নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

কিছু জ্যোৎস্না এবং রাত্রির গল্প

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭



বাইরে শীতটা খুব জাকিয়ে বসেছে। ধীরে কিন্তূ একটানা বাতাসে একেবারে কাপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে। বেশ কুয়াশায়, মাথার চুল, চোখের পাপড়ি, ভিজে ভিজে আসছে। হঠাৎ ই জোনাকি দেখতে মন চাইল। থোকায় থোকায় জোনাকি, কুয়াশা ভেদ করে জলছে, নিভছে। একটু কাছে আসছে,সোজা উপরে উঠে যাচ্ছে অথবা দূরে সরে যাচ্ছে।

হাটতে হাটতে অনেকদূর এসে পড়েছে হোসেন। সামনে অন্ধকারটা ঝোপ ঝোপ, চাদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে অযত্নে কোন বাড়ির পাশে পরিচয়বিহীন ভাবে এক জংলা বেড়ে উঠেছে।
জোনাক জলছে ওখানে। অনেকটা তৃষিত এর মত দাঁড়িয়ে জোনাক জলা মন ভরে দেখে নিচ্ছে হোসেন। একটু এগিয়ে হাত বাড়িয়ে ধরতে গেল। তক্ষনি জোনাকিগুলি এলোমেলো হয়ে গেল, নেই কিচ্ছু নেই।

আবার হাটা শুরু, টুক্টুক করে এগিয়ে যাচ্ছে হোসেন। রাত এখন গভীর, রাস্তায় কিচ্ছু নেই তারপর ও দুই একটা রিক্সা দেখা যাচ্ছে, অনেক অনেক আগে রিকশার নিচে হারিকেন লাগানোর নিয়ম ছিল, আলোর জন্য। মহল্লা গুলির ভিতর সন্ধ্যার পর রিকশা গুলি হারিকেনের টুক টুক আলো কে সাথী করে, টুংটুং বেল বাজিয়ে যেত।
খুব হারিকেন জালানো সেই রিকশায় চড়ার ইচ্ছে হচ্ছে হোসেনের। শীত উপেক্ষা করেই পাড়া থেকে পাড়া, মহল্লা থেকে মহল্লা হেটে বেড়াচ্ছে। যুগ বদলেছে, সময় পালটেছে সব কিছু নেই আর আগের মত।

অন্ধকার রোডের শেষ মাথায় দাঁড়িয়ে,
বৃদ্ধা কে জিজ্ঞেস করল হোসেন, সব কি বদলে যাওয়া খুব জরুরী?
উত্তর এলো, দিন শেষে মানুষ খুব একা।ভীষন। রাতের কাছে তোমাদের ওই মুখোশ বড্ড ঠুনকো।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪১

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো ।
আগামী প্রতিটি দিন আপনার ভালো কাটুক এই কামনা রইলো ভাইয়া ।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

২| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাবলীল লেখনী। চমৎকার লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭

ঘুটুরি বলেছেন: কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বৃদ্ধা কি বুঝাতে চেয়েছেন?

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
বৃদ্ধা যা সত্য তাকে গ্রহন করার কথা বুঝিয়েছেন, অভিনয় করে, মিথ্যেকে সত্য করে নিজের সাথে প্রতারনা করা যে যায়না তাই ই বোঝাতে চেয়েছেন ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মিরোরডডল বলেছেন: মানুষের মনে একটা ডেভিল আর একটা এঞ্জেল থাকে । হোসেনের বৃদ্ধা সেই অবচেতন মনের এঞ্জেল ।
ঠিক বলেছি ?

“দিন শেষে মানুষ খুব একা ভীষণ” সো ট্রু

জোস্না রাত আমার খুবই প্রিয় । লাস্ট শনিবার পূর্ণিমা ছিল । শহর থেকে অনেক দূরে গিয়েছিলাম ।
গভীর রাত । চারদিকে পাহাড় মাঝখানে একটা নদী । মাথার ওপর বিশাল আকাশ ।
মেঘের আসা যাওয়া মাঝে চাঁদের আলো । নদীর পানিতে তাঁর রিফ্লেকশান । কি ভীষণ রহস্যময় !!!

আপনার লেখার রহস্যটাও ভালো লাগে ।

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১২

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। হ্যা আপনি অনেক খানি সঠিক। বৃদ্ধাকে আসলে মানুষের অব্যক্ত আবেগ, অনুভূতি, কথা হিসেবে প্রতীকী ভাবে আনতে চেয়েছি।
আর জোস্না রাত সম্পর্কে আর কি বলব, সে এক ভীষন মায়া লাগা ব্যাপার স্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.