরি নাম 'রতন কাটারি'। যে পিঁড়িতে গাঁজা কাটা হয় তা 'প্রেমতক্তি' আর ধোঁয়া ছাঁকবার ভিজে ন্যাকড়ার নাম 'জামিয়ার'। আর গাঁজাতন্ত্রের শেষ আচার হলো একটানে কলকে ফাটানো। ছিলিম আর কলকে হলো একই জিনিস।ছিলিমের মূল আরবি 'ছিলম' আর কল্কের মূল সংস্কৃত 'কলিকা'। আর ফারসি ´নাইচা´থেকে বাংলায় এসেছে ´নলচে।
অন্যদিকে গাঁজা এসেছে সংস্কৃত ´গঞ্জিকা ´ থেকে। সংস্কৃত 'গাঁজ' (ফেনা) থেকেও বাংলায় গাঁজা শব্দটি এসেছে। এ গাঁজার অর্থ ফেনিল হয়ে ওঠা, টক হয়ে যাওয়া।
গাঁজা গাছ দুরকমের হয়। স্ত্রী - পুরুষ ভেদ আছে। স্ত্রী গাছে নেশা বেশি। সেটাই তো স্বাভাবিক, তাই না ? গাঁজা-র ব্যবহার শুরু নাকি শক-জাতির আমল থেকে। আদর করে ´কুনবু´বলে ডাকতো ওরা। ওরা কি জানতো যে গাঁজা-র সাইন্টিফিক নাম Canabis sativa ? Canabis এর আদুরে নাম কুনবু ! হোস্টেল-এ অনেক কে বলতে শুনেছি ´পাতা´।
একটি কাহিনী প্রচলিত আছে। একদিন লোকমান হেকিম রাস্তা যাচ্ছেন। যেতে যেতে গিয়ে পড়লেন এক জঙ্গলের সামনে। লোকমান হেকিম জঙ্গলের পাশ দিয়া হাটেন আর নতুন নতুন গাছ দেখেন । গাছের সামনে হেকিম দাড়ালেই গাছ তাকে সম্মান জানায়। যেই গাছ সামনে পড়ে হেকিম তারে জিগায়, তোর নাম কি, আর কি কামে লাগছ? গাছ উত্তর তারে সম্মান জানাইয়া উত্তর দিলো আমার নাম আমলকি। আমি ভিটামিন সি এর ভান্ডার বিভিন্ন কাজে লাগি, এই সব। এরপর আস্তে আস্তে আম, কলা, জাম, বাসক, লজ্জাবতী, কাটানটি, চুতরা, করমচা, হিজল, বট সব গাছের প্রশ্ন করতে করতে যাইতে লাগলো। হঠাৎ হেকিম দেখেন একটা নতুন গাছ। এর আগে লোকমান হেকিম দেখে নাই। যথারীতি সে সেই গাছের সামনে দাড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, করো ওরে গাছ তোর নাম কি আর কি কামে লাগছ?
গাছ নিশ্চুপ।
লোকমান আবার জিগায়।
গাছ আবারও নিশ্চুপ।
এইবার লোকমান রেগে গিয়ে জিগায় -
ওরে বেয়াদপ গাছ তোর নাম কি আর কি কামে লাগস?
গাছ ও সামান তেজে উত্তর দেয়
"তোর মতো হাজার হাজার লোকমান হেকিম পয়দা করাই আমরা কাম"
চুপিচুপি আরেকটা জিনিস জানিয়ে যাই, গাঁজা গাছ হলো একমাত্তর গাছ যা স্বর্গেও পাওয়া যায়। গল্পটা ঠিক এইরকম ….
শিবঠাকুরের মনে সুখ নেই। কোনো নেশাই তাকে খুশি করতে পারছে না। এলেন তখন লোকমান হেকিম। বোধহয় ওই আলাপচারিতার পরের ঘটনা ! শিবঠাকুর কে বললেন গাঁজার নেশা করতে। শিববাবাজি গাঁজা খেয়ে এতো খুশি হলেন যে স্বর্গে নিয়ে গেলেন সাথে করে গাঁজাগাছ।
(কালেক্টেড)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
ঘুম হ্যাপি বলেছেন:
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
ফিলিংস বলেছেন: তোর মতো হাজার হাজার লোকমান হেকিম পয়দা করাই আমরা কাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
ঘুম হ্যাপি বলেছেন:
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
বেলা শেষে বলেছেন: "My Samu-Mamu"
"My Samu-Mamu""My Samu-Mamu""My Samu-Mamu"
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
ঘুম হ্যাপি বলেছেন: ধন্যবাদ...
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
নীল ভোমরা বলেছেন:
স্থানভেদে গাঁজা সেবনের অনুসঙ্গগুলিরও নামের রতমফের রয়েছে, যেমন...... কাটার যন্ত্র - কাটারী, কলকীর ভিতর দেয়া ছোট্ট পাথরের টুকরাকে টিকলী, কলকির নীচের ভেজা কাপড়কে সাফি....ইত্যাদি! (কালেক্টেড)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
ঘুম হ্যাপি বলেছেন: আপনাকে ধন্যবাদ..
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
এন ইউ এমিল বলেছেন: খাইছেরে ভাই কত কিছু জানে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
ঘুম হ্যাপি বলেছেন:
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
হেডস্যার বলেছেন:
লাগা টান...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
ঘুম হ্যাপি বলেছেন:
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
ইমরান-উল-ইসলাম বলেছেন: "তোর মতো হাজার হাজার লোকমান হেকিম পয়দা করাই আমরা কাম"__
গাঁজা সম্পর্কে বহু কিছু জানা গেল । ধন্যবাদ ।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
পৃথিবীর আলো বলেছেন: গঞ্জিকা নিয়া বিয়াফক গুবেষনা। নুবেল দেয়া হোক।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: অনেককে এটাকে ধুন নামেও ডাকতে শুনেছি।
১০| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: এই দুইটা পোস্ট পইড়া মজা পাইছি। পিনিক উঠতাছে।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২১
ভ্রমরের ডানা বলেছেন: খুব মজার পোষ্ট। হা হা হা। গল্পটার উপস্থাপনা দারুন লেগেছে।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
ঘুম হ্যাপি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
গ্রীনলাভার বলেছেন: