নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রের রাত্রি

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

আজকের রাত্রি, নক্ষত্রের রাত্রি।
নক্ষত্রের রাত্রিগুলোতে আকাশের দিকে তাকিয়ে কেবল হাটতে ইচ্ছে হয়, রাস্তা হবে সোজাসুজি , বাক নেবার কোনো চিন্তা থাকবে না আর বার বার নিচে তাকাতেও হবে না, বাতাস কে ফ্যানের রেগুলেটর এর মত বাড়ানো কমানোর নিয়ন্ত্রণ থাকবে, যখন বলব বাড়বে, যখন বলব কমবে, আগে এমনটাই হোতো, এমন ভাবেই হোত।
বহুদিন পর আজ আবার রাস্তায়
চায়ের নেশায় টং দোকানে হাজির হতেই, দোকানি নির্লিপ্ত চোখে তাকিয়ে শুধু বলল, আরে হোসেন ভাই, ম্যালা দিন পর যে! উত্তরে এই তো, এটুকুই, একটা ব্যস্ততা কাজ করত আগে, এখন সেই ব্যস্ততা নেই, বসে থাকবার মিনিট দশেক পর চা এল, চিনি বেশি, লিকার কম দিয়ে।

অবহেলা।

ও কি তবে ভুলে গেছে কেমন চা বানানোর কথা? হতে পারে।

সময় বহমান, কত কিছু নিয়ে যায়, কত কিছু এনে দেয়।

নক্ষত্রের রাতে চা খাবার নিয়ম আছে, গরম চা, দফায় দফায় চুমুক দিয়ে এক সময় ঠান্ডা হবে, তপ্ত চায়ে চুমুক দিয়ে শুরু হয়ে তা ঠান্ডা চুমুকে শেষ হবে। এর মধ্যবর্তি সময়টুকু নিজেকে সপে দিতে হবে তারার মাঝে। আজ চা ঠান্ডা, জমছে না ব্যাপারটা. দু তিন চুমুকে শেষ করে উঠে পড়ে সামনে এগিয়ে চলছে, রাস্তায় মনার রিকশা এগিয়ে আসছে, দূর থেকেই বুঝতে পারলাম, চোখাচোখি হোলো, কিন্তু থামল না।

উপেক্ষা।

হতেই পারে, সময় ঝরনার মত, একদিকে প্রবাহ, কোথাও দাড়াবার নিয়ম তার নেই।
হোসেন হাটছে, আকাশের দিকে তাকিয়েই। নক্ষত্রের রাত্রি, জাগতিক আর সব কিছুকে উপেক্ষা করা শিখিয়ে শুধু তার দিকেই টানছে। পথের শেষ কোথায় তা পথ শেষ হলে নাহয় বোঝা যাবে৷ এই নক্ষত্রের রাতটাই এখন সাথী।

এই বর্তমানটাই সময়।

সময় বাড়ে, অন্ধকার বাড়ে, তারাগুলো স্পষ্টতর হয়। নগর ঘুমিয়ে, কেবল নক্ষত্রের রাত্রির সাথে একজন মিতালি করে জেগে থাকে, হেটে চলে।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


রাতের আকাশে তারা দেখেন?

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৫

ঘুটুরি বলেছেন: প্রথমেই ধন্যবাদ, আপনার মন্তব্যর জন্য। শহরে দেখতে পাই না তারা। একবার পাহাড়ে গিয়েছিলাম। রাত হয়ে গিয়েছিল, তখন মন ভরে তারা দেখেছিলাম। তারা নিয়ে কিছু লিখতে গেলে, সেই স্মৃতিটুকুই সম্বল করে লিখি

২| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: অনেকদিন পর আসলেন ; আজকাল এভাবে হাঁটতে পারাটা ও সৌভাগ্যের মনে হয়।

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৮

ঘুটুরি বলেছেন: একমত আপনার সাথে। এভাবে হাটতে সৌভাগ্য দরকার হয় বৈকি। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

৩| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কতো দিন আকাশে নক্ষত্র দেখি না।

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

ঘুটুরি বলেছেন: নক্ষত্ররাও বোধহয় অভিমান করে আছে, এখন চাইলেও নক্ষত্র দেখা যায় না। তবু একদিন সময় দিন নিজেকে, রাত কে, নক্ষত্র কে।

৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের আকাশে তাঁরা খুবই কম।
কিন্তু ঢাকার বাইরে গেলে আকাশ ভর্তি থাকে তারায় তারায়।

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৬

ঘুটুরি বলেছেন: ঢাকা, ঢাকা পড়ে যাচ্ছে আধুনিকতার সাথে। শহুরে আকাশ জুড়ে কেবল হতাশার মেঘ, ছুটোছুটির বৃস্টি।

৫| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯

মিরোরডডল বলেছেন:




অনেকদিন পর হোসেনকে পেলাম ।
অবহেলা বা উপেক্ষা না, সময়ের ব্যবধানে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে ।

আমরা বন্ধুরা মাঝে মাঝে অমাবস্যার রাতে একটা পাহাড়চুড়ায় যাই যেখান থেকে মনে হয় যেন লক্ষ লক্ষ তারা দেখা যায় । এরকম আকাশকেই হয়তো বলে নক্ষত্রখচিত আকাশ ।


২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৭

ঘুটুরি বলেছেন: হোসেন খানিক অলস হয়ে পড়েছিল, এই নক্ষত্রের আকাশ ই তাকে আবার ফিরিয়ে আনতে চাইছে। দেখা যাক এখন

৬| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০১

হাসান মাহবুব বলেছেন: কতদিন রাতের আকাশের তারা দেখি না! দেখি না, এবং এই না দেখাটা যে বিশেষ কিছু হারানো, সেই বোধও নষ্ট হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে আমার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.