নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তি

১৯ শে মে, ২০২৩ রাত ১১:৫৯

১২টা বাজলেই, সিটি করপোরেশন এর ফুলবানু খালা ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিতে নামেন। সবুজ একটা ভেস্ট পড়ে ধীর লয়ে রাস্তার এক কিনার ধরে আস্তে আস্তে আগাতে থাকেন। মাঝে মধ্যে বিশ্রাম নেন। পান খাবার নেশা খুব। পানের কৌটো সাথেই থাকে। পান খাবার আবার তার আয়েশি ভংগী। তাড়াহুরো করেন না। পরিস্কার পানে মাপ মত জর্দা, সুপারি, চুন মিশিয়ে হাতের ম্যাজিকে কেমন যেন পাক দিয়ে মুখে খুব সুন্দর করে পুড়ে ফেলেন। মুখে পুড়ে খানিক চোখ বন্ধ করে থাকেন। যেন পান খাওয়া একটা আর্ট। পান খাওয়া দেখে নিজেরও পান খেতে ইচ্ছে হয়৷ ফুলবানু খালার সাথে প্রায়ই দেখা হয়। এখন দেখা হলেই পান সাধেন। হোসেনও না করে না। নিজের উপর মস্তবড় না এর তালা এটে হোসেন জগতের যেন আর কোনো কিছুকেই না করতে পারে না। যা হচ্ছে হোক না। সামান্য তার এক না তে কি এমন বদলে যাবে?
ফুলবানু খালা আজ আসে নি। হোসেন হাটতে হাটতে, ফুটপাত ঘেষে বসল। রাস্তায় সারাদিনের পড়ে থাকা জঞ্জাল। আজ আর কেউ তা পরিস্কার করতে আসবে না বোধহয়।

- পান খাবি খোকা?

বৃদ্ধা।

- দাও
- কি ভাবছিস?
- কি পেলাম জীবনে?
- বোকা। জীবন কি কেবল প্রাপ্তির?
- জানা নেই, সবাই যে হিসাব মেলায়?
- হিসাব মেলানোর সময় পাস? কতটুকু এ জীবন তোর?
- সীমিত।
- তবে?
- দিন শেষে লাভ লোকসান এর একটা ব্যাপার আছে না?
- ভুল অংক মিলিয়ে চলছিস খোকা।
- তবে?
- এই যে এখন বেচে আছিস এটাই প্রাপ্তি।
- এভাবে তো অনেকেই বেচে থাকে, মরে গিয়েও
- তারা ভুল করে।
- কেন বোঝে না?
- নিজেকে দাড়িপাল্লায় তুলে নিজেকে মাপতে গেলে কি সঠিক মাপ পাবি খোকা? তুই নিজে জানিস তুই কতখানি পরিপূর্ন?
- জানা নেই।
- এই অজানাই জীবনের প্রাপ্তি। কিছু জিনিস অজানাই ভালো। নিজেকে দাড়িপাল্লায় তুলিস না
- মানুষ যে বড্ড আশা করে
- আশা করলে নিরাশা কেও মেনে নিতে হবে। যেমন সকালের পর রাতকেও মেনে নিস।

দূরে ঝাড়ু হাতে সবুজ ভেস্ট পরা একজন কে দেখা যায়, রাস্তার জঞ্জাল পরিস্কার করার জন্য আসছে। আস্তে আস্তে এগিয়ে আসছে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ রাত ১:০৮

মিরোরডডল বলেছেন:




অজানাকে জানার প্রবল আকর্ষণ এটাই প্রাপ্তি।
কিছু প্রাপ্তি না পাওয়ার মাঝে থাকে।
তাইতো মানুষ আমৃত্যু জীবনের মানে খোঁজে।
অন্নেষণের প্রতিটি মুহূর্তই এক একটি প্রাপ্তি।

হোসেন চরিত্রের মধ্যে দিয়ে জীবনের গভীর উপলব্ধি উঠে আসে।
অনেকদিন পর হোসেন আর বৃদ্ধাকে একসাথে পেলাম।


২০ শে মে, ২০২৩ রাত ১:১৮

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।

২| ২০ শে মে, ২০২৩ সকাল ৮:৪০

কাছের-মানুষ বলেছেন: জীবনের অর্থ এক এক জন এক এক ভাবে মূল্যায়ন করে। কারো হিসেব কারো সাথে মিলে না! কারো কাছে টাকাই সব, কারো কাছে সুস্বাস্থ্য, কারো কাছে সুস্থভাবে বচে থাকা।

২৭ শে মে, ২০২৩ রাত ১:০৭

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।

৩| ২০ শে মে, ২০২৩ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: একটু সংশোধন করে দেই, এখন রাত ১০ টার পরেই রাস্তা ঝাড়ু দেয়।

২৭ শে মে, ২০২৩ রাত ১:০৭

ঘুটুরি বলেছেন: সংশোধনীর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.