নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছটার সাথে বন্ধুত্ব অনেক দিনের। কি ভীষন বর্ষনের সন্ধা, কি তপ্ত রোদেলা দুপুরবেলা, অথবা ফাল্গুনের পড়ন্ত বিকেলবেলায় জীবনটা যখন ভীষন ক্লান্ত, অথবা কোথাও কথা বলার কেউ থাকত না, গাছটার আঙিনায় বসে শুরু হোতো কথা বলা। সে যেন এক সময়জ্ঞান তুচ্ছ করে শুরু হোতো কথা বলা।
অভিযোগ, অনুনয়, আকাংখা একের পর বলেই যেত হোসেন। তীব্র ক্ষোভে, অথবা প্রচণ্ড আক্ষেপে কখনো আচড়ে দিয়েছে গাছটার শরীর, নখ দিয়ে খুটখুট করে কখনো বাকল তুলে ফেলেছে, উত্তরে কিচ্ছু বলেনি গাছটা শুধু আঘাতের জায়গা থেকে কশ বেরিয়ে এসেছে, হাল্কা লাল রংয়ের।খুব মন খারাপের দিনে জড়িয়ে ধরে থেকেছে, তার উত্তরেও কিছু বলতে পারেনি গাছটা।
পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা চিঠি গুলি যখন নিরব থেকে একমনে দেয়াশলাই এর কাঠি জালিয়ে পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট গুলি ছিড়ে ছিড়ে ওই আগুনে ফেলেছে, আগুনের আচে পুড়েছে শরীরের খানিক জায়গা শুধু অনুভব করে গিয়েছে আধপাগল এই মানুষটার অনুভূতি গুলি। গাছ টা ভাবে মানুষের আসলে দিন শেষে কথা বলার কাউকে প্রয়োজন হয়। এই মানুষ টার নেই, কেউ ই নেই। এই যে এত এত মানুষ তাও কি কেউ ই নেই? প্রশ্ন আসলে ও কিছুই বলতে পারে না।
এই তো কিছুদিন আগে, ভাজ না খোলা এক শাড়ি নিয়ে পুড়িয়ে দিল, হয়ত অনেকদিন ধরে আলমারিতে পড়ে ছিল, রং নষ্ট হয়ে গিয়েছে, মানুষ টা ঐদিন কোন কথাই বলে নি, শীতল চোখে ওই পুড়ে যাওয়া দেখছিল। এক মানুষ হারিয়ে ফেলার অনুভূতি কেমন খুব জানতে ইচ্ছে করছিল গাছটার। খুব ইচ্ছে করছিল কিছু বলতে, কিন্তু গাছ তো। মরে যাওয়া গাছ। একটা পাতাও নেই যে পাতায় পাতায় ভাষা বানিয়ে হোসেন কে কিছু বলবে।খুব কথা বলতে ইচ্ছে হয়। মানুষটাকে খুব বলতে ইচ্ছে হয়। মানুষ টা ভয় পাবে না তো?
মরে যাওয়া গাছটায় হঠাৎ ই একটু একটু করে প্রান ফিরে আসে, একটু সবুজ দেখা যায়, দুটি তিনটি পাতা আসতে থাকে। গাছটা অপেক্ষায় থাকে তীব্র যৌবনের।
তার ও অনেক কিছু বলার আছে। এক জীবনে অনেক কিছু বলতে ইচ্ছে করে।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য এবং এত সুন্দর করে বলার জন্য।
২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮
মা.হাসান বলেছেন: যৌবন ফিরে আসুক। বলতে শুরু করুক।
আপনি প্রথম পাতায় অ্যাকসেস পাওয়ায় খুশি হয়েছি।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ। আশা রাখছি সামুতে এই পথ দীর্ঘ হবে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: আবেগের কথা গুলো লিখেছেন।
অনুরোধ- লেখা পোষ্ট করার আগে একবার পড়ে নিবেন। তাহলে বানান ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
ঘুটুরি বলেছেন: আপনার সদুপদেশ এর জন্য অনেক ধন্যবাদ। পরের লেখা পোষ্ট করবার আগে আরো ভালোভাবে পর্যবেক্ষন করে নেব।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫
শের শায়রী বলেছেন: ভালো লাগা জানবেন।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আমার
৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার লেখাটি পড়ার জন্য
৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
ফয়সাল রকি বলেছেন: শুধু গাছের নয়, সবার মাঝেই এভাবে প্রাণ ফিরে আসুক। তেব প্রাণ ফিরে পাওয়া মানে যে, শুধুই বেঁচে থাকা তা যেন না হয়।
লেখায় +++
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং আপনার বক্তব্যর সাথে আমি একমত
৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: ঘুটুরি,
গাছ কথা বলতে পারেনা সত্য কিন্তু গাছেদেরও তো প্রান আছে। প্রানের অনেক কথাই সে যে বলে যায় পত্রপত্রালীর সবুজ মেখে, ফুলের গন্ধে ভরিয়ে , ফলের রসে মজিয়ে মজিয়ে!
ছোট্ট কিন্তু না বলা অনেক কথাই বলে গেছে গল্পটি।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
ঘুটুরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ
৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: ঘুটুরি মানে কি?
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
ঘুটুরি বলেছেন: আমার খুব প্রিয় একজন আমাকে এই নামেই ডাকে , আমি জানিনা ঘুটুরির আসল মানে কি, তবে আমার নিজস্ব একটি ব্যাখ্যা আছে। আমি টুকটুক, ঘুট ঘুট করে এদিক ওদিক ঘুরে বেড়াই, সারাক্ষন ঘুরঘুর করি বলে ঘুটুরি। সামুতে নাম লেখাবার আগে আমি সামুতে শুধু ঘুরে বেড়াতাম, পড়তাম, সব কিছু মিলিয়েই নাম হোলো ঘুটুরি
৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
মিরোরডডল বলেছেন: সো গুড টু সী ইউর রাইটিং ইন ফ্রন্ট পেইজ ।
আপনার গাছটির মতন আমারও একটি আছে ।
এতো ভালো লেখার জন্য একটা গিফট ।
একলা হতে চাইছে আকাশ
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমার। গিফট পেতে দারুন লাগে আমার। খুব খুশি আমি আপনার গিফট পেয়ে।
১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: ঘুটুরি বাংলা অভিধানে অর্থ পাবো?
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০
ঘুটুরি বলেছেন: আমার অজ্ঞতাকে মাফ করবেন, আমার জানা নেই।
১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের উভয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি
ঘুটুরি একটি নিম্ম শ্রেণিদের বসবাসের ঘর বিশেষ।
উদাহরণঃ বাসাবো বস্তিতে ছোট একটি ঘুটুরি ঘরে নাসরিন এর জন্ম।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে আসল অর্থ জানানোর জন্য। আমার জানা ছিল না। যদি এভাবে দেখি যে জ্ঞানের বিশাল ভূমিতে আমি অত্যন্ত গরীব, সেই ভূমিতে ছোট্ট একটি ঘর বানিয়েছি তাহলে ভালোই লাগে। যদিও নামকরনটার পেছনে ছোট্ট একটি ব্যক্তিগত গল্প আছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাহ্। কি চমৎকার। মরা গাছের মত বাঁচতে শিখুক , আধ মরা মানুষ। মৃতপ্রায় স্বপ্ন।
পোস্টে ভালো লাগা। ++