নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

ভঙ্গুর

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮


আচ্ছা বৃহস্পতি থেকে শনিবার হবার আগ পর্যন্ত সময় অসীম হয় না কেন? এমনটা ভাবতে ভাবতে ফিরছিলাম। হঠাত পেছন থেকে কে যেন ডেকে উঠলো,

খোকা একটু শুনবে?

ফিরে তাকিয়ে দেখি। এক বৃদ্ধা। বয়সের ভারে এবং আশু শীতের প্রকোপের কাছে একেবারে পরাজিত।
খোকা বলে এখনকার সময় হয়ত কেউ ই আর ডাকে না। বৃদ্ধার পরনে সাদা শাড়ি, চুল খুব পরিপাটী করে বাধা।
মনেই হয় না উনাকে করুনা নিয়ে জীবন ধারন করতে হয়।
আমি বললাম জি বলুন।

আমাকে এক কাপ চা খাওয়াবে খোকা?
আমি বেশ অবাক, চা খেতে চায়! অথচ ভেবেছিলাম টাকা পয়সা চাবে হয়ত। ( করুনা করতেও মানুসের খুব ভাল লাগে, একি সাথে পেতেও)
আশ্চর্য আমি, দু কাপ চা আনালাম। রাস্তার পাশেই বসে পড়লাম।
চা পেয়ে বৃদ্ধা খুব খুশি।

আমি: কেমন আছেন?
বৃদ্ধা : নিশ্চুপ
আমি: চা খুব পছন্দ আপনার তাই না?
বৃদ্ধা : আমার একটা চীনেমাটির পেয়ালা ছিল। ভেঙে গেছে, শত বছর ধরে, চেষ্টা করেছি জোড়া দেবার, কিছু জিনিষ একবার যা ভেঙে যায়, তা আর জোড়া লাগে না।
আমি: বুজলাম না। আপনি এখানে কত দিন ধরে আছেন?
বৃদ্ধা : অনন্তকাল ধরে।
আমি: অনন্তকাল কতক্ষন।
বৃদ্ধা : কখনো কখনো ক্ষণিক কাল।

মামা আরেক কাপ দিমু চা?
আরেক কাপ মানে?
দুইকাপ তো নিজেই খাইলেন, আরেক কাপ দিমু??
রাস্তায় দুটি কাপ, একটি চীনেমাটির।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুঝতে পারলাম না কেন ?

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪২

ঘুটুরি বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। আচ্ছা আমি চেষ্টা করছি বুঝিয়ে বলার,
এখানে বৃদ্ধা নামের চরিত্রটিকে আমি প্রতীকী চরিত্র হিসেবে ব্যবহার করেছি। চরিত্রটিকে দিয়ে আমি মানুষের সম্পর্ক এবং সম্পর্কের বন্ধনের দৃঢ়তা কে উপস্থাপন করতে চেয়েছি। যেমন এই গল্পে সম্পর্কের অনেক গুলো ধাপের মধ্য বন্ধন কে প্রকাশ করতে চেয়েছি। বিশ্বাস একটি গুরুত্তপূর্ন ধাপ যে কোন সম্পর্কে। সেই বিশ্বাসে কখনো ফাটল ধরলে সময়ের সাথে সাথে হয়ত ফাটলের আঘাত মিইয়ে যায় কিন্তু দাগ থেকেই যায়। চায়ের কাপ ফেটে গিয়ে জোড়া লাগালে সেই কাপে হয়ত আবারো চা খাওয়া যায় কিন্তু ফাটলের দাগ সেই কাপ থেকে কখনো মুছে যায় না।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে আরো গভীর ভাব কিন্ত করা দরকার ছিল।
লিখতে থাকুন। আপনার লেখা ভালো।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ছবি নিচে নয়। উপরে দিবেন।

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার উপদেশ এর জন্য। এরপর থেকে মেনে চলব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.