নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আমরা তখন উসাইন ভোল্টের বাপ । ( রম্য )

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাস্টার দ্বিজলাল মজুমদার । ২৬ বছর বয়স থেকে পাত্রি দেখছেন । পাত্রি যে পছন্দ হচ্ছে না একথাতো বয়স বেটাকে বুঝানো যাচ্ছেনা , তাই মেঘে রৌদ্রে বয়স গিয়ে ৪৮ এ ঠেকেছে ।

খেলাধুলা করেন বিধায় বয়স ৩৫ বললেও কেউ প্রশ্ন তুলেন না ।

ছেলের বউ দেখার অপেক্ষায় থেকে থেকে পিতৃদেব আর মাতৃদেবী অনেক আগেই গত হয়েছেন । এক বিধবা বৃদ্দ্বা ফুফু দুমুঠো রেঁধে দেন ,নিজেও খান ।

যম সাহেব যথা সময়ে কৃপা করলে এই বুড়ির ২০তম ইহধাম ত্যাগ দিবস ও পেরিয়ে যাওয়ার কথা ।

বুড়ি এখন শয্যা নিয়েছেন , মনে হচ্ছে যম আর সময় দিতে রাজি নয় ।

তাই মাস্টার দ্বিজলাল মজুমদার ফাইনাল সিদ্দ্বান্ত নিয়ে ফেলেছেন । পছন্দ হোক আর না হোক আগামী কাল যে মেয়েটি দেখবেন বিয়ে সেখানে হবেই । এই সংবাদে পিতৃহীন কন্যার ভাগ্নিদায়গ্রস্থ

মামারাও মহা খুশী ।

স্বজাতীর সংগে উনার তেমন একটা উঠাবসা নাই , তাই জুনিয়র ফ্রেন্ড হিসেবে আমি আর ভাতিজা সাহাবউদ্দিন হবু বরের সংগি ।

( মোবাইলে লিখছি তাই বিতং করার সুযোগ নাই)

যথা সময়ে যথাস্থানে পৌছে সবে নাস্তা পবর্

সেরেছি এমন সময় অন্দর মহলে শোরগোল শুনা গেল । আমি সাইজে একটু ছোট বিধায় ঘটনার সুলুক সন্ধানে ভিতরে ডুকে গেলাম ।

দেখলাম মেয়ের মা মূছর্িত । আহারে বেচারীর উপর মনে হয় সারাদিন অনেক কাজের ধকল গিয়েছে । পাখার বাতাস, পানির ঝাপটা আর কিঞ্ছিত সেবায় মূছর্িতার হুঁশ ফিরে এলো ।

কি হইছে কি হইছে বলে সবাই তার উপর ঝুঁকে পড়লো ।

মহিলা বিলাপ করে বললো , ওরে বেড়ার ফাঁক দিয়া আমি পাত্ররে দেখলাম ।

তোরা আমার বাপ মরা মেয়েটাকে সাগরে ভাসিয়ে দিবি নাকিরে । কোথা থেকে বুইড়া একটা ধইরা আনছেরে ......

ভিড়ের মধ্যে থেকে কে একজন বললো - কিসের বুইড়া ,ঘটকতো কইলো সবে ৩৫ ।

মহিলা আবার বিলাপ জুড়ে দিল - ওরে নারে না , এই বেটার লগে আমার বিয়া হওনের কথা আছিল , বেটার বয়স বেশী দেইখা তখন আমার বড় দাদা বিয়ে দেয়নাই ।

ভিড়ের মধ্য থেকে পাগল টাইফ একজন বলল , -কির পুতেরে খাইছি ,আমার লাঠি কইরে -----

-কির পুতটা ঘটক না পানি প্রাথির্ সেই বিচারে না গিয়ে একলাফে সামনের রুমে এসে দ্বীজদা দৌড়ান বলেই দিলাম দৌড় ।

-- দৌড়---দৌড়---দৌড় , পেছনে লাঠি নিয়ে পাগলটাও দৌড়াচ্ছে আর লাঠি ঘুরাচ্ছে ,প্রান ভয়ে আমরা তিন জনতো তখন উসাইন ভোল্টের বাপ ।

উৎসগর্ ঃ যার জন্য পাত্রি খোঁজা হচ্ছে , যার আজকের পোস্ট দেখে এই লিখার অবতারনা , সেই কল্যানিয়াষু ব্লগার কবি তরুন তূকীর্ সেলিম আনোয়ারকে ।

মন্তব্য ৬৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

টাইপো আছে।

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আপনি বোধহয় অপেরা দিয়ে ব্রাউজ করছেন তাই টাইপো দেখাচ্ছে ।
আবার আই ফোনের ' 'বাংলা নোট'' সফটওয়্যারে লিখার কারনেও এমনটি হতে পারে ।

ধন্যবাদ প্রথম মন্তব্যকারি সুমন কর ।

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আই ফোনের '' বাংলা নোট '' সফটওয়্যার দিয়ে লিখার কারনে এমনটা দেখাতে পারে ।
আবার অপেরা মিনি দিয়ে ব্রাউজ করলেও টাইপো দেখাতে পারে ।
ধন্যবাদ সুমন কর ।

২| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় কল্লেন কি !

কবিরে এমতে বাঁশ দিলেন ....................উসাইন বোল্টের বাপ =p~ =p~ =p~ =p~

রম্য মজার হয়েছে :)

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় রে ! ভৃগু ভাই এই সব কি কয় ?

৩| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

তুষার মানব বলেছেন: =p~ =p~ =p~ =p~

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তুষার মানব ।


৪| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই চমৎকার পোস্ট।
পাত্রী পেলেই হলো........।
এই পোস্টে ে

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম আনোয়ার ভাইকে আরেকটু বিষদ ভাবে চাইছি

৫| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

অহন_৮০ বলেছেন: ভালো লাগছে

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অহন ।

৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা বেশ লিখেছেন--যার জন্য উৎসর্গ তার জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনাকে ধন্যবাদ দিতেই হয়--।
ভাল থাকুন সদা।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সিস ।

৭| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল।

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী

৮| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২১

ভারসাম্য বলেছেন: =p~ আপনার এই লেখার স্টাইলটা খুবই ভাল লাগলো। মোবাইল দিয়ে লেখা না হলে মনে হয় আরেকটু লম্বা হতে পারত।

রম্য ভাল হয়েছে। +++

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্টে বেশ উৎসাহ পেলাম ।
প্লাসের জন্য ধন্যবাদ ।

৯| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আমাকে দিয়ে রম্য হবে না। তাই পোস্ট ড্রাফটে নিলাম। :)

পরে কেউ মনে কষ্ট পাবে সেটা আমার কাম্য নয়।


তবে আপনার পোস্ট পড়ে মজা পেয়েছি । =p~ !:#P


১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পোস্ট ড্রাফটে নেয়ার কারন যদি কোন ভাবে আমি হয়ে থাকি , তাহলে নিজেকে নিদোর্ষ ভাবার কোন সুযোগ পাবোনা ।
আমার একজন শুভাকাংখীকে হাটর্ করার ইচ্ছা আমার কোন কালেই ছিল না ।

১০| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কান্ডারী

১১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আরে না আমি হার্ট হয়নি আমার চন্দ্রমুখী যাতে হার্ট না হয় সেটা চেয়েছি । !:#P !:#P

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনে স্বস্তি বোধ করছি সেলিম ভাই ।

১২| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৮

লেখোয়াড় বলেছেন:

ভাল লেগেছে। আমার রস বোধ আছে।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখছি একেবারে রসে টইটুম্বুর । ধন্যবাদ লেখোয়াড় ।

১৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

ড. জেকিল বলেছেন: মজা পাইছি !

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ড.

১৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫

ভুং ভাং বলেছেন: =p~ =p~ =p~ ব্যাপক রস

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মি.

১৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


খুবই মজা পেলাম। অনেক্ষন হাসলাম ভাইয়া। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। কেমন আছেন?

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল ।
আলহামদুলিল্লাহ ভাল আছি ।

১৬| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: রসবোধ এর পরীক্ষা দিতে চাইনা , ভালো লেগেছে !

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অভি ।

১৭| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মামুন রশিদ বলেছেন: :D:D:D

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~

১৮| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৪

আরজু মুন জারিন বলেছেন: একটু ছোট বিধায় ঘটনার সুলুক সন্ধানে ভিতরে ডুকে গেলাম ।
দেখলাম মেয়ের মা মূছর্িত । আহারে বেচারীর উপর মনে হয় সারাদিন অনেক কাজের ধকল গিয়েছে । পাখার বাতাস, পানির ঝাপটা আর কিঞ্ছিত সেবায় মূছর্িতার হুঁশ ফিরে এলো ।
কি হইছে কি হইছে বলে সবাই তার উপর ঝুঁকে পড়লো ।
মহিলা বিলাপ করে বললো , ওরে বেড়ার ফাঁক দিয়া আমি পাত্ররে দেখলাম X( X( X(

অনেক মজার আনন্দ দেওয়ার মত একটা লেখা পড়লাম। আমার পাশে একজনের লেখা এত জানা ছিলনা। সামুতে অনেকে ভাল লেখে দেখলাম। আমি তো অনেক লেখক দের বই পড়ছি যারা অনেকদিন ধরে বই প্রকাশ করছেন তাদের চেয়ে সামুর কিছু ব্লগার , প্রথম আলোর অনেক ব্লগার দের লেখা অনেক উন্নত মানের। কিছু কিছু লেখা সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমাদের সাহিত্য কিন্তু অনেক উন্নত তাইনা ?

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনাকে। চমত্কার লেখাটিতে অনেক ভালবাসা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাড়িয়ে বলার স্টাইল টাও আপনার লিখার মত চমৎকার । :D:D:D

১৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
উৎসর্গটা জব্বর হইছে :P

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আরজুপনি ।

২০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

আবু শাকিল বলেছেন: লেখায় অনেক রসগোল্লা ছিল।
মনে হচ্ছে হেয়ালী করে লিখেছেন।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।

২১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) :)

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তনিমাকেও ।

২২| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩

লিমা মেহরিন বলেছেন: খুব হাসলাম। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম ।
ভাল থাকুন ।

২৩| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

সোহানী বলেছেন: সেলিম ভাই আপনি কোথায়...... এতো অল্প মন্তব্যে খুশি না............

অসাধারন রম্য রচনা...... ভালো লাগা সহ +++++++++

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্য খুব ভাল লাগলো , সেলিম ভাইএর দৃষ্টি আকর্ষন করছি ।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮

আরজু মুন জারিন বলেছেন: একটু ও বাড়িয়ে বলিনি ভাই। সত্যি আপনার লেখা টা বেশ ভাল লেগেছে। আর এও সত্যি এখানে অনেকে বেশ ভাল মানের সাহিত্য লিখে। আমি অনেকটা ভয়ে ভয়ে লিখি সবার মাঝে।
আবার ও ধন্যবাদ/ শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাল লিখাটির জন্য। ভাল থাকবেন সবসময়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০২

মিজভী বাপ্পা বলেছেন: মজা পেলাম =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-))

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ বাপ্পা

২৬| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: উৎসর্গ দেখে বেশি হেসেছি। এমন বন্ধুই প্রয়োজন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগল ।
শুভকামনা রইল ।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

জুন বলেছেন: করুন রস খুজে পেলাম কিছুটা, তারপর ও মজা লাগলো আপনার লেখা রম্য গিয়াসলিটন।
+

১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্টে অনুপ্রানিত হলাম , ধন্যবাদ ।

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: এরকম একটা কাহিনী আগেও কোথাও শুনেছিলাম । তবে লিখনিতে ব্যাফুক মজা পাইলাম ভ্রাতা ++++++

কেমন ছিলেন ? :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অপুর্ন ভাই ।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

এহসান সাবির বলেছেন: জটিল..........!!!

=p~ =p~ =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন ভাই জটিল কেন ?
হাহাহাহাহা

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! মজা পেলাম পড়ে!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ইপ্সিতা ।

৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

লিরিকস বলেছেন: সেলিম আনোয়ার ভাইয়া :) :)


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও গলা মিলাই - সেলিম আনোয়ার ভাইইইইইইইইইইইইই

৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

আমি অথবা অন্য কেউ বলেছেন: ভালোই, রম্যে ভালোলাগা

০৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আমি অথবা অন্য কেউ

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

গেম চেঞ্জার বলেছেন: ব্যাফুক মজা পাইসি ভাই!! ব্যাপক!! ব্যাপক!

কথা হইলো গিয়া হালকা পাতলা টাইপো আছে। ইচ্ছে থাকলে ঠিক কইরা নিয়েন।

(+)

০৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ গেম চেঞ্জার ।

৩৪| ০৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৮

নীল আকাশ বলেছেন: অনেক দিন পরে সেই রকম একটা রম্য পড়লাম। লিটন ভাই, আপনি পারেনও বটে! ব্লগের একমাত্র ১০০% ভেজালবিহীন কবিকে নিয়ে - এই উৎর্সগের কোন তুলনাই হয় না।
আপনার তুলনা আপনি হতে পারেন, ব্লগে আর কেউ না।

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন নীল আকাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.