নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

শেকড়

০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৪

দুই পাশে সারি সারি গাছ। মাঝখানে শহুরে পিচ ঢালা পথ। পথের দুইপাশে গাছ গুলি একটা নির্দিস্ট দূরত্ত বজায় রেখে রোপণ করা হয়েছে। বিশাল বিশাল গাছ গুলি যেন একজন আরেকজন কে জড়িয়ে ধরে রেখেছে, খুব যেন একটা গাঢ় সম্পর্ক। একটু জোড় বাতাস বইলেই একটা ডাল আরেকটা ডালের সাথে কোলাকুলির মত আচড়ন করে, যেন " কিরে কেমন আছিস, কি খবর " ধরনের। এমন এক গাছের নিচে বেঞ্চি তে হোসেন বসে আছে৷ খানিক আগেই বৃস্টি শেষ হয়েছে। পিচ ঢালা রাস্তা আর সদ্য স্নান সেরে নেয়া গাছ গুলি থেকে এক ধরনের বন্য গন্ধ আসছে, ডাল থেকে টপ টপ করে পানির ফোটা কখনো হাতে, কখনো মাথায়, গালে এসে পড়ছে।
বিশেষ কোনো কাজ নেই হোসেনের আজ। শহর জুড়ে ছুটির আমেজ।রাস্তা গুলি আজ বহুদিন পর রাত বাদে দিনের আলোয় জিরোচ্ছে৷
-কিরে আজ খুব মজায় আছিস তাই না
- না, সুখ সয় না।
- কেন? লোকজন নাই, গাড়ি নাই, সুখ নাই কেন?
- অসুখ টাই আমার সুখ, অসুখ নাই, তাই সুখ নাই।
- হুম। হোসেন ভাবছে, রাস্তার সাথে তার এই মহাজাগতিক কথোপকথন জমছে না। তাহলে গাছ গুলির সাথে একটু জমানোর চেস্টা করা যাক।
- কি, বৃস্টিতে তো ভালই ভিজলা
- এ তো নতুন কিছু না, বৃষ্টি হলে ভিজতেই হবে, আমরা তো আর ছাতা ব্যবহার করি না তোমাদের মত।
-হুম, আচ্ছা তোমাদের সম্পর্ক কেমন একটা গাছের সাথে আরেকটা গাছের?
- লোক দেখানো নয় তোমাদের মত, আমরা যেমন আকৃতিরই হই না কেন আমাদের শেকড় অনেক গভীর, স্নায়ুর বেড়াজালে আটকাই খুব খুব কম, এই ধরো ছোট খাট লতা, গুল্ম যেগুলো আছে তারা মাঝে সাঝে একটু আধটু স্নায়ু রোগে পড়ে যায়, এই।
- তোমরা ঝগড়াঝাটি করো না? মানে একটু আধটু??
- এই সব ঝগড়াঝাটি শব্দ তোমরা মানুষ, তোমাদের সৃষ্টি। ঝগড়াঝাটি আবার কি জিনিস?
যেটা ব্যপার, সেটা হোল বোঝাপড়া, তোমাদের তো দেখি, একজনের কথা আরেকজন না বুঝলেই কি কি যে শুরু কর, আরে এত সহজ নাকি একটা সৃষ্টি কে হুট হাট করে বুঝে ফেলা? তোমরা না বড্ড অস্থির বুজলে।
- হুম।
- কি হুম?
- না এমনি।
- এখানেই তোমরা বড্ড ভুল কর
- যেমন?
- শুন্যতা।
- মানে বুজলাম না
- আমাদের দেখ বাইরে থেকে দেখলে মনে হবে কতই না দূরে আমরা একটা আরেকটা থেকে, কিন্তু ভিত এ আমরা খুব শক্ত, আমাদের শেকড় মজবুত, কোন ভাসা ভাসা কিছু নেই।
তোমাদের না বাইরে বাইরে দেখাও খুব মজবুত অথচ ভেতরে শেকড় বড়ই দূর্বল।
- হুম।
হঠাৎ একদল তরুন তরুনীর আগমনে কথোপকথনে ছেদ পড়ল হোসেনের।
মাথায় কেবল ঘুরছে, শেকড়!

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৫

মিরোরডডল বলেছেন:


আমিও যাচ্ছিলাম আর ঘুটুর লেখাটা দেখলাম ।
কাল এসে পড়বো ।
নিশ্চয় আরেকটা চমৎকার মন ছুঁয়ে যাওয়া লেখা হবে ।
শুভরাত্রি !

০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:১৮

ঘুটুরি বলেছেন: মন্তব্যর অপেক্ষায় রইলাম

২| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:০৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ,ভালো বলেছেন। সত্যি আমরা অনেক বেশি অস্থির।

০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:১৯

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৩| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:১১

ভুয়া মফিজ বলেছেন: খুব দামী কথা বলেছেন.....শেকড়।

শেকড় শক্ত না হলে সবকিছুই হয় ভাসা ভাসা, দূর্বল। আমাদের, মানুষদের এটাই সবচেয়ে বড় সমস্যা। গাছপালা থেকে, প্রকৃতি থেকেও শেখার অনেক কিছুই আছে। শুধু শেখার ইচ্ছাটা থাকতে হয়!

০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২০

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:০২

ঢুকিচেপা বলেছেন: গাছের মুখ দিয়ে বেশ ভাল এবং সত্যি কথা বের করেছেন।

শুভেচ্ছা রইল।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:০৬

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৫| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: মানুষ যেখানেই থাকবে সেখানেই তার শিকড় জন্মাবে। শিকড় ভাঙ্গবে আবার জন্মাবে। এই তো চলছে যুগ যুগ ধরে।

০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

ঘুটুরি বলেছেন: একমত। তবে বন্ধনের দৃঢ়তার বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেছি লেখায়। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৬| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: আঞ্চলিক প্রবাদ আছে ছাগল নাচে খুটির জোরে

০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৫

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য, প্রবাদটি যথার্থ।

৭| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১:৪১

আজাদ প্রোডাক্টস বলেছেন: এবার আমি গাছ হবো

০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

ঘুটুরি বলেছেন: কেন? হঠাত গাছ কেন হবেন?

৮| ০৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিত মজবুত করা শেকড়ের সন্ধান . . .

ভাসা ভাসা মন কি আর বুঝতে চায় এসব ;)

+++

০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৯| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেনঃ বন্ধনের দৃঢ়তার বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেছি লেখায়। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

বন্ধন আলগা হয়ে গেছে। পরিবার আছে কিন্তু পারিবারিক বন্ধনটা বড্ড আলগা হয়ে গেছে।
তবে আমরা চার ভাই একসাথে আছি মা কে নিয়ে। এক বাসায় আছি। আমাদের বন্ধনটা আজও অটুট আছে।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১৮

ঘুটুরি বলেছেন: একসাথে থাকবার সস্তিটাই অন্যরকম। কোনো কিছুর সাথে তার তুলনা হয় না

১০| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:



টম হ্যাঙ্কসের কাস্ট এওয়ে মুভিতে উইলসনের মতো । নিঃসঙ্গতা এড়াতে একটা জড় পদার্থ বলের সাথে কথা বলা । তাও মানুষ কথা বলতে চায়, শেয়ার করতে চায় । এটাই স্বাভাবিক ।

বৃষ্টির পর গাছপালার যে ঘ্রান, অসাধারণ ভালো লাগে সেটা ।

শেখরের টান বলতে নাড়ীর টান বোঝায় যে বন্ধন মানুষ চাইলেও এড়াতে পারবে না ।
যত দুরেই যাই, এই শেখরের টানেই বার বার ফিরে আসি । শেখর নেই, অস্তিত্ব নেই ।
জীবনে বেঁচে থাকার জন্য এই টানের অনুভব দরকার আছে ।

কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে

অনেকদিন হল হোসেনের সেই বৃদ্ধা কে দেখিনা ।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫

ঘুটুরি বলেছেন: একমত আপনার সাথে। জীবনপথে হয়ত আনমনেই আমরা অনেক সম্পর্কের শেকড় কে দূর্বল করে ফেলি। কখনো হয়ত আবেগের বশে কখনো হয়ত ভুল কোনো সিদ্ধান্তের মাধ্যমে। অথচ দুজনের মাঝে কিছু স্পেস থাকলে অতখানি দূর্বল হোতো না।
অঞ্জন দত্তের জন্য ধন্যবাদ।

১১| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেকড় থেকে শেকড়ে আমাদের বন্ধন হোক মজবুত।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৬

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। এমনটাই যেন হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.