নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

কমেন্টের উত্তর না দিয়ে হাওয়া হয়ে যান কারা ? ( ফান পোস্ট)

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৭

লিখায় কমেন্ট পেতে লিখকের যেমন ভাল লাগে , তেমনি কমেন্টের জবাব পেতেও কমেন্টেটর দের ভাল লাগে ।

দুঃখের বিষয় অনেক লিখককে দেখা যায় , কোন কমেন্টের জবাব দেন না ,পোস্ট দিয়েই হাওয়া হয়ে যান ।

এই সব লিখকরা কমেন্টের উত্তর না দিয়ে হাওয়া হয়ে যান কেন ।

তার কিছু কারণ নিন্মে লিপিবদ্ধ করা হল ।

১। মূর্ছা যাওয়া ব্লগার ;

পোস্টের প্রসব যন্ত্রণায় ( খুশিতে) ইনারা সেন্সলেস হয়ে যান । ওজা এনে ঝাড় ফুকের পর হুশ এলেও সামুর ভুতে পেয়েছে মনে করে ইনাকে আর কম্পুর সামনে বসতে দেয়া হয় না ।

২। কানসিতে চড় খাওয়া ব্লগার ;

এই শ্রেণীর পোস্ট দাতারা পড়ার টেবিলে বই খুলে, কোলের উপর লেপি রেখে যেইনা পোস্ট টি দিয়ে সেরেছেন অমনি সোর্সের ( ছোট ভাই ) ইনফরমেশনে ডিবির ( মায়ের ) হাতে ধরা ।

গ্রেফতার হওয়ার প্রাথমিক ধকলে ( কানসির নিচে চড় খেয়ে )

লেপির ফ্লোরে গড়াগড়ি ,ব্যাটারি এক দিকে ডিসপ্লে আরেকদিকে ।

৩। কমেন্টের উত্তর না জানা ব্লগার ;

ইনারা সাধারনত কপি পেস্ট ব্লগার । পত্রিকা থেকে কপি করে পোস্ট দিয়েছেন ,'' কিভাবে ওয়াই ফাইয়ের সাহায্যে বান্ধবীর গতিবিধির উপর নজর রাখবেন '' ।

মন্তব্যে একজন হয়তো লিখেছেন '' আমার অমুক মডেলের তমুক মোবাইলে কিভাবে ওয়াই ফাই সংযোগ নেব যদি বলে দিতেন ।''

আরেক জনের মন্তব্য ,'' কাজের মেয়ে দারোয়ানের সাথে ফষ্টি নসটি করছে কিনা জানার জন্য এই প্রযুক্তি কিভাবে কাজে লাগাবো প্লিজ ।''

এই টাইফের ১৬ টি কমেন্ট আসার পর উত্তর দিতে না পেরে ইনারা কম্পু বন্ধ করে বাথরুমে আত্মগোপন করেন ।

৪। হিট প্রত্যাশী ব্লগার ;

ইনাদের ব্লগে সাধারণত কেউ ঢুঁ মারেন না ।

( ব্লগ লিখছেন ৩ বছর ২ মাস , ব্লগটি মোট ২৬ বার দেখা হয়েছে টাইফ )ইনাদের ধারনা, লিখক কমেন্টের উত্তরে কি লিখেছেন দেখার জন্য হলেও কমেন্টেটররা তার ব্লগে দু চার বার ঢুঁ মারবেন ।

এতে ২৬ এর স্থলে ৩৩ হয়ে যাওয়াও বিচিত্র নয় ।

৫।তস্কর টাইফ ব্লগার ;

ইনাদের আবার নিজের কম্পু নাই । কম্পুর মালিক বন্ধুটি বাথরুমে ঢুকলে এই সুযোগে ৬ লাইনের একটি কবিতা প্রসব করে অফ লাইনে চলে যান ।

( পুরাই ফান )

মন্তব্য ২৬০ টি রেটিং +৩০/-০

মন্তব্য (২৬০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১০

নক্ষত্রপথ বলেছেন: কনচাই দেহি আমি কিরুম ব্লগার ??

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরের কোনটায় আপনি এখনও পড়েন না , আগামীর জন্য সাবধান !
ভাইরে আমারে আবার উপরের কোন ক্যাটাগরিতে ফেলবেন না । (নামাজ পড়তে যাচ্ছি ।)

২| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

রোমান সৈনিক বলেছেন: ;) ;) ;) B-)) B-)) :P

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোমান সৈনিক ভাই আপনাকে আপনার দুশমনেরাও উপরের তালিকায় ফেলতে পারবে না ।B-)) B-))

৩| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া হাসতে হাসতে আমি মরে গেছি!!!!!!!!!!!!:P

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরলে সুফি ভাইর সাথে তাল মিলাইতেছে কেডা ? :P:P

৪| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: আমি সবার কমেন্ট রিপলাই দেই।:)


কেউ বিরক্ত করতে বা কথা শুনাবার ট্রাই করলেও।:)( আমিও ছেড়ে দেবো নাকি?) :P

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কি বলেছি আপনি ২ নং ক্যাটাগরির ?? :) :) :)

৫| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৬

ইমাম হাসান রনি বলেছেন: B-)) ;) ;) ;)

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ায় আপনিও আবার আমাকে উপরের তালিকায় ফেলেন নি তো ? :) :) :)

৬| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৭

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++ :P :P

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ -----হারা ভাই ।

৭| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৮

জীবন্মৃত০১ বলেছেন: এখনও উপ্রের কমেন্টগুলার উত্তর নাই। আপ্নে কই পলাইলেন ভাই?

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসে গেছি মামু জান এসে গেছি ! :P :P

৮| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা। +++++

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাস্তবিক _ ভালোবাসা থুক্কু কাল্পনিক_ভালোবাসা ভাইকে ধন্যবাদ ।

৯| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৯

জেমস বন্ড বলেছেন: :-0 :-0 :-0 :-0 কমেন্ট না করাটা আমার কাছে বিরাট ভাবের ইমু হইবেক , তবে সবচেয়ে ভাল লাগে ব্লগটা খালি খালি থাকলে :P :P

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বন্ড ভাই ।

১০| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২১

তন্ময়০১৩ বলেছেন: লেখক নিজেই দেখি হাওয়া হয়ে গেছে :P :P :P

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাওয়া কি কমেন্ট রিপ্লাই দিতে পারে ???

১১| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৩

সালমাহ্যাপী বলেছেন: ব্লগ লিখছেন ৩ বছর ২ মাস , ব্লগটি মোট ২৬ বার দেখা হয়েছে টাইফ )ইনাদের ধারনা, লিখক কমেন্টের উত্তরে কি লিখেছেন দেখার জন্য হলেও কমেন্টেটররা তার ব্লগে দু চার বার ঢুঁ মারবেন ।
এতে ২৬ এর স্থলে ৩৩ হয়ে যাওয়াও বিচিত্র নয় । =p~ =p~ =p~

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~=p~ =p~ =p
ধন্যবাদ সালমাহ্যাপী ।

১২| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

ত্রিশোনকু বলেছেন: আরে এই গিয়াস্মিয়াসই তো উত্তর দিতাছেনা।

আবার কয় অইন্নেরা দ্যায় না।

গেলি?

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ত্রিশোনকু ভাই প্রথম উত্তরটা বোধ হয় পড়েননি , আমি এসে গেছি , তা ছাড়া এটা ফান পোস্ট ছাড়া অন্য কিছু ভাবার কারন নাই ।
আপনার কাছে শালীনতা আশা করা কি অশালীন হবে ?
আপনার জন্য শুভ কামনা রইল ।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৯

সাকিন উল আলম ইভান বলেছেন: হে হে , আপনেও দেখি কাইন্সা বল্গার :P

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাকিন উল আলম ইভান ভাই সরি , ইতি মধ্যে একবার কারেন্টও গেছে ।তাই উত্তর দিতে দেরি হলো ।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: ১।
মূর্ছা যাওয়া ব্লগার ;
পোস্টের প্রসব যন্ত্রণায় ( খুশিতে) ইনারা সেন্সলেস হয়ে যান । ওজা এনে ঝাড় ফুকের পর হুশ এলেও সামুর ভুতে পেয়েছে মনে করে ইনাকে আর কম্পুর সামনে বসতে দেয়া হয় না ।



হুম !!!!!!!!!!!!!

গিয়াসলিটন ভাইয়ার পরিনতি!!!!!!!!!!!!:(

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় রে , আমারে নিয়া টানা হ্যাঁছড়া কেনরে ভাই ।

১৫| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: গিয়াসভাইয়া নিজের জালে তো নিজেই ধরা পড়ে গেলে ....... হা হা হা

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুল । প্রথম কমেন্টের উত্তরে বলে গেছিলাম ,
"""""ভাইরে আমারে আবার উপরের কোন ক্যাটাগরিতে ফেলবেন না । (নামাজ পড়তে যাচ্ছি ।) ''''
হাহাহাহাহাহা । ভাল থাকুন শায়মা আপু ।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৪

দি সুফি বলেছেন: লিটন ভাই ভেপুক ভিনোদনের সহিত পোষ্ট করিয়া লিটনের ফ্লাটে গিয়া ঢুকছে মনে হয়। B-)) B-))
ভাই তো চিপায় পরে গেলেন :#) :#)

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
এসে গেছি সুফি ভাই এসে গেছি ।
,
,
সুফি দরবেশ ভাইয়েরাও যদি ভুল বুঝেন B-)) B-))

১৭| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ সুফিঃ ভাই রে কি মন্তব্য করলেন, হাসতে হাসতে আমি শেষ। জটিল , কমেন্টে প্লাস+++++্

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইরে আমিও হাসতে হাসতে শেষ, সুফি ভাই ও ভালোবাসা ভাইকে ধন্যবাদ ।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪

মেহেরুন বলেছেন: হাহাহা!!!! @সুফি ভাইঃ পোস্ট এর চাইতে আপনার কমেন্ট পড়ে হেসেইযাচ্ছি :)

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার হাসি শেষ হলেই উত্তর দেব ভেবেছিলাম , তাই একটু দেরি হলো ।
সুফি ভাই ও মেহেরুনাপুকে ধন্যবাদ ।

১৯| ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪

শায়মা বলেছেন: ভাইয়া নামাজ পড়ে এসে এখন থেকে পোস্ট দেবে যেন কেউ আর সুফিভাইয়ার মত তোমাকে লিটনের ফ্লাটে না ঢুকাই দেয়!!


বাট ভাইয়া আমার এখন সন্দেহ হচ্ছে তোমারই সেই ফ্লাট টা কি না!!!:(

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাই করবো রে ভইন ।
সুফি ভাই , প্রয়োজনে যুদ্ধাপরাধীর তালিকায় আমার নাম টা ডুকিয়ে দেন, তবুও আপনার কমেন্ট ফিরিয়ে নিন ।
শায়মা ভইনও আমাকে ভুল সন্দেহ করছেরে ------

২০| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২

সুদীপ্ত কর বলেছেন: সময়ের জন্য অনেকে দিতে পারেনা, পরে দিয়ে দেয় । ঐটা ঠিকাছে।

কিন্তু ইচ্ছা কৈরাই উত্তর দেয়না কতিপয় আমি কি হনুরে (তৈলবাজ) টাইপ ব্লগার, কপি পেস্টার, ছাগুগুলা।

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''সময়ের জন্য অনেকে দিতে পারেনা, পরে দিয়ে দেয় । ঐটা ঠিকাছে।''
সহমত ।
কিন্তু যারা ইচ্ছা কৈরাই উত্তর দেয়না তাগোরে নিয়াই আমার এই
পোস্ট ।
আপনাকে ধন্যবাদ মিঃ সুদীপ্ত কর ।

২১| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২

ধরণীর অতিথি বলেছেন: ?

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি শুধু ধরণীর অতিথি নন, আমার ব্লগেও প্রথম অতিথি ।
আপনার অন্য কি প্যাড গুলি কি কাজ করছেনা ?
ভাল থাকুন অতিথি ভাই ।

২২| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

জাতির শ্বশুর বলেছেন: হামি কিন্তু অনলাইনে আসলে সব কমেন্ট এর আনচার দেই.....আমার ব্লগে আপনার আমন্এন রইল

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ''বন্ধ হয়ে যাচ্ছে নকিয়া...''' পোস্টের কমেন্ট পড়ে আমি হাসতেই আছি হাহাহাহা হাহাহাহা হাহাহাহা হাহাহাহা হাহাহাহ--------------------------------- এই রে লুঙ্গি কই গেল ?
ধুর শালা, লুঙ্গি তো বাসায়, পরনে পেন্ট ।
শ্বশুর ভাইকে ধন্যবাদ ।:P:P:P

২৩| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

যুবায়ের বলেছেন: আমি কিন্তু কমেন্টের জবাব দেই...
অভিযোগটি আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি?..

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালা ভালা , এখন তো নয়ই অভিযোগটি আগামীতেও যেন আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় ।

২৪| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১

কান্টি টুটুল বলেছেন:

একদম ঠিক কথা কইছেন,

ব্লগের এক বিখ্যাত আপার পোষ্ট প্রায় তিন হাজার বার পঠিত হয়েছে ৬০ টি কমেন্ট সহ ২৩ জনের ভাল লেগেছে,তবুও তিনি কোন কমেন্টের জবাব দেন নাই।
কোন কোন ব্লগার উনাকে ব্যাক্তিগত ভাবে আক্রমন করেছেন,কমেন্টের জবাব না দেয়ার এটিও একটি কারন।

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রহন যোগ্য কারনে কমেন্টের রিপ্লাই না দিলে সেটা ভিন্ন কথা ।
কািন্ট টুটুল ভাইকে আমার ব্লগে দেখে ভাল লাগছে ।

২৫| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
এসে গেছি সুফি ভাই এসে গেছি ।


যাক ভাই হারিয়ে যান নি, এটাই অনেক কিছু। 8-|

@ কাল্পনিক_ভালোবাসা এবং মেহেরুন বেশি করে হাসুন। হাসি স্বাস্থ্যের জন্য উপকারি B-))

শায়মা বলেছেন: ভাইয়া নামাজ পড়ে এসে এখন থেকে পোস্ট দেবে যেন কেউ আর সুফিভাইয়ার মত তোমাকে লিটনের ফ্লাটে না ঢুকাই দেয়!!

আমি কখন ঢুকাইলাম? :-& :-&

লেখক বলেছেন: সুফি ভাই , প্রয়োজনে যুদ্ধাপরাধীর তালিকায় আমার নাম টা ডুকিয়ে দেন, তবুও আপনার কমেন্ট ফিরিয়ে নিন ।

এই তালিকা হালনাগাদের দায়িত্ব আমার কাছে নাই। :-& তাই আপাতত হেল্প করতে পারতেছিনা :-/

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জঙ্গি বা উলফায় দিলেও আমার আপত্তি নাই । তবুও আপনার ------:P:P:P

২৬| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমিও কমেন্টের জবাব অনেক দেরি করে দেই :( আসলে পারসোনাল লাইফে কিছু নিয়ে বিজি থাকলে সেটা না শেষ হওয়া পর্যন্ত মন্তব্যের জবাবগুলো দিতে মন চায় না :(

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কি বলেছি আপনি ২ নং ক্যাটাগরির ?? :) :) :) আপনি আবার নিজেকে টেনে আনছেন কেন ? :P:P:P
কিন্তু যারা ইচ্ছা কৈরাই উত্তর দেয়না তাগোরে নিয়াই আমার এই
পোস্ট ।

২৭| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১

শিপু ভাই বলেছেন:
পোস্ট মজার হইছে!!! কথাগুলো মিছা না!!!

তয় লিটন ভাই, আপ্নেরও কিন্তু রিপ্লাই না দেয়ার আর স্কিপ করে রিপ্লাই দেয়ার রোগ আছে!!!

এই পোস্টেও কিন্তু আপ্নে স্কিপ করে রিপ্লাই দিছেন!!! হাহাহাহ

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইরে জবাব না পাইয়া সুফি ভাই যেভাবে আমারে লিটনের ফ্ল্যাটে ডুকাই দিতে চাইছিল ---
উনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়াই তো স্কিপ করতে হইলো ,
আবার দেখি শায়মাও হেরে তাল দেয় , আবারো স্কিপ ।
আপনিও দেখি ------- আবারো স্কিপ । :) :) :)

২৮| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২

বলদ বাবা বলেছেন: =p~ =p~ =p~

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বাবা ভাই ।:P:P:P

২৯| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩

রিমন০০৭ বলেছেন: আমার পোস্টে কেউ কমেন্ট না করলে, আমি নিজেই কমেন্ট করি =p~ =p~ =p~

আর কেউ কমেন্ট করলেতো কথায় নেই :D :D :D

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট পড়ে জাতির শ্বশুর এর ''বন্ধ হয়ে যাচ্ছে নকিয়া...'''
পোস্টের কথা মনে পড়লো । উনার পোস্টের একটি মন্তব্য দেখুন ,

জাতির শ্বশুর বলেছেন: /:) /:) /:) :-& |-)

০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:১৫
লেখক বলেছেন: কি আর করবি নিজের লেখায় নিজে কমেন্ট কর কেউ তো পডেই না ।

উনার লিখায় উনি গোটা বিশেক কমেন্ট করেছেন আবার কমেন্টের জবাবও দিয়েছেন ।
হাহাহাহাহাহাহাহাহহাহ

৩০| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখায় রম্য থাকলেও কথা কইলাম হাছা কইছেন। এই সব ছারপোকা টাইপ ব্লগার রা পোষ্ট দেয় কেন বুঝি না কমেন্ট এর উত্তর দিতে না পারলে কমেন্ট অফ কইরা রাখ বাবা !

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি নিজেই ভুক্ত ভোগী । ৪ নং ক্যাটাগরির এক ব্লগারের পোস্টে আমি নিজেই প্রায় ৪০ বার হানা দিয়েছি প্রশ্নের উত্তরের জন্য । পাইলট ভাইয়ের কমেন্ট ভাল লাগলো ।

৩১| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
হম

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগে আসার জন্য পার্ক ভাইকে ধন্যবাদ ।

৩২| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০

সুখী চোর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ ভ্যাপুক মজা পাইলাম।
মজা তো পামুই, লেহা মজার না!!!

তয় কতা ভালাই কইছেন, ইরাম আছে বটে কতক।

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুখি ভাইয়ের মজা পাওয়ায় আমিও মজিত হইলাম ।

৩৩| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

কলির কৃষ্ণ বলেছেন: ফান পোস্টের মধ্যেই একটা সত্য কথা বলি-কমেন্টের উত্তর না দিয়ে হাওয়া হয়ে যাওয়াদের অন্যতম হইলে সামুর একজন সিনিয়র বাট ধিকৃত ব্লগার যার পাপী নাম বলে ক্লেম খাইতে চাইনা।

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরা বিরক্তিকর ব্লগার , এদের এডিয়ে চলুন ।
আমার বাড়ীতে কলির কৃষ্ণ ভাইয়ের প্রথম আগমন শুভ হোক ।

৩৪| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

তামিম ইবনে আমান বলেছেন:
সত্যি অনেক মজা পেলুম

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তামিম ইবনে আমান ভাইয়ের ভাল লাগায় আমারও ভাল লাগছে ।

৩৫| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০০

ত্রিশোনকু বলেছেন: "ত্রিশোনকু ভাই প্রথম উত্তরটা বোধ হয় পড়েননি , আমি এসে গেছি , তা ছাড়া এটা ফান পোস্ট ছাড়া অন্য কিছু ভাবার কারন নাই ।
আপনার কাছে শালীনতা আশা করা কি অশালীন হবে ?
আপনার জন্য শুভ কামনা রইল । "

এইটা ফান পোষ্ট, ফান করছি, অশালীন কি করলাম?

অশালীন কি পেলেন আপ্নে?

আমার কোন কথাটা শালীনতার সীমান্মা পেরিয়েছে?

ফান যদি নিতে না পারেন ফান করতে আসেন কেন?

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফান নিতে না পেরেও ফান করতে আসা আমার বিরাট বোকামি হয়েছে ।
ভাল থাকুন ত্রিশোনকু ।

৩৬| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৮

ম্রিয়মাণ বলেছেন: ফান পোস্ট হইলেও কথা সত্য।
তয় একটা প্রশ্ন-
আমি অধিকাংশ ব্লগ পোস্টে কমেন্ট মডারেট করি। মানে কেউ কিছু কইলেই দেখা যায় না। আমারে পাবলিশ করতে হয়। আমি কেমুন ব্লগার?

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়ের একটু অপচয় হলেও কমেন্ট মডারেট করাকে আমি সাপোর্ট করি, এতে অনেক অনাকাঙ্ক্ষিত কমেন্ট এড়ানো যায় ।

৩৭| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪

ছোট্ট রাজকণ্যা বলেছেন: ভাইয়া... আমিতো এখানে আমার নিজের ক্যাটাগরি খুজে পেলাম না....... আরো নতুন কোন টাইপ আবিষ্কার করেন! :P

১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় সুযোগের অভাবে অনেকে তাৎক্ষণিক জবাব দিতে পারেন না ,পরে সবার কমেন্টের রীফলাই দেন । এটা ঠীক আছে ।

অনেকে কমেন্টেটর দের অচ্যুত মনে করে রীফলাই ই দেন না, আমি শুধু এরকম ব্লগার দেরই ক্যাটাগরি করেছি ।

এই রকম ক্যাটাগরিতে আপনার নাম যেন আগামীতেও না খুঁজে পান এই কামনা করি ।
ভাল থাকুন , নিরাপদে থাকুন ।

৩৮| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

কত ব্লগার কে দেখছি মন্তব্য স্কিপ করে যেতে।
আর এটা করেন সেলিব্রেটি ব্লগার রা।

১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যত ভালো লিখকই হোক যদি দেখি উনি কমেন্টের রিফ্লাই দিচ্ছেননা আমি ওই পোস্তে কমেন্ট করি না ।
এদের এড়িয়ে চলুন ।
ভাল থাকুন আশরাফুল ইসলাম দূর্জয় ।

৩৯| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ওই মিয়া আপ্নেতো অনেক হিট পাইলেন। আপ্নে কি হিট সিকিং ব্লগার। তাড়াতাড়ি কন নাইলে ট্যাগ দিমু।

১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারে রুবেল ভাই , হিটের আশায় পোস্ট দেই না , মনের আনন্দের জন্যই দেই । আমার ০ টি মন্তব্য ০ বার পঠিত এরকম পোস্ট যেমন আছে আবার--------- ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪০| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ৩:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :( :(

১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিরে ভাই আমি আবার কি দোষ করলাম ।
আমিতো আমার ওই সব প্রিয় ব্লগার দের কোন ক্যাটাগরি করিনি ,
যারা ২৪ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৩ এর পরে নতুন কোন পোস্ট দিয়েছে কিনা, দেখার জন্য দিনে ৪-৬ বার যাদের ব্লগে ঢুঁ মারি । :P:P:P:P:P:P

৪১| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪৫

নুর ফ্য়জুর রেজা বলেছেন: হা হা হা। লা জওয়াব লিস্ট, তবে ৫ নংটা সেইরকম হইছে !! B-)) B-))

১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুর ফ্য়জুর রেজা ভাইয়ের ভাল লাগা দেখে ভাল লাগছে ।
ভাল থাকুন ।

৪২| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৭

রোকেয়া ইসলাম বলেছেন: ভালই বলেছেন। অনেকেই আছে এই রকম।
হয়তো তারা নিজেদের অনেক বড় মনে করেন তাই কোন জবাব দেয়ার প্রয়োজন মনে করেন না।

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''তারা নিজেদের অনেক বড় মনে করেন'' হয়তো আসলেই তাঁরা বড় , তার পরেও আমি তাদের সাথে নাই ।
পদ চিহ্নের জন্য ধন্যবাদ ।
ওহহো ! স্বর্ণা , শায়মার সাথে তাল মিলালে আপনাকে কিন্তু মাইনাস । হেরা আমারে নিয়া ব্যাপক হাসা হাসি করতেছে ।
B-)) B-))B-)) B-))

৪৩| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :( :(

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবারো মন খারাপ ?
আমিকি তাদের নাম বলেছি , যারা শায়মার সাথে তাল মিলিয়ে -------- ।হাহাহাহাহাহ

৪৪| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৮

মনে নাই বলেছেন: দারুন রসাত্নক সিরিয়াস পোষ্ট।
কেউ কমেন্টের জবাব না দিলে খুব বিরক্ত লাগে।

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজে আবার ওই ক্যাটাগরিতে পইরেন না , কথাটা যেন মনে নাই ভাইয়ের মনে থাকে ।B-)) B-))B-)) B-))

৪৫| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: শায়মা বলেছেন: ভাইয়া নামাজ পড়ে এসে এখন থেকে পোস্ট দেবে যেন কেউ আর সুফিভাইয়ার মত তোমাকে লিটনের ফ্লাটে না ঢুকাই দেয়!!


বাট ভাইয়া আমার এখন সন্দেহ হচ্ছে তোমারই সেই ফ্লাট টা কি না!!! :( =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মডু ভাইয়েরা দরকার হইলে আকিজ বিড়ি খাওয়ামু , তবুও শায়মারে ব্যান করেন ।

৪৬| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৭

হেডস্যার বলেছেন:
এক্কেরে পালিশ কইরা দিছেন !! :D :D
গুড জব, গুড পোষ্ট +

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যথা বিহিত সন্মান প্রদর্শন পূর্বক প্লাস গৃহীত হইল ।
( আকর্ণ বিস্তৃত হাসির ইমো হইবে )

৪৭| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩২

শায়মা বলেছেন: ঠিকই বলেছি স্বর্ণামনি!

ভাইয়ার নামটা দেখেই আমার সন্দেহ হচ্ছে!

শুধু লোকভয়ে সামনে লাগিয়েছে গিয়াস এমনটাই মনে হচ্ছে আমার!:)

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মডু ভাইয়েরা ,
পুরা ১ প্যাকেট । স্বর্ণারেও ।:P:P:P:P:P:P

৪৮| ১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

রোকেয়া ইসলাম বলেছেন: ভালই তো..... কাঁদাতে সবাই পারে কিন্তু হাসাতে পারে কয়জন?
আর জানেন তো মাইনাসে মাইনাসেই কিন্তু প্লাস হয়।
আমি সেই প্লাসের অপেক্ষায়ই আছি। তবে আপনাকে কিন্তু অনেকগুলো ++++++++++++++++++++++++++ দিলাম।
অনেক ভালো লাগা আপনার জন্য।

১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার মানে আপনি ওদের দলে যোগ দিয়ে মাইনাসটা লুফে নিলেন?
আপনাকে আবারো মাইনাস ।
অনেকগুলো প্লাস দিয়েতো ব্রডগেজ রেল পথ বানিয়ে ফেলেছেন !!
তাই কারনে ( মনে হয় ভারতীয় বাংলা) আপনার মাইনাস গুলিকে প্রত্যাহার করে প্লাসে রুপান্তর করা হইল ।
শুভ কামনা রইল ।

৪৯| ১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

আমি বীরবল বলেছেন:

ঐ ধরনের "মুই কি হনুরে"(কুশিক)টাইপের ব্লগারদের মুখে দলবদ্ধ হয়ে "মুসলধারে গুপাত" করুণ! B-)) B-)) B-))

১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বীরবল ভাই ,
এই নাজুক তবীয়তের কর্ম আমাকে দিয়ে হবে না ।
আপনি আই সি ডি ডি আর বি থেকে কয়েক জন রোগী নিয়ে দুষ্কর্মটা সমাধা করতে পারেন কিনা ট্রাই মারতে পারেন । B-)) B-)) B-))B-)) B-)) B-))

৫০| ১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমাকে কেন ব্যান করা হবে? আমি তো ইনোসেন্ট :!> :#>

আপনার ফ্ল্যাটে কি হয়? :!> :!>

১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকার এক সন্ত্রাসির নাম পিতার নাম , আর
একই গ্রামের আরেক ভদ্র লোকের নাম পিতার নাম একই হওয়ায় ভদ্র লোকটি ২ বার জেল খেটেছেন ।
আমারও দেখছি নামে নামে যমে টানে অবস্থা ।
ভদ্রলোক ২ গ্রাম পরে বাড়ী করে রেহাই পেয়েছেন , আমার কি হপেরে--------

৫১| ১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

পাড়ার মেঝ ভাই বলেছেন: আমি সবার কমন্টের জবাব দেই :)

১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেঝ ভাই আমার বাড়ীতে প্রথম আসলেন।
বসেন ,একটু চা নাস্তার আয়োজন করি ।:):)
শুভ কামনা তো থাকলোই ।

৫২| ১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩

ইনফাইনাইট বলেছেন: তস্কর টাইফ ব্লগার =p~

১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ক্যাটাগরি যেনে ভাল লাগছে ।:):):):)

৫৩| ১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

ৈহমনতী বলেছেন: হাহাহা =p~ =p~ =p~
ভালো বলেছেন

১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসি সংক্রামক , ৈহমনতীর হাসি দেখে আমিও হাসছি ।=p~ =p~ =p~=p~ =p~ =p~

৫৪| ১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২১

দি সুফি বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ফ্ল্যাটে কি হয়?


সবাই শুনি আপনার ফ্লাটে যায়, আপনিও যান; আসলে আপনার ফ্লাটে কি হয়? 8-| 8-| :#) :#)

১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কে জেনারেল করা হয়েছে ।








আমি মডু হইলে, এতক্ষনে কেউ না কেউ এই শিরোনামে পোস্ট দিতো ।
:#) :#) :#) :#):#) :#)


৫৫| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১২

শায়মা বলেছেন: লেখক বলেছেন: মডু ভাইয়েরা দরকার হইলে আকিজ বিড়ি খাওয়ামু , তবুও শায়মারে ব্যান করেন ।




এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অল মডুভাইয়ারা লাভ মি আ লট!!!!!!!!!!!!!!

:):):)

১৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অল মডুভাইয়ারা লাভ মি আ লট!!!!!!!!!!!!!!''
আই সি------ নাউ আইম এট রিস্ক । :):):):):):)

৫৬| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: দ্যাহেন ক্যামন সুক লাগে সব কমেন্টের উত্তর দিতে

১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইরে কষ্ট করে আমার অখাদ্য গুলি পড়ে যারা আবার কমেন্টও করেন ,তাঁদের কমেন্টের উত্তর না দেয়া আমার কাছে বড়ই লজ্জার ।
আপনার বাড়ী থেকে ঘুরে এলাম , পুলিশের চেকিং নিয়ে একটি রস রচনা পড়লাম ।ভাল লেগেছে ।

৫৭| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

টিনটিন` বলেছেন: ভাব নেওয়া ব্লগারঃ ইহারা হিট ব্লগার। ইহারা মনে করে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ব্লগারদের কমেন্টের জবাব দেয়া ইহাদের মানায় না। ইহারা শুধু উচ্চবিত্ত ব্লগার আর !মান সম্মত কমেন্টের! জবাব দেয়। ভাবের চোটে এরা সবার কমেন্টের রিপ্লাই দেয় না।

=p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
চমৎকার বলেছেন, -----কমেন্টের রিপ্লাই না দেয়াকে এরা ''জাতে উঠার'' ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া মনে করে ।
এ ধরনের নিন্ম মানসিকতার ভাব নেওয়া ব্লগার দের আমি একটা তালিকা করেছি । যারা অতীতে কোন না কোন সময় কমেন্টের জবাব দেন নি ।( প্রথমে ভেবেছিলাম এদের নাম দিয়ে একটি পোস্ট দেব , ঝুঁকির কথা বিবেচনায় রেখে বিরত থাকলাম ) আমি এদের সযতনে এড়িয়ে চলি ।
বহুদিন পর টিনটিন` ভাইকে পেয়ে ভাল লাগছে । ভাল থাকুন ।

৫৮| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০১

মামুন রশিদ বলেছেন: আমার 'পর্যবেক্ষন' খাতার প্রথম দুই পাতা অলরেডি উনাদের দখলে । আমি অপেক্ষায় আছি হাওয়া হয়ে যাওয়া ব্লগারদের রিপ্লাইয়ের ।

১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদের এড়িয়ে চলুন ।
এদের নিয়ে টিনটিন ভাই ও লজ্জাবতী সুন্দর মন্তব্য করেছেন ,দেখতে পারেন ।

৫৯| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৩

আফরোজা সোমা বলেছেন: বোঝা যাচ্ছে, ওপরে বর্ণিত কোনো ব্লগারের সঙ্গে আপনার মিল নেই...

১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারও ।
-
আপনাকে দেখে ভাল লাগছে , ভাল থাকুন ।

৬০| ১৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অল মডু ভাইয়াস লাভ শায়মা বাট মডু আপুস ডোন্ট, সো ;) শায়মা উইল বি ব্যানড সুন ;) ;) B-))

অল মডু ভাইয়াস অ্যান্ড আপুস লাভ মি আ লট, আই উড নেভার বি ব্যানড :!> :#> ;)

১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল মডু ভাইয়াস লাভ শায়মা বাট মডু আপুস ডোন্ট, সো ;) শায়মা উইল বি ব্যানড সুন ;) ;) B-))
You are correct হাহাহাহাহাহ( যাক দলে ভাঙ্গন দেখা দিয়েছে )

অল মডু ভাইয়াস অ্যান্ড আপুস লাভ মি অল আ লট, উই উড নেভার বি ব্যানড ;) ;)
উই অলজ আর কিংস ইন আওয়ার সামুজ কিংডম ।
=p~ =p~
=p~ =p~

৬১| ১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০০

লজ্জাবতী বলেছেন: tin tin thik bolsen
অনেকে আবার ভাবে -আমার পোস্ট যে পড়তে পারছে এটাই তাদের সৌভাগ্য আবার কিসের রিপ্লাই!!

১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ ধরনের নিন্ম মানসিকতার ভাব নেওয়া ব্লগার দের ব্যপারে লজ্জাবতীর মন্তব্যটি যথার্থ ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৬২| ১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ব্যাপুক গবেষনা ;)
পোষ্টে কইলাম প্লাস দাগাইছি :)

১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাভানা সুরুট টা কাস্ত্রো ভাই আমার জন্য পাঠাই ছিল , আপনি ধরাইয়া ফালাইলেন?
দুই টান দিয়েন কইলাম ।=p~ =p~
=p~ =p~

৬৩| ১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: দেকমু কয়দিন পারেন। গ্যালারীতে বইলাম। :D :D :D :D :D :D

১৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কামরুল ইসলাম রুবেল ভাই, কমেন্ট না করার গোস্তাকি আমাকে দিয়ে হবে না ।
পারবোনা মনে হলে পোস্টই দেব না।

৬৪| ১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!!

স্বর্ণামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তাইলে কিন্তু আজ থেকে আমিই তোমাকে আর ভালোবাসবোনা কাজেই ........ সা ব ধা ন ............




:P

১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিকইতো ! স্বর্ণাকে আপনি এতো আপন জানেন , আর সেই কিনা আপনাকে ব্যান করার চক্রান্ত করছে ?
(স্বগতোক্তি ; যাক পেজগিটা ঠিক মতই লাগাইছি )
:D :D :D :D :D :D:D :D :D :D :D :D

৬৫| ১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

নীল কষ্ট বলেছেন: আহারে আমারে কেউ ভালোইবাসেনা @ শায়মাপু :((

১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নীল কষ্ট ভাই এইসব ভেবে কষ্টটা আর বাড়াবেন না ।
:P
:P

৬৬| ১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২

নীল কষ্ট বলেছেন: ভাই মানুষের মধ্যে অনেকে নিজের পোস্ট দেয়// উনারা আবার সুধী সমাজের সদস্য// আমজনতা কি কইল এইটার উত্তর দেয়ার টাইম নাই।
বাকিদের পর্যালোচনা করে।
এরা পরিচিত ছাড়া কারো ব্লগে কমেন্ট করেও না রিপ্লাই এর প্রশ্নই আসেনা।

১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উত্তর দেয়ার টাইম নাই তো আমাদের কমেন্ট করারও টাইম নাই। ইনাদের স্বজতনে এড়িয়ে চলুন ।

৬৭| ১৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

মারুফ মুকতাদীর বলেছেন: ভাই, আমি শেষের জাতের ব্লগার…………… :(
নিজের কম্পু নাই……………
মোবাইল দিয়ে পোস্ট দেই……………
কিন্তু মোবাইল দিয়ে তো আর কমেন্টের জবাব দিতে পারি না …………… :( :(
তবে অন্যদের ব্লগে কমেন্ট করতে পারি…………
ব্লগিং করার উদ্দেশ্য ও আমার এইটাই……………… !

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''ভাই, আমি শেষের জাতের ব্লগার…………… :(
নিজের কম্পু নাই……………
মোবাইল দিয়ে পোস্ট দেই''
না মারুফ ভাই তস্কর টাইফ ব্লগারের সাথে আপনার প্রোফাইল গেল না ।

৬৮| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৩

হাসান যোবায়ের বলেছেন: আমিও সবার কমেন্টের উত্তর দেই। উত্তর না দিলে যে আমার পোস্টের কমেন্ট সংখ্যা ৫০ পেরুবে না। ;) ;) :p

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার প্রিয়তে নেয়া অধিকাংশ পোস্টের লিখককে আজ পাইলাম।
সত্যিকারের একজন সেলিব্রেটি ব্লগারের কমেন্ট পেয়ে সন্মানিত বোধ করছি ।
হাসান যোবায়ের ভাই ,আপনাকে ধন্যবাদ । ভাল থাকুন ।

৬৯| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: ১৫ লাম্বার পিলাচ ! ভ্রাতা :)


ভালো বিষয়ে লিখছেন । আর এক টাইপ আছে যারা বেছে বেছে জবাব দেন । নিজের আত্মীয় স্বজন ছাড়া অন্য কারও মন্তব্যের উত্তর দেন না । যেন হাত আর কি বোর্ড ক্ষয় হয়ে যাবে , অশুচি হয়ে যাবে । তারপরে সেই কম্পু আর ল্যাপিকে গঙ্গাস্নান করাইতে হবে । ওনারা আবার মাসে একবার গোসল করেন , ঠাণ্ডা পানিতে ভীষণ ভয় ।

তেনাদের কথাও এট্টু উল্লেখ কইরা দিয়েন ভাই B-)) B-)) B-))


১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখ দেখি কাণ্ড ! আমি আপনার বাড়ী গিয়ে আপনার রুপালী পেন্সিলএ লিখা কেন আসেনা , এটাকে মেরামত করা যায় কিনা দেখছি আর আপনি কিনা আমার বাড়ী এসে বসে আছেন ?B-))

---- কন কি ভাই ! সামুতে আত্মীয় স্বজন সিন্ডিকেট ও আছে নাকি ?
তাইতো কোই কেউ কেউ অগা বগা লিখলেও মন্তব্য কারীরা হামলে পড়ে কেন ??

৭০| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৩

খুলনার শের বলেছেন: পড়ে ভাল লাগল।

১৯ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে ভাল লাগছে ।
ধন্যবাদ খুলনার শের ।

৭১| ১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬

ত্রিশোনকু বলেছেন:

গিয়াসলিটন,

রাগিয়ে দেয়ার জন্যে অত্যন্ত দুঃখিত।

মাঝে মাঝে আমার কৌতুক গুলো বড্ড বেয়ারা হয়ে যায়। :( :( :(

১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

৭২| ২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

স্পাইসিস্পাই001 বলেছেন: ভালো লাগলো.............

২০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথিকে পেয়ে আমারও ভাল লাগছে , ভাল থাকুন স্পাইসিস্পাই001 ।

৭৩| ২০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩১

অনীনদিতা বলেছেন: khub valo laglo....;)

২০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আপনার বাড়ী গিয়ে বসে আছি , আর আপনি কিনা এখানে ?
নতুন অতিথির ভাল লাগায় আমারও ভাল লাগছে ।

৭৪| ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২৪

রোকেয়া ইসলাম বলেছেন: শীতের পিঠা খেতে বাড়ি গেলেন। এখনো ফেরেন নি নাকি?
বেশি খেলে আবার.......................।

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারে ভাই ! এখনো শিতই এলো না ---------- ।
''' তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয় ---- --------- ।''

৭৫| ২৭ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০

অনীনদিতা বলেছেন: ভালো আছেনতো?

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহর রহমতে ভাল আছি । নতুন একটা পোস্ট তৈরিতে ব্যস্ত । আমার আগামী পোস্ট কয়েকজন ব্লগারকে নিয়ে ফান ।
সেখানে আপনিও আছেন ।আপনার ব্যাপারে মাল মসলা সংগ্রহের জন্য গত কাল আপনার বাড়ী গিয়েছিলাম ।
অধমের বাড়ী এসে খবর নেয়ায় অনীনদিতার আচরণে আনন্দিত ।
ভাল থাকুন সব সময় ।

৭৬| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৬

এসএসনাসরীন বলেছেন: আমি কিন্তু এইমাত্র লগিন করে আমার পোস্টে আপনার মন্তব্য দেখার সাথে সাথেই উত্তর দিয়েছি । হাওয়া হয়ে যাইনি কিন্তু (জিহবা কেটে হাসার ইমো হবে , স্লো নেটের কারণে ইমো দিতে পারছি না )

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহাহাহ
বোঝা যাচ্ছে, ওপরে বর্ণিত কোনো ব্লগারের সঙ্গে আপনার মিল নেই,কামনা করি আগামীতেও মিল না থাকুক ।
চরণধূলি রেখে যাওয়ায় ভাল লাগছে ।

৭৭| ২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৪৮

অনীনদিতা বলেছেন: হা হা।তা মাল মসলা সব পাইছেনতো???

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে তবেইতো এলাম ।
তথ্য দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ । ;) ;)

৭৮| ২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫২

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহবু ভাইজান,
কোন ক্যাটাগরিতে পড়ে এত আনন্দিত ??

৭৯| ২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: ইন্টারনেট ক্রাইসিসে থাকা ব্লগার

১জিবি নেট। কতক্ষন আর থাকা যায় ব্লগে!
ওইদিকে ফেবু তে নতুন ফ্রেন্ড বানানো মেয়েটা চ্যাট ইনভাইট পাঠাইছে! B-)) ;) ;)
আবার ১ জিবি ফুরাইলে আরেক ঝামেলা, নতুন করে নিতে টাকা কই?!! :P :P :D

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রাম্যবালিকার রসবোধ সম্পন্ন ক্রিয়েটিভ কমেন্ট ভাল লাগলো ।
আমার সর্ব শেষ ক্যাটাগরি এরকমই ছিল ।
'''৫ টাকায় ১০ এম বি কেনা ব্লগার । পোস্ট দেয়ার সাথে সাথে এম বি শেষ ।'''
পরে ভাবলাম ,অসচ্ছল এরকম ব্লগার বাস্তবিকই থাকা বিচিত্র নয় ।
তারা হার্ট হতে পারেন তাই কেটে দিয়েছিলাম ।
পল্লী বালার জন্য শুভ কামনা রইল ।

৮০| ২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১৯

লেখোয়াড় বলেছেন:
দারুন পোস্ট তো!!
এত দিন খুব মিস করেছি।

তা আমাকে কোন দলে রাখবেন ভাই?
আমাকে চেনেন তো?

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চিনি মানে ? আপনার সব তথ্য উপাত্ত আমার মুখস্ত । মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা ?
ব্লগার নম্বর - ৫০০৯৩ ।
পোস্ট করেছেন: ১টি
মন্তব্য করেছেন: ৪২০২টি
মন্তব্য পেয়েছেন: ২৯টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৫ মাস
ব্লগটি মোট ৪০৫৬৩ বার দেখা হয়েছে
আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে ।বহুদিন আপনার বাড়ী গিয়ে আপনার """ পরিচয়ের""" সাথে উশঠা খেয়ে ফিরে এসেছি ।
যদিও আপনার ব্লগে একটা মন্তব্য উত্তরের অপেক্ষায় ঝুলে আছে
তারপরও আপাতত আপনাকে কোন ক্যাটাগরিতে ফেলছি না ।
ভাল থাকুন ।

৮১| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১০

শিপু ভাই বলেছেন:
যে আমার কমেন্টের রিপ্লাই দেয় না - তার পোস্টে ২য় বার কখনো মন্তব্য করি না তা সে যে ব্লগারই হোক!!!

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিপু ভাই আমিও আপনার মত ন্যাড়া,বেল তলায় একবারই যাই ।
আবার কারো পোস্ট পড়ে হয়তো ভাল লাগলো , গেলাম মন্তব্য করতে । ওমা দেখি অনেক আগের করা মন্তব্যেরও উনি কোন উত্তর দেন নি ।এ ধরনের পোস্টেও আমি মন্তব্যের খেতা পুড়ি ।
=p~
( অ,ট , আমার পরের পোস্টে আপনাকে নিয়ে একটু ফান করেছি ।
সুযোগ পেয়ে গোস্তাকি মাপের দরখাস্ত রাখলাম )

৮২| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: তারা হার্ট হইলে আমার কথা বলবেন। আমিও কিঞ্ছিত ওই টাইপ।
মা মাসের মধ্যে ১০ বার হুমকি দেয় নেট লাইন কেটে দিবে! :(( :((

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুড়ীর বেটিকে আপনিও এই বলে হুমকি দিন , '' আব্বুকে বলে ডিশ কানেক্ট অফ করাবো , স্টার প্লাস দেখা বন্ধ।'' কাজ হয়ে যাবে ।
পরামর্শ ফি টা পাঠিয়ে দিবেন । =p~ =p~ =p~ =p~ =p~

৮৩| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

আসাদুজ্জামান আসাদ বলেছেন: বুঝতাছিনা ঠিক কোন দলে আছি।

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বান্দরবন ভ্রমনের ইনফরমারদের দলে আছেন ।
=p~ =p~ =p~ =p~ =p~
=p~ =p~ =p~ =p~ =p~

৮৪| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

শিপন মোল্লা বলেছেন: খুচা তো ভালই মারলেন। বুঝছি মন্তব্যের জবাব এখন থাইকা দিতে হবেক তারাতারি।

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আকল মানকে লিয়ে ইশারাই কাফি ।:P :P
দুই দিনে ২৩ বার আপনার ব্লগে ঢু মেরে এসেছি , কারন আর নাইবা বললাম ।
১৩১ নং কমেন্টের উত্তরের অ ট অংশে আপনারও সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।

৮৫| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

আবু সালেহ বলেছেন: :P :P :P :P

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবু সালেহ ভাই,
নিজেকে কোন ক্যাটাগরিতে পেয়ে এত লজ্জিত ?

৮৬| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫

নীলপথিক বলেছেন: কি আশ্চর্য?! আপনারা কি এ ধরনের ব্লগারদের একটু ভাব মারতেও দেবেন না?
কি ক্ষতি আপনার, যদি এরা নিজেদের কিছুক্ষণের জন্যও হুমায়ুন আহমেদ ভেবে যদি শান্তি পায়?

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজেদের হুমায়ুন আহমেদ ভেবে শান্তি তালাশ করা আর ভাব মারা এই সব ব্লগারদের আমি এড়িয়ে চলি ।
নতুন অতিথির কমেন্ট পেয়ে ভাল লাগলো ।

৮৭| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১০

সামাজিক জোছনা বলেছেন: অনেকে আবার কমেন্টে উত্তর না দিয়া পোস্ট ড্রাফটে নেয় তাগোরে কোন ক্যাটাগরীতে ফেলবেন? B-))

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনারা মনে হয় ৩ নং ক্যাটাগরির ।
আপনার বাড়ীতে একটা ভেষজ রেখে এসেছি ।:P :P :P
কবিকে পেয়ে ভাল লাগছে ।

৮৮| ২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০

স্পার্ক বলেছেন: কত ক্যাতার লোকজন আছে দুইন্নায় মউলা :P :P :P :P

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্পার্ক ভাইয়ের স্ফুলিঙ্গে আমার ব্লগ আলোকিত করায় শুকরিয়া জানাচ্ছি ।

৮৯| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৬

স্পার্ক বলেছেন: ভাই আপনারেও শুকরিয়া জানাইতে আসলাম । :D :D :D :D :D :D

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখ দেখি কাণ্ড !!!

৯০| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লওওওওল ভাই আপনি পারেন ও!! চ্রম হইসে! টোটাল ফান! =p~

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিকভ্রান্ত*পথিক ভাই কি দিকভ্রান্ত হয়ে ------- ---------।

৯১| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৯

ফারহান আহমেদ বলেছেন:
ব্যাপক গবেষনা হইয়া গেছে দেখতাছি B:-) B:-) B:-) B:-)

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখার জন্য ধন্যবাদ ।

৯২| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাব ধরা ব্লগার দেখতে পারিনা /:)

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় রে চেয়ারম্যানসাব এত দেরিতে----------
বসেন বসেন ।

৯৩| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৯

কালোপরী বলেছেন: হুম হুম

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরীদের ভাষা তো বুঝিনা , অনুবাদ করে দেয়া যাবে ?

৯৪| ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০১

মেহেদী হাসান মানিক বলেছেন: এদের ভালা পাই না।

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও !

৯৫| ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ৯:১০

ঘুড্ডির পাইলট বলেছেন:
কমেন্ট এর উত্তর যারা দেয়না তারা মুনে হয় সালামের উত্তরও দেয় না। :(




আমার এই কমেন্ট খানা নোবেল জয়ী টিপু বাদে। তিনি আমাদের মাঝে নেই পোষ্ট প্রকাশ করে তিনি আমাদের ছেরে চলে গেছেন তাই তিনিও কমেন্ট এর উত্তর দিতে পারেন না। :(

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাইলট ভাই এত দেরিতে আইলেন ?? /:) /:)
আগামী কাল পোস্ট দিচ্ছি , আপনার খবর আছে !! ( হুমকির ইমো হবে )
মন্তব্য ভাল লাগলো ,নোবেল জয়ী টিপুকে আল্লাহ জান্নাত বাসী করুন, ভাল থাকুন ।

৯৬| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ২:৫৬

সামাজিক জোছনা বলেছেন: /:) /:)

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিরে ভাই ,চেহারায় অসামাজিক অমাবস্যার অন্ধকার কেন ????

৯৭| ৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২

আরজু পনি বলেছেন:

আমি অতিশয় ভালো ব্লগার B-) :P

০১ লা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই অবশ্যই ।
আগামিতেও ভাল থাকুন ।

৯৮| ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

প্রিন্স হেক্টর বলেছেন: আমি কিন্তু উত্তর দেই :#)

১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেনে ভাল লাগছে ।
নতুন অতিথি
হেক্টর সাহেবকে আপনাকে ধন্যবাদ ।

৯৯| ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৬

রুচি বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:
কমেন্ট এর উত্তর যারা দেয়না তারা মুনে হয় সালামের উত্তরও দেয় না।


:) :)

১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি সালামের উত্তর দেন দেখে ভাল লাগলো ।
প্রো পিকের বুড়ো মিয়াঁটা কে ? সো কিউট !
আমার বাড়ী প্রথম এলেন , বসেন একটু চা নাস্তার আয়োজন করি ।
:) :):) :)

১০০| ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

আমি ইহতিব বলেছেন: টাইটেল পড়ে ভাবছিলাম লিস্ট করে মনে হয় কয়েকজনের নাম দিয়েছেন আর সেখানে অবশ্যই নিজেকে দেখবো বলে ধারণা করেছিলাম, নাম নাই তবে আমি কোন ক্যাটাগরির বলেনতো লিটন ভাই, আমি মন্তব্যের উত্তর দেই তবে কিছুটা দেরী হয়ে যায়।

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এর পরের পোস্টে আপনার নাম দেয়ার চেষ্টা করেছিলাম ,----------
আপনি কোন ক্যাটাগরির আমি অনেক আগেই বলেছি , আপনি আমার লিঙ্কস দেখুন ।

১০১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ২০ তম ভালো লাগা।

লিটন ভাই অনেকে ব্যস্ততার কারনেও দিতে পারেনাআবার বিব্রত বোধ করলেও না দিতে পারে।


আমার প্রশ্ন,,,,আউল ফাউল মন্তব্য কারা করে?



ধন্যবাদ।ভালো থাকবেন সবসময়। :)

১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা মূলত ফান পোস্ট ,বাস্তবতার সাথে যোগসুত্র নাও থাকতে পারে ।
ব্যস্ততার কারনে যারা কমেন্টের রিপ্লাই দিতে পারেন না তারা আমার এই পোস্টের আওতাভুক্ত নন ।
আপনাকেও ধন্যবাদ মিঃ সেলিম আনোয়ার ।

১০২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: চরম পোস্ট!! ১০০ ভাগ হাসা কথা বলসেন। আরেকশ্রেনীর ফাজিল আছে, যারা স্কিপ কইরা উত্তর দেয়, অথবা সবাইরে না দিয়া যারে খুশী তারে দেয়।

আতেলের চুড়ান্ত।

১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার মত আপনিও ইনাদের এড়িয়ে চলুন ।
আপনাকে পেয়ে ভাল লাগলো । ভাল থাকুন ।

১০৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর কথা বলেছেন।

তবে কয়েকদিন পর থেকে ঘড় বাড়ি ছেড়ে অন্য একটি জায়গায় থাকতে হবে বলে আমিও মনে হয় তস্কর টাইপ ব্লগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।

১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরে ! ২য় বিশ্বযুদ্ধ বিশেষজ্ঞ আমার বাড়ী ?
'''তবে কয়েকদিন পর থেকে ঘড় বাড়ি ছেড়ে অন্য একটি জায়গায় থাকতে হবে'''
নাৎসিদের ভয়ে নাতো ?
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১০৪| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৬

সামাজিক জোছনা বলেছেন: :D :D

১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজেকে কোন ক্যাটাগরিতে পেয়ে এত হাসি ? :D :D

১০৫| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৭

তামিম ইবনে আমান বলেছেন: আবার পড়িলাম

১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই । আমার পরের পোস্টে আপনি ছবিসহ আছেন । :D

১০৬| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কপি পেস্ট ব্লগার দের ডেফিনিশন খান বেশ মনে ধরছে... ;) ;) ;)

যাই হউক,লিটন ভাই আফনে কোন ধরনের ব্লগার ???

১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩ নং ক্যাটাগরির কথা বলছেন ? :D:D:D
আমার ক্যাটাগরি না হয় আপনিই ঠিক করেন ? ;) ;) ;)

১০৭| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৮

শূন্য পথিক বলেছেন: হা হা! সত্যি চরম ভাইডি! B-)
৩নং টা মজার!
"ওজা এনে ঝাড় ফুকের" আইডিয়াটা মনে ধরেছে!! :-B :-B :-B

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথি শূন্য পথিক ভাই, আপনার প্রোপিকটাও আমার মনে ধরেছে ।:-B :-B তা-- আপনি কোনটা ? B-)

১০৮| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: ফান পোস্ট মজার হয়েছে

যদিও কিছু কিছু সত্যি । কমেন্ট করে উত্তর না পেলে ভাল লাগেনা ।
তবে জটিল ক্যাটাগরি করছেন

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সিস অদ্বিতীয়া , আমার পরের পোস্টে আপনি পিক সহ থাকছেন ।:-B :-B পথিক ভাইও ।B-)B-)

১০৯| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: তাই ? তাহলে পোস্টের জন্যে অপেক্ষা :) :)

২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন ২০১২, ২০১৩ পর্যন্ত অপেক্ষায় থাকুন । অন্তত জানুয়ারির ১/ ২ তারিখ পর্যন্ত । :) :):) :)

১১০| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: একটা ছিরিয়াচ বিষয়রে ফানে নিয়া গেনেন গা কেন ?
আমি এর তেব্র ঝা ঝা পরতিবাদ জ্ঞাপন কর্ছি X(

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: (মৃত্যুর মত সিরিয়াস বিষয় নিয়ে সহস্রাধিক ফান আছে । )
''ঝা ঝা পরতিবাদ'' ????
খাড়ান আপনেরে খালি একবার রেঞ্জের মধ্যে পাইয়া লই ;) ;) ;)

১১১| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা খুব মজা পাইছি পোষ্ট পড়ে! B-)

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগায় আমারও ভাল লাগছে ।
ভাল থাকুন সিস মাহী ফ্লোরা ।

১১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: ২০১২ সালের এই পোস্ট ২০১৩ সালের জন্যও জরুরী । ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে জন্যই কি আপনি এই পোস্ট ২০১৩ সালেই পড়লেন ? ;);)

১১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

শ্রাবণ জল বলেছেন: হা হা :)

খুব মজা লাগল পড়ে। :)

তবে কমেন্টের উত্তর না পেলে খারাপ লাগে। :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''লেখালেখি বন্ধ। ক্ষেত্র বিশেষে মন্তব্যও।''
আমাদের বুঝি কারো লিখা পড়ে মজা পাওয়ারও সুযোগ নাই ।
কমেন্ট করার সুযোগ না পেলে আমাদের বুঝি খারাপ লাগেনা ?

১১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

মামুন রশিদ বলেছেন: ২০১২ সালেই পড়েছি এবং কমেন্ট দিয়েছি । ভাবলাম ২০১৩ সালেও যেহেতু প্রযোজ্য, তাই এ বছরের পুত্তম কমেন্ট করার চান্সটা নেই B-) :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

১১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

লাবনী আক্তার বলেছেন: পোস্ট আগেই পরছিলাম কিন্তু কমেন্ট দিতে পারি নাই। :(

ভাইয়া ভালো লিখছেন! মজা পাইছি পড়ে। :D :D

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ।

১১৬| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৯

আদম_ বলেছেন: আদমের নাম তাহলে তস্করের খাতায় চলে গেল। ব্যাপক দুকখ্খিত হইলাম......। ডেডিকেশনের কোনো দাম নাই।

১৮ ই মে, ২০১৩ রাত ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আদম ভাইয়ের দুস্ক আমার মাঝেও সংক্রামিত হচ্ছে ।

১১৭| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে এইটাতো পড়ছিলাম !

১৮ ই মে, ২০১৩ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি না পড়লে তো পোস্টটাই মুছে দিতাম । :D :D

১১৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

ইখতামিন বলেছেন:
আপনার এ্যাড. কাজে লেগেছে :P :P :P

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P

১১৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:১০

মাহী ফ্লোরা বলেছেন: খুবি মজা পেলাম পোস্ট পড়ে! :)

২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কোন ক্যাটাগরিতে নাইতো ?

১২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭

আকিব আরিয়ান বলেছেন: লুল :P

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P

১২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন:
এইটা দেখি প্রাগৈতিহাসিক আমলের সমস্যা।
এখনও আছে দেখি। এখন তো মনে হয় আরো বেশি বাড়ছে এইসব লোক।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক আগের মন্তব্য, নজরে আসেন দুঃখ প্রকাশ করছি।
এইটা দেখি প্রাগৈতিহাসিক আমলের সমস্যা। B-) সুন্দর বলেছেন রক্তিম।

১২২| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

আহমেদ জী এস বলেছেন: .গিয়াস উদ্দিন লিটন ,



"আপনার লগইন সফল ভাবে সম্পন্ন হয়েছে"
অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন .....

ঝাড়া ২ মিনিট অপেক্ষার পরে এলো এই বাণী -- 504 error ………..Time out ...
তারপরেও ধৈর্য্য ধরে আপনার এই পুরোনো পোস্টে কমেন্ট করছি একারনে যে , যতোই রম্য-রসই করুন না কেন , অনেক ব্লগ লিখিয়েদের এই ধরনের উন্নাসিকতার যে ছবি এঁকেছেন তা যে একেবারেই বাস্তব এবং তা যে কতোখানি বিরূপ প্রভাব ফেলে নিয়মিত ব্লগারদের উপর তার ফলাফল ভেবে । হয়তো সে কারনেই ব্লগের নামী লেখকেরা ধীরে ধীরে সরে গেছেন এবং যাবেনও আগামীতে।
এখনও অনেক ব্লগার আছেন যারা পোস্ট দিয়ে যথারীতি কমেন্ট পাচ্ছেন , কিন্তু সে সব কমেন্টের উত্তর না দিয়ে নতুন নতুন পোস্ট প্রসব করছেন । আই রিপিট .. প্রসব করছেন । আপনি একটি প্রতিমন্তব্যে ঠিকই বলেছেন , তারা নিজেদের "হুমায়ুন আহমেদ" ভাবছেন ।
আসলে এমন উন্নাসিক ব্লগ লিখিয়েদের পোস্টে কমেন্ট না করাই উত্তম । এতে করে হয়তো এরা সোজা হতে পারেন কারন ইগনোরেন্স ---- দ্য মোষ্ট পাওয়াফুল আর্মস এ্যান্ড ডিভাইস
অনেক মন্তব্যেই এর ছায়া দেখলুম ।
রক্তিম দিগন্ত বলেছেন: এইটা দেখি প্রাগৈতিহাসিক আমলের সমস্যা।
এখনও আছে দেখি।
এখন তো মনে হয় আরো বেশি বাড়ছে এইসব লোক।

এটা ব্লগের স্বাভাবিক স্রোতকে যে ভাবে আটকে রাখে তার দীর্ঘমেয়াদি কুফল যতো তাড়াতাড়ি আমরা বুঝবো ততোই আমাদের আর ব্লগের মঙ্গল ।
রম্য নয়, পোস্টটাকে আমাদের চোখে আঙুল ঢুকিয়ে দেয়া পোস্ট বলবো, রম্যের আড়ালে আপনি যা-ই ঢাকুন না কেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে এমন উন্নাসিক ব্লগ লিখিয়েদের পোস্টে কমেন্ট না করাই উত্তম । এতে করে হয়তো এরা সোজা হতে পারেন কারন ইগনোরেন্স ---- দ্য মোষ্ট পাওয়াফুল আর্মস এ্যান্ড ডিভাইস । আপনার কথাটা বেশ ভাল লাগলো ।

আমি যে কালের কথা বলছি,তখন কিছু লোক এমন মানসিকতা পোষণ করতো,''আরে বাবা লিখে তোদের পড়তে দিয়েছি এতেই তোরা ধন্য হ, আবার রিপ্লাই!!'' পরবর্তীতে এদের পোস্টে কেউ আর মন্তব্য করতোনা, এই কারনে তখনকার মন্তব্যের রিপ্লাই না দেয়া অনেক ব্লগ লিখিয়েই করায় বিলিন হয়ে গেছে। কয়েকজন সোজা হয়ে এখনো টিকে আছে।
অনেক আগের পোস্টে আপনার উপস্থিতি ভাল লাগলো । ধন্যবাদ জানবেন।

১২৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগ স্লো! ৩ তারিখ একটা কবিতা পোস্ট করেছিলাম আজো সব মন্তব্যের প্রতিউত্তর করে উঠতে পারি নি। :(

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম সমস্যা আমারও হচ্ছে, লগইন করার সাথে সাথে দেখি লগ আউট হয়ে আছি।
সামু ফিডব্যাক আমাকে জানিয়েছে, এরকম সমস্যা মজিলায় হয়, সমস্যা দেখা দিলে গুগল ক্রম দিয়ে ব্রাউজ করুন।

১২৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগ স্লো! ৩ তারিখ একটা কবিতা পোস্ট করেছিলাম আজো সব মন্তব্যের প্রতিউত্তর করে উঠতে পারি নি। :(

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D:D :D

১২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: পুরাই ফান! নিঃসন্দেহে তা বটে!

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।

১২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট। সবগুলো মন্তব্য আর প্রতিমন্তব্য পড়লাম। অনেকগুলো ভাল লেগেছে, লাইক দিয়েছি। আপনার এ পোস্টেও ২০তম লাইক' দিয়ে গেলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক আগের পোস্ট, আন্তরিকতা বশে মন্তব্যসহ পাঠ করে গেলেন, অনেক ধন্যবাদ আর শুভ কামনা জানবেন ভাই।

১২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: ২০তম লাইক' দিয়ে গেলাম - ২৯তম 'লাইক' দিয়ে গেলাম হবে। ৯ আর ০ এর পাশাপাশি অবস্থানের কারণে এ বিভ্রাট হয়েছে। :) :)

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক আর মন্তব্যত্রয়ীর জন্য অগনন ধন্যবাদ আহসান ভাই।

১২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মন্তব্যের উত্তর না দেওয়াটা সৌজন্যের মধ্যে পড়ে না।

ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের উত্তর না দেওয়াটা সৌজন্যের মধ্যে পড়ে না। যথার্থ বলেছেন শ্রদ্ধেয়। তার পরও নিজেকে সেলিব্রেটি মনে করা কিছু মানুষ মনে করেন,রিপ্লাই দেয়া তো অনেক দূর, তিনি যে পোস্ট পড়ার সুযোগ দিয়েছেন এতেই পাঠকের ধন্য হওয়া উচিত।

১২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হে আল্লাহ, প্রাগৈতিহাসিক কালের পোস্ট আমি আজকে দেখলাম কীভাবে? :) :) :)

কিন্তু প্রকারভেদ খুব অল্প মনে হলো। অল্প হলেও 'হিটপ্রত্যাশী' ব্লগারের ডেফিনিশন দারুণ হয়েছে :)

শুভেচ্ছা লিটন ভাই।

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার উপস্থিতি আমার কাছে বরাবরই আনন্দদায়ক, অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।

১৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

গেম চেঞ্জার বলেছেন: :-P হুঃ হাঃ হাঃ হাঃ =p~


দারুণ আনন্দ!!!!!!!!!!!! :-B

গিয়াস ভাই, ধইন্যা.............. :)

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ গেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.