নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০



প্রায় দুপুর ১২.৩০ এর মত বাজে। হোসেন যাবে ফার্মগেট এলাকায়। প্রিন্টিং এর কিছু কাজ কর্ম আছে। লাইব্রেরীর মাঝে মাঝে টুকটাক কাজে এদিক ওদিক যেতেই হয়৷ ২টার মধ্য আবার ফিরে আসতে হবে। হাতে আরো সময় থাকলে হেটেই রওনা দিত। এই রোদ বৃষ্টি কোনো বিষয় ই না হোসেনের কাছে। তবে আজকে সময়ের সীমাবদ্ধতা আছে। দ্রুত দ্রুত যেতেও হবে আবার আসতেও হবে দ্রুত৷ রিকশার ভাড়া বেশি, লোকাল বাসের ভরসা নেই৷ বাকি আছে টেম্পু৷ লক্কর ঝক্কর অথবা চকচকে ভাগ্যে যেটা পড়ে আর কি। সাই সাই করে ছুটে যায়৷ দ্রুত পা চালিয়ে এগুতে থাকল হোসেন। যেভাবেই হোক টেম্পু মিস করা যাবে না৷

একটা খালি টেম্পু আসতে না আসতেই ভরপুর হয়ে যায় যাত্রিতে। প্রথমে বুঝতে পারে একটা চকচকে টেম্পু হাতছাড়া হয়ে গেল। মিনিট পাচেক পড়েই আরেকটা টেম্পু। এটা প্রায় লক্কড় ঝক্কর এর মত। কোন দিক না তাকিয়েই হাতল ধরে উঠে পড়ল৷ ভেতরে ভ্যাপসা গরম৷ গাদগাদি করে বসতে হয়। দুইপাশে বেঞ্চের মত পাচ জন করে বসার জায়গা। কিন্তু হেল্পার ছয়জন করে বসাবে৷ গায়ের সাথে গা লাগিয়ে কোনোরকমে বসতে হবে আর কি। হোসেন বসেছে ৩নম্বরে। একজন বৃদ্ধ লোক উঠবে, টেম্পুতে আর একটা মাত্র সিট ই খালি আছে৷ এমন সময় একজন প্রায় দৌড়ে এসে ঝাপ দিয়ে, বৃদ্ধটিকে প্রায় ধাক্কা দিয়ে টেম্পুর ভেতরে ঢুকে, খালি ওই একমাত্র সিটে বসে পড়ল। বৃদ্ধ কিছু বুঝে উঠবার আগেই দেখল আর সিট নেই৷ গরমে, টেম্পুতে না উঠতে পারার হতাশায় বৃদ্ধর চোখ কেবল এক দৃস্টিতে তাকিয়েই আছে। হয়ত তাড়া ছিল উনার। হোসেনের একবার মনে হোলো নিজে নেমে গিয়ে ঐ বৃদ্ধটিকে নিজের জায়গাটা ছেড়ে দেয়৷
ঝাপ দিয়ে ওঠা লোকটা বসেই হেল্পার কে ধমকান শুরু,
-অই, সিট তো সব ভইরা গেসে, দেখোস না নাকি? আর লোক কি মাথায় বসাবি? টেম্পু ছাড়

হেল্পার টেম্পুর ছাদে হাত দিয়ে বাড়ি দেবার সিগনাল দেয় এবং সিগনালে সাড়া দিয়ে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। লোকটা বসেছে হোসেনের একদম মুখোমুখি। মুখের দিকে তাকালেই প্রথমেই যে বিষয়টা চোখে পড়বে তা হোলো তীক্ষ্ণ দুটি চোখ। চোখ দেখলেই মনে হয় যেন জলজল করছে। মাথায় চুল প্রায় শেষের দিকে। দুই কানের উপর দিয়ে চোখের যেমন ভুরু তেমনি কানের যদি ভুরু থাকত তেমন করে চুলের একটা লেয়ার চলে গেছে। গোলগাল মুখ।

টেম্পু চলে যাচ্ছে বৃদ্ধ কে ফেলে, আর লোকটা বৃদ্ধর দিকে তাকিয়ে তাচ্ছিল্যর একটা হাসি দিচ্ছে। বৃদ্ধ কে ধাক্কা দিয়ে সিট দখল করতে পারাতে তার ভীষণ খুশি লাগছে। হেসেই যাচ্ছে।
হোসেন আর পারল না, বলেই ফেলল
- আপনার কাজ টি ঠিক হয়নি
- কোন কাজ?
- ওই বৃদ্ধ লোকটি কে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে উঠে পড়লেন যে
- তাতে আপনার কি? আপনার সাথে ধাক্কা লাগসে?
- না
- তাইলে, আপনার এত লাগে কেন? বুইড়ায় কি আপনারে আইসা বিচার দিসে? আপনে কি আদালত বইসেন? মামলা দিবেন?
বলেই হে হে হে করে হেসে উঠল।
হাসিটা গায়ে লাগে, অপমানের হাসি, তাচ্ছিল্যর হাসি। এক ধরনের অসস্তি হয়।
অথচ হাসি নাকি সুন্দর একটা বিষয়। মানুষ মুখের হাসির জন্য কত কিছুই নাকি করে। কেউ ঘাম ঝড়িয়ে হাসি কেনে, কেউ সার্থ ত্যাগ করে, কেউ সবকিছু বিলিয়ে, কেউ অর্জনে কেউ বা বিসর্জনে। হাসি যে খারাপ ও হতে পারে, হাসি দেখতে যে বাজে হতে পারে, হাসির পেছনে যে জটিলতা থাকতে পারে তা কি সবাই বুঝতে পারে?

- কি? আদালত মিয়া, চুইপসা গেলেন যে? বিচার বসাইবেন?
- আপনার বিচার করা সম্ভব নয়
- সম্ভব না, তাইলে আমারে কইলেন ক্যা যে কামডা ঠিক হয় নাই?
- এটা মানুষের সাধারন বিবেক বুদ্ধির ব্যাপার
- মানে, আপনি কইবার চান যে আমার মাথায় ঘিলু নাই? আমি কি আপনার কাছ থেইক্কা আদব কায়দা শিখমু? আদালত থেইক্কা এহন আদবের কারবার লইয়া আইসেন? হ্যা! আমারে আদব কায়দা শিখান!
এই পর্যায়ে টেম্পুর অন্যান্য যাত্রিরা বলে উঠল ভাই একটু চুপ করেন তো আপনারা, গরম আর জ্যামে বাচি না আর আপনার ঝগড়া শুরু করসেন।
- আরে আমি শুরু করসি নাকি, এই আদালত আর আদবের কারবার ই শুরু করসে
হেল্পার বলে উঠল, ফার্মগেট নামবেন যারা তারা রেডি হন৷ হোসেন ব্যস্ত হয়ে উঠল একটু৷ফার্মগেট আসতেই হোসেন নেমে পড়ল। নামার পর দেখল লোকটি এক দৃষ্টিতে হোসেনের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে হোসেন ও। ঠোটে সেই হাসি। হাসিটা মনে কেমন যেন এক ধরনের অসস্তি সৃস্টি করে।

কেন যেন মনে হোলো এই অপরিচিত লোকের সাথে হোসেনের আবার ও দেখা হবে, বার বার দেখা হবে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য লেখা।

০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৪২

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার বুননে দারুন গল্প
ভালো লাগা জানবেন।

০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: গল্পটা বেশ হয়েছে।

০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: এটার কী পর্ব করার ইচ্ছে আছে?

০১ লা মার্চ, ২০২০ দুপুর ২:০৩

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য। একটা চরিত্র তৈরী করার চেষ্টা চালাচ্ছি। তাকে পরিচিত করার জন্য অপরিচিত লেখাটা লিখলাম। সামনে পর্ব হবে কিনা এখনো সিদ্ধান্ত নেই নি।

৫| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:১৫

মিরোরডডল বলেছেন: I feel to punch him in his face
ব্যাটা বদ
হুম বার বার দেখা হবে কিন্তু ভিন্ন রূপে

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৪

ঘুটুরি বলেছেন: হা হা হা, এরকমটাই করা দরকার। হ্যা দেখা হবে আবার, একই মনমানসিকতার শুধু ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে

৬| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২১

মিরোরডডল বলেছেন: গানটা শোনা হয়েছিল ?
নো?
তাহলে কিন্তু আর গান দিবনা

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫০

ঘুটুরি বলেছেন: এই সেরেছে রে। আচ্ছা জানাচ্ছি অতি শীঘ্রই।

৭| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯

মিরোরডডল বলেছেন: হা হা হা
Now you gonna listen and get back to me
এভাবে রাশ করে কি কেউ গান শোনে বোকা ?
গানের সৌন্দর্যটঝতো বোঝা যাবেনা ।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৩০

ঘুটুরি বলেছেন: “এটা কিন্তু কোন প্রতিউত্তর না”। আগে শুনব, এরপর শুনে আসল প্রতিউত্তর দেব

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

ঘুটুরি বলেছেন: "হলদে পাতার আর্ত ঝড়ে
পাতায় পাতায় বিষন্নতা"

মন খারাপ হয়ে যায় কেন জানি

৮| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০৮

মিরোরডডল বলেছেন: ***সৌন্দর্যটাই***

৯| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মিরোরডডল বলেছেন: ওহ মাই গড !!!
‘একলা হতে চাইছে আকাশ’
এই গানতো আমি সেই আইয়্যামে জাহিলিয়াতের যুগে দিয়েছিলাম । এটা আজ শুনলেন !!
সেদিন যে ‘শূন্যস্থান পূরণ’ একটা দিলাম আমিতো সেইটার কথা বলেছি ।
হা হা হা
তারমানে সেটাও শোনা হয়নি ।
ওয়েল ডান ম্যান ওয়েল ডান
আপনার আর শুনতে হবেনা : -)

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১২:২৩

ঘুটুরি বলেছেন: শেষ, আজকে আমি শেষ।

১০| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬

মিরোরডডল বলেছেন: I’m not that bad.
Not gonna killing you.
সময় করে শুনে নিবেন
গানটির টাইটেল ছিল ‘আপন পর’
আপনার লেখা ‘শূন্যস্থান পূরণ’ এ আছে : -)

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৪

ঘুটুরি বলেছেন: কোন কথা হবে না। শুনে এরপ্র প্রতিউত্তর দেব

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৫

ঘুটুরি বলেছেন: *এর পর

১১| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৪

মিরোরডডল বলেছেন: ওকে
নো কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.